Dhaka শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মা-ছেলে নিহত

কুষ্টিয়া জেলা প্রতিনিধি : 

কুষ্টিয়ার ত্রিমোহনী বাইপাস মোড়ে ডাম্প ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন বাবা।

শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের ত্রিমোহনী বাইপাস মোড়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার কাদের সিদ্দিকীর স্ত্রী ইতি খাতুন (৩০) ও ছেলে আহনা (৩)। এ ঘটনায় মোটরসাইকেল চালক কাদের সিদ্দিকী আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদের ছুটিতে আবদুল কাদের মোটরসাইকেলে স্ত্রী–সন্তানকে নিয়ে কুষ্টিয়া শহরের বাড়িতে ফিরছিলেন। ভোরে তারা বগুড়া থেকে রওনা হন। সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া শহরের প্রবেশমুখ ত্রিমোহনী মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এসময় পেছন থেকে আসা একটি সবজিবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলে আহনাফ ও তার মা ইতি খাতুনের মৃত্যু হয়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি সৈয়দ আল মামুন জানান, ঈদের ছুটি কাটাতে মোটরসাইকেলযোগে কর্মস্থল বগুড়া থেকে নিজ বাড়ি কুষ্টিয়া আসার পথে কুষ্টিয়ার ত্রিমোনী বাইপাস এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইতি খাতুন এবং তার শিশু সন্তান আহনাফের মৃত্যু হয়।

ঘটনার পরে পুলিশ এসে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি পুলিশ। তবে ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা করছেন তারা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মা-ছেলে নিহত

প্রকাশের সময় : ০৩:২৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

কুষ্টিয়া জেলা প্রতিনিধি : 

কুষ্টিয়ার ত্রিমোহনী বাইপাস মোড়ে ডাম্প ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন বাবা।

শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের ত্রিমোহনী বাইপাস মোড়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার কাদের সিদ্দিকীর স্ত্রী ইতি খাতুন (৩০) ও ছেলে আহনা (৩)। এ ঘটনায় মোটরসাইকেল চালক কাদের সিদ্দিকী আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদের ছুটিতে আবদুল কাদের মোটরসাইকেলে স্ত্রী–সন্তানকে নিয়ে কুষ্টিয়া শহরের বাড়িতে ফিরছিলেন। ভোরে তারা বগুড়া থেকে রওনা হন। সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া শহরের প্রবেশমুখ ত্রিমোহনী মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এসময় পেছন থেকে আসা একটি সবজিবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলে আহনাফ ও তার মা ইতি খাতুনের মৃত্যু হয়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি সৈয়দ আল মামুন জানান, ঈদের ছুটি কাটাতে মোটরসাইকেলযোগে কর্মস্থল বগুড়া থেকে নিজ বাড়ি কুষ্টিয়া আসার পথে কুষ্টিয়ার ত্রিমোনী বাইপাস এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইতি খাতুন এবং তার শিশু সন্তান আহনাফের মৃত্যু হয়।

ঘটনার পরে পুলিশ এসে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি পুলিশ। তবে ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা করছেন তারা।