কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লায় বিএনপির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালবিরোধী শান্তি মিছিলে গিয়ে বিল্লাল হোসেন নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন।
রোববার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।
তিনি কুমিল্লা নগরীর চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী ছিলেন বেলাল।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের চার নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন নাজিম
তিনি বলেন, বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে শান্তি মিছিল আহ্বান করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার। তার ডাকে সাড়া দিয়ে চার নম্বর ওয়ার্ড থেকে হরতালবিরোধী মিছিল নিয়ে কান্দির পাড় পূবালী চত্বর এলে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন বিল্লাল হোসেন। এ সময় তাকে উদ্ধার করে মুন হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিকেলে বিল্লাল হোসেনের জানাজা নগরীর কাপ্তান বাজার এলাকায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার। শান্তি মিছিলে দেওয়া এক বক্তব্যে এমপি বাহার নেতাকর্মীদের বিল্লাল হোসেনের জানাজায় সকলকে অংশ নিতে আহ্বান জানান।