আন্তর্জাতিক ডেস্ক :
হিংস্র কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর এক মেয়র। ঘটনাটি ঘটেছে দক্ষিণ মেক্সিকোয়। রয়টার্সের খবরে বলা হয়েছে, সান পেড্রো হুয়ামেলুলা শহরের মেয়র ভিক্টর হিউগো সোসা ‘অ্যালিসিয়া অ্যাড্রিয়ানা’ নামক একটি মেয়ে কুমিরকে বিয়ে করেছেন।
মানুষ ছেড়ে কুমিরকে বিয়ে করার এই সিদ্ধান্তের পিছনে রয়েছে প্রাচীন একটি রীতি। শহরের মানুষদের সৌভাগ্য আনতেই কুমিরকে বিয়ে করেছেন বলে মেয়র জানিয়েছেন।
বিয়ের রীতি মেনেই এই বিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ জুন) এই বিয়ে উপলক্ষ্যে ছিল নজরকাড়া আয়োজন। রীতিমতো কনের পোশাকে সাজানো হয়েছিল অ্যালিসিয়া অ্যাড্রিয়ানা নামক ৭ বছর বয়সী কুমিরকে। তবে, অঘটন এড়াতে মাংসাশী এই নববধূর মুখ দড়ি দিয়ে বাঁধা ছিল। পরে তাকে বিয়ের আনুষ্ঠানিকতার জন্য শহর মিলনায়তনে নেয়া হয়।
আচার-আনুষ্ঠানিকতার অংশ হিসেবে স্থানীয় এক জেলে জাল ছুড়ে মারেন। তিনি সুর করে প্রার্থনা করেন। প্রার্থনায় বলা হয়, এ বিয়ের ফলে যেন ভালো সংখ্যক মাছ ধরা পড়ে। যার মধ্যদিয়ে শহরে সমৃদ্ধি, ভারসাম্য ও শান্তি আসে।
The mayor of Mexico’s San Pedro Huamelula married a crocodile as part of a ritual to usher in a good harvest pic.twitter.com/JYByIWYbRb
— Reuters (@Reuters) July 2, 2023
বিয়ের আনুষ্ঠানিকতার সময় মেয়র সোসা বলেন, তিনি কনের (কুমির) দায়িত্ব গ্রহণ করছেন। কারণ, তারা পরস্পরকে ভালোবাসেন। ভালোবাসাটা গুরুত্বপূর্ণ। ভালোবাসা ছাড়া বিয়ে করা যায় না। আমি রাজকন্যা মেয়ের (কুমির) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই।’
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে, পুরো শহর নববধূকে কোলে নিয়ে ঘুরে বেড়ান মেয়র। সঙ্গে ছিল ঐতিহ্যবাহী নাচ-গান আর প্রার্থনা। তিনি বলেন, আমরা খুশি কারণ আমরা দুটি সংস্কৃতির মিলন উদযাপন করি। মানুষ সন্তুষ্ট।’ এ সময় কুমিরের মুখে চুমু খান মেয়র স্বামী।
সান পেড্রো হুয়ামেলুলা শহরে মানুষের সঙ্গে প্রকৃতির মিলনের নিদর্শন হিসেবেই এমন বিয়ের প্রথা চলে আসছে বহুদিন ধরেই। শহরের দুই জনজাতির মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে এবং সৌভাগ্য আনতে কুমিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে হয় স্থানীয় নেতাকে। পর্যাপ্ত পরিমাণে যেন বৃষ্টিপাত হয়, সঠিকভাবে চাষবাস হতে পারে-এসব কারণে বিগত ২৩০ বছর ধরে কুমিরের সঙ্গে বিয়ের রীতি অনুসরণ করে আসছেন শহরটির মানুষজন। সূত্র: এএফপি।