Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় লরিচাপায় নিহত ২

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগতির একটি লরি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা চারটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় অটোরিকশার এক চালক ও যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন চারজন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মহাসড়কের মিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. শাহাদত।

তিনি জানান, ঢাকামুখী একটি লরি এসে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা চারটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ এক পুরুষ যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

লরিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খাগড়াছড়িতে সেতুটির সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগ শিশু শিক্ষার্থীসহ স্থানীয়রা

কুমিল্লায় লরিচাপায় নিহত ২

প্রকাশের সময় : ০৮:২১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগতির একটি লরি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা চারটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় অটোরিকশার এক চালক ও যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন চারজন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মহাসড়কের মিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. শাহাদত।

তিনি জানান, ঢাকামুখী একটি লরি এসে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা চারটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ এক পুরুষ যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

লরিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।