Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ফোমের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

কুমিল্লা নগরীতে একটি ফোমের গোডাউন থেকে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১২টার দিকে নগরীর কান্দিরপাড় জিলা স্কুল সংলগ্ন চৌধুরী ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টায় চৌধুরী ভিলার নিচ তলায় ফোমের গোডাউনে আগুন লাগে। পরে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ইব্রাহীম ভবনসহ আরো একটি ভবনে। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিভায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে, ফোমের গোডাউন থেকে আগুন ছড়িয়েছে। তবে গোডাউনে কীভাবে আগুনে লেগেছে তা অনুসন্ধান করে বের করা হবে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা জানা যায়নি। দ্রুততম সময়ে সকলকে উদ্ধার করা হয়েছে। এতো বড় ঘটনায় কোনো মানুষের প্রাণহানি হয়নি, এটাই আমাদের বড় প্রাপ্তি।

কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাবিবুর আল-আমিন সাদি বলেন, স্থানীয় এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশসহ দ্রুততম সময়ে উদ্ধার কাজ করায় এ ঘটনায় কেউ নিহত হয়নি।

আবাসিক ভবনের নিচে এভাবে গোডাউন করা সম্পূর্ণ বেআইনি উল্লেখ করে বলেন, যারা এখানে গোডাউন করেছে, তাদের বিরুদ্ধে সিটি করপোরেশন ব্যবস্থা নেবে। এ অগ্নিকাণ্ডে তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এ ভবনগুলোতে মানুষ বসবাসের উপযোগী কী-না তা খতিয়ে দেখব।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

চাঁদাবাজি নয়, ভাঙারি দোকান দখল দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: ডিএমপি

কুমিল্লায় ফোমের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশের সময় : ০৪:৪৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

কুমিল্লা জেলা প্রতিনিধি : 

কুমিল্লা নগরীতে একটি ফোমের গোডাউন থেকে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১২টার দিকে নগরীর কান্দিরপাড় জিলা স্কুল সংলগ্ন চৌধুরী ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টায় চৌধুরী ভিলার নিচ তলায় ফোমের গোডাউনে আগুন লাগে। পরে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ইব্রাহীম ভবনসহ আরো একটি ভবনে। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিভায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে, ফোমের গোডাউন থেকে আগুন ছড়িয়েছে। তবে গোডাউনে কীভাবে আগুনে লেগেছে তা অনুসন্ধান করে বের করা হবে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা জানা যায়নি। দ্রুততম সময়ে সকলকে উদ্ধার করা হয়েছে। এতো বড় ঘটনায় কোনো মানুষের প্রাণহানি হয়নি, এটাই আমাদের বড় প্রাপ্তি।

কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাবিবুর আল-আমিন সাদি বলেন, স্থানীয় এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশসহ দ্রুততম সময়ে উদ্ধার কাজ করায় এ ঘটনায় কেউ নিহত হয়নি।

আবাসিক ভবনের নিচে এভাবে গোডাউন করা সম্পূর্ণ বেআইনি উল্লেখ করে বলেন, যারা এখানে গোডাউন করেছে, তাদের বিরুদ্ধে সিটি করপোরেশন ব্যবস্থা নেবে। এ অগ্নিকাণ্ডে তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এ ভবনগুলোতে মানুষ বসবাসের উপযোগী কী-না তা খতিয়ে দেখব।