Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন এশা গুপ্তা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
  • ১৯৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম নেতিবাচক দিক কাস্টিং কাউচ। কাজের বিনিময়ে অভিনেতা-অভিনেত্রীর কাছ থেকে ‘বিশেষ’ সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে প্রায়ই। বিশেষ করে এই কাস্টিং কাউচের শিকার হন অভিনেত্রীরা। কয়েক বছর আগে বিষয়টি নিয়ে বলিউডে তুমুল আলোচনা-সমালোচনা হয়েছিল।

এবার কাস্টিং কাউচ নিয়ে নিজের অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী এশা গুপ্তা। তিনি জানান, দুইবার এরকম ঘটনার মুখোমুখি হয়েছিলেন তিনি। এশার দেওয়া তথ্য অনুসারে, এক প্রযোজক তার কাছ থেকে যৌন সুবিধা নিতে চেয়েছিলেন। তবে তিনি তা প্রত্যাখ্যান করে দেন। এরপর সেই প্রযোজক নির্মাতাকে কড়াভাবে বলে দেন, যাতে এশাকে ওই ছবিতে দেখা না যায়। যদিও এশা সেই সিনেমা ও প্রযোজকের নাম প্রকাশ করেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এশা জানান, নিজের এক দশকের অভিনয় জীবনে এখন পর্যন্ত দুইবার কাস্টিং কাউচের শিকার হয়েছেন তিনি। এক ছবির সেটে তাকে কু-প্রস্তাব দিয়েছিলেন ছবির সহ-প্রযোজক।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ছবির কাজ তখন প্রায় অর্ধেক হয়ে গেছে। আমাকে সেসময় ছবির সহ-প্রযোজক বলছেন, আমি যদি ছবির বদলে তাকে কোনও কিছু সুবিধা না দিতে পারি, তাহলে আমাকে ছবিতে নিয়ে লাভ কী’! আমি তারপর আর ওই ছবিতে কাজ করিনি।

ওই ঘটনার পর অনেক নির্মাতা অভিনেত্রীকে নিজের ছবিতে নেননি, দাবি এশার। একবার মুম্বাইয়ের বাইরে শুট করতে গিয়ে বিপদে পড়েছিলেন এষা। একে অচেনা জায়গা, তার ওপর তিনি একা। তবে সেবার আর ছবি ছেড়ে বেরোননি এষা। বরং নতুন এক ফন্দি এঁটেছিলেন তিনি। এষা বলেন, আমিও মাথায় যথেষ্ট বুদ্ধি ধরি। আমি সেবার আমার ঘরে একা থাকিনি। আমার রূপসজ্জা শিল্পীকে বলেছিলাম আমার ঘরে এসে থাকতে।

২০১২ সালে ‘জান্নাত-২’ ছবির মাধ্যমে বলিউডে নায়িকা হিসেবে নাম লেখান এষা গুপ্ত। কুণাল দেশমুখ পরিচালিত ছবিতে বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধেছিলেন এষা। এরপর আরও বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে তাকে।

প্রসঙ্গত, এশা গুপ্তাকে সর্বশেষ দেখা গেছে ২০১৯ সালে, ‘ওয়ান ডে: জাস্টিস ডেলিভারড’ সিনেমায়। তার অভিনীত ‘ফাইল নম্বর ৩২৩’ ও ‘দেশি ম্যাজিক’ ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ট্রাম্পের চাপে ১০৩টি বোয়িং বিমান কিনছে কোরিয়ান এয়ার

কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন এশা গুপ্তা

প্রকাশের সময় : ০৪:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক : 

সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম নেতিবাচক দিক কাস্টিং কাউচ। কাজের বিনিময়ে অভিনেতা-অভিনেত্রীর কাছ থেকে ‘বিশেষ’ সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে প্রায়ই। বিশেষ করে এই কাস্টিং কাউচের শিকার হন অভিনেত্রীরা। কয়েক বছর আগে বিষয়টি নিয়ে বলিউডে তুমুল আলোচনা-সমালোচনা হয়েছিল।

এবার কাস্টিং কাউচ নিয়ে নিজের অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী এশা গুপ্তা। তিনি জানান, দুইবার এরকম ঘটনার মুখোমুখি হয়েছিলেন তিনি। এশার দেওয়া তথ্য অনুসারে, এক প্রযোজক তার কাছ থেকে যৌন সুবিধা নিতে চেয়েছিলেন। তবে তিনি তা প্রত্যাখ্যান করে দেন। এরপর সেই প্রযোজক নির্মাতাকে কড়াভাবে বলে দেন, যাতে এশাকে ওই ছবিতে দেখা না যায়। যদিও এশা সেই সিনেমা ও প্রযোজকের নাম প্রকাশ করেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এশা জানান, নিজের এক দশকের অভিনয় জীবনে এখন পর্যন্ত দুইবার কাস্টিং কাউচের শিকার হয়েছেন তিনি। এক ছবির সেটে তাকে কু-প্রস্তাব দিয়েছিলেন ছবির সহ-প্রযোজক।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ছবির কাজ তখন প্রায় অর্ধেক হয়ে গেছে। আমাকে সেসময় ছবির সহ-প্রযোজক বলছেন, আমি যদি ছবির বদলে তাকে কোনও কিছু সুবিধা না দিতে পারি, তাহলে আমাকে ছবিতে নিয়ে লাভ কী’! আমি তারপর আর ওই ছবিতে কাজ করিনি।

ওই ঘটনার পর অনেক নির্মাতা অভিনেত্রীকে নিজের ছবিতে নেননি, দাবি এশার। একবার মুম্বাইয়ের বাইরে শুট করতে গিয়ে বিপদে পড়েছিলেন এষা। একে অচেনা জায়গা, তার ওপর তিনি একা। তবে সেবার আর ছবি ছেড়ে বেরোননি এষা। বরং নতুন এক ফন্দি এঁটেছিলেন তিনি। এষা বলেন, আমিও মাথায় যথেষ্ট বুদ্ধি ধরি। আমি সেবার আমার ঘরে একা থাকিনি। আমার রূপসজ্জা শিল্পীকে বলেছিলাম আমার ঘরে এসে থাকতে।

২০১২ সালে ‘জান্নাত-২’ ছবির মাধ্যমে বলিউডে নায়িকা হিসেবে নাম লেখান এষা গুপ্ত। কুণাল দেশমুখ পরিচালিত ছবিতে বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধেছিলেন এষা। এরপর আরও বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে তাকে।

প্রসঙ্গত, এশা গুপ্তাকে সর্বশেষ দেখা গেছে ২০১৯ সালে, ‘ওয়ান ডে: জাস্টিস ডেলিভারড’ সিনেমায়। তার অভিনীত ‘ফাইল নম্বর ৩২৩’ ও ‘দেশি ম্যাজিক’ ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।