কুমিল্লা জেলা প্রতিনিধি :
কুমিল্লায় লেগুনা-সিএনজি স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে অর্নব (২৬) নামে একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৫ মার্চ) বিকাল ৩টার দিকে কুমিল্লার শাসনগাছা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রদল নেতা হলেন – স্থানীয় বাসিন্দা মো. আজহারের ছেলে ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী অর্ণব (৩০)। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি। শাসনগাছা বাস টার্মিনালের সততা বাসের ম্যানেজারের চাকরিও করতেন অর্ণব।
অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন- শাসনগাছা এলাকার নাজমুল জামান অনিক (২৮), নেয়ামত উল্লাহ (৩৫), নুরুল আফসার মোহন (২২) ও নাজমুল হাসান (২৬)। এদের মধ্যে নাজমুল হাসান গুলিবিদ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শাসনগাছা লেগুনাস্ট্যান্ডের আধিপত্য বিস্তার নিয়ে শাসনগাছা মধ্যমপাড়া আবুল কাশেম ও শাসনগাছা মোল্লা বাড়ির রাব্বি আলাউদ্দিনের পক্ষের মধ্য সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে অর্ণব ঘটনাস্থলেই নিহত হন। গুলিবিদ্ধ হন নাজমুল, অনিক ও নিশু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় কয়েক বাসিন্দা জানান, শাসনগাছায় আন্তঃজেলা বাস স্টেশন, একাধিক সিএনজিচালিত অটোরিকশার অবৈধ স্টেশন ও লেগুনার অবৈধ স্টেশন রয়েছে। এসব থেকে প্রতিদিন লক্ষাধিক টাকার চাঁদাবাজি হয়। এসব নিয়ে দুই পক্ষে মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ উদ্দিন শিবলু বলেন, অর্ণব আমাদের কর্মী। সাংগঠনিকভাবে দুর্বল থাকায় তাকে হত্যা করা হয়েছে। এবারের কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে তার নাম বিবেচনায় রাখা হয়েছিল।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় রাব্বির বাবা খলিল মিয়াকে আটক করা হয়েছে। আহতদের মধ্যে নাজমুল ও অনিকের অবস্থা আশঙ্কা বলে জানা গেছে। দখল নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কুমিল্লা জেলা প্রতিনিধি 



















