Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কে ভোট দিতে আসলো না আসলো সেটা নির্বাচন কমিশনের দেখার বিষয় নয় : সিইসি

নিজস্ব প্রতিবেদক : 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কে ভোট দিতে আসলো না আসলো সেটা নির্বাচন কমিশনের দেখার বিষয় নয়। ভোটারের উপস্থিতি কম নাকি বেশি সেগুলোর আমি কিছুই জানি না। আমি এসে আমার ভোটটা দিয়ে গেলাম।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ্ বাহার ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসির কাজটা হচ্ছে ভোট আয়োজন করা। কেউ ভোট দিতে আসবেন কি আসবেন না সেটা দেখা আমাদের কাজ নয়। আর নির্বাচনে কোনো সহিংসতার ঘটনা ঘটলে সেটা আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী দেখবেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমি এইমাত্র আমার ভোট প্রদান করেছি। আজ ভোটগ্রহণ শুরু হয়েছে, ভালো লাগছে। প্রতি পাঁচ বছর পরপর এই ভোটটি অনুষ্ঠিত হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায়, সহযোগিতায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। আমি আপনাদের অনুরোধ করবো, ভোটের দৃশ্যমানতা এবং স্বচ্ছ্বতা যেন তুলে ধরা হয়। কারণ ভোট নিয়ে মানুষের মধ্যে যদি কোনও অনাস্থা থাকে, সেটা যেন কেটে যায়।’

বিএনপি ও সমমনা দলগুলোর চলমান হরতালে ভোটার উপস্থিতি কম কি না- এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘আমি ওগুলো নিয়ে কোনো চিন্তা-ভাবনা করিনি।

এ সময় গণমাধ্যমকর্মীদের সিইসি বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করব, ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যতটা তুলে ধরা যায়। ভোট নিয়ে যদি মানুষের মধ্যে কোনো অনাস্থা থাকে, সেই অনাস্থা যেন ক্রমান্বয়ে কেটে যায়।

ভোটের প্রতি মানুষের আস্থা ফিরবে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, ‘সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না।’

সিইসি বলেন, ভোট নিয়ে যদি মানুষের মধ্যে অনাস্থা থাকে, সেই অনাস্থা যেন ক্রমান্বয়ে কেটে যায়, সেই প্রত্যাশা আর শুভকামনা করি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

কে ভোট দিতে আসলো না আসলো সেটা নির্বাচন কমিশনের দেখার বিষয় নয় : সিইসি

প্রকাশের সময় : ১১:১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কে ভোট দিতে আসলো না আসলো সেটা নির্বাচন কমিশনের দেখার বিষয় নয়। ভোটারের উপস্থিতি কম নাকি বেশি সেগুলোর আমি কিছুই জানি না। আমি এসে আমার ভোটটা দিয়ে গেলাম।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ্ বাহার ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসির কাজটা হচ্ছে ভোট আয়োজন করা। কেউ ভোট দিতে আসবেন কি আসবেন না সেটা দেখা আমাদের কাজ নয়। আর নির্বাচনে কোনো সহিংসতার ঘটনা ঘটলে সেটা আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী দেখবেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমি এইমাত্র আমার ভোট প্রদান করেছি। আজ ভোটগ্রহণ শুরু হয়েছে, ভালো লাগছে। প্রতি পাঁচ বছর পরপর এই ভোটটি অনুষ্ঠিত হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায়, সহযোগিতায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। আমি আপনাদের অনুরোধ করবো, ভোটের দৃশ্যমানতা এবং স্বচ্ছ্বতা যেন তুলে ধরা হয়। কারণ ভোট নিয়ে মানুষের মধ্যে যদি কোনও অনাস্থা থাকে, সেটা যেন কেটে যায়।’

বিএনপি ও সমমনা দলগুলোর চলমান হরতালে ভোটার উপস্থিতি কম কি না- এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘আমি ওগুলো নিয়ে কোনো চিন্তা-ভাবনা করিনি।

এ সময় গণমাধ্যমকর্মীদের সিইসি বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করব, ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যতটা তুলে ধরা যায়। ভোট নিয়ে যদি মানুষের মধ্যে কোনো অনাস্থা থাকে, সেই অনাস্থা যেন ক্রমান্বয়ে কেটে যায়।

ভোটের প্রতি মানুষের আস্থা ফিরবে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, ‘সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না।’

সিইসি বলেন, ভোট নিয়ে যদি মানুষের মধ্যে অনাস্থা থাকে, সেই অনাস্থা যেন ক্রমান্বয়ে কেটে যায়, সেই প্রত্যাশা আর শুভকামনা করি।