Dhaka শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : 

কুড়িগ্রামে রাতের আঁধারে এক গাছে ঝুলন্ত অবস্থায় গাডু মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে শহরের রিভার ভিউ স্কুল মোড় থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

গাডু মিয়া কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা।

সদর থানার পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে উপজেলার রিভার ভিউ স্কুল মোড়ে হঠাৎই গাছের ওপর একটি শব্দ হয়। পরে শব্দ শুনে লোকজন লাইট জ্বালিয়ে দেখেন, গাছের ডালে বৈদ্যুতিক তার গলায় প্যাঁচানো অবস্থায় এক যুবক ঝুলে আছেন। পরে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের একটি দল এসে গাছ থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে। তাঁর পকেটে থাকা মুঠোফোনের মাধ্যমে সদর থানা-পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এম আর সাঈদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক গাছে উঠে আত্মহত্যা করেছেন। নিহত যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আরও কিছু তথ্য জানা যাবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না : নাহিদ ইসলাম

কুড়িগ্রামে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০২:৫৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : 

কুড়িগ্রামে রাতের আঁধারে এক গাছে ঝুলন্ত অবস্থায় গাডু মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে শহরের রিভার ভিউ স্কুল মোড় থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

গাডু মিয়া কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা।

সদর থানার পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে উপজেলার রিভার ভিউ স্কুল মোড়ে হঠাৎই গাছের ওপর একটি শব্দ হয়। পরে শব্দ শুনে লোকজন লাইট জ্বালিয়ে দেখেন, গাছের ডালে বৈদ্যুতিক তার গলায় প্যাঁচানো অবস্থায় এক যুবক ঝুলে আছেন। পরে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের একটি দল এসে গাছ থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করে। তাঁর পকেটে থাকা মুঠোফোনের মাধ্যমে সদর থানা-পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এম আর সাঈদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক গাছে উঠে আত্মহত্যা করেছেন। নিহত যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আরও কিছু তথ্য জানা যাবে।