Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কারাগারে ধর্ষিত হওয়ার ভয় রিয়া চক্রবর্তীর

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
  • ২১৭ জন দেখেছেন

রিয়া চক্রবর্তী

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী কারাগারে ধর্ষিত হওয়ার ভয় পাচ্ছেন। জামিনের দ্বিতীয় আবেদনেও তিনি ধর্ষণ ও প্রাণহানির আশঙ্কার কথা জানিয়েছেন। বাইকুল্লা জেলের একটি সলিটারি সেলে এখন দিন কাটছে মাদক মামলায় গ্রেফতার বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর

তার পাশের সেলেই আছেন শিনা বোরা হত্যাকাণ্ডের আসামি ইন্দ্রানী মুখোপাধ্যায়। সচরাচর ফাঁসি কিংবা যাবজ্জীবন দণ্ডিত আসামিদেরই সলিটারি সেলে রাখা হয়। রিয়াকে সলিটারি সেলে দেয়া হয়েছে তার নিরাপত্তার কথা ভেবে।

জেলে আসার পর থেকে রিয়া চক্রবর্তী তাকে ধর্ষণ করা হতে পারে এই আশঙ্কায় ভুগছেন। জামিনের দ্বিতীয় আবেদনেও তিনি ধর্ষণ ও প্রাণহানির আশঙ্কার কথা জানিয়েছেন। বিশেষ আদালত এই আবেদন প্রত্যাখ্যান করেছেন। এখন রিয়ার সামনে হাইকোর্টে যাওয়া ছাড়া কোনো উপায় নেই।

আরও পড়ুন : পলা যেভাবে পরিচালকের কাছে যৌন হেনস্তার শিকার

রিয়া তার দ্বিতীয় জামিনের আবেদনে বোমা ফাটিয়েছেন।

আবেদনে তিনি জানিয়েছেন, সারা আলি খান, রাকুলপ্রীত সিং নিয়মিত ড্রাগ নেয়। মাদক সেবন করে ফ্যাশন ডিজাইনার সিমোন খাম্বাটাও।

এছাড়াও বহু তারকার কথা জেরার সময় রিয়া জানান, যারা ড্রাগে অভ্যস্ত। এদের মধ্যে রণবীর সিং, রণবীর কাপুর, করণ জোহর, দীপিকা পাড়ুকোনের নাম আছে বলে জানা গেছে। মুম্বাই পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে।
জেলে কোনো ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছেন না রিয়া। দুটো চাটাই সম্বল করে মেঝেতে ঘুমাতে হচ্ছে। টেবিল ফ্যানও দেয়া হয়নি।

জেল কর্তৃপক্ষ জানান, কোর্ট আদেশ দিলে একমাত্র ফ্যান দেয়া হতে পারে। মধ্যাহ্নভোজ ও নৈশভোজে চাপাটি ডাল। সপ্তাহে একদিন আমিষ। করোনার কারণে রিয়ার জেল জীবনে একমাত্র বিলাসিতা হলদি দুধ, যা নিয়মিত দেয়া হচ্ছে বন্দিদের।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফরিদপুর-বরিশাল মহাসড়ক চার লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন 

কারাগারে ধর্ষিত হওয়ার ভয় রিয়া চক্রবর্তীর

প্রকাশের সময় : ০৬:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী কারাগারে ধর্ষিত হওয়ার ভয় পাচ্ছেন। জামিনের দ্বিতীয় আবেদনেও তিনি ধর্ষণ ও প্রাণহানির আশঙ্কার কথা জানিয়েছেন। বাইকুল্লা জেলের একটি সলিটারি সেলে এখন দিন কাটছে মাদক মামলায় গ্রেফতার বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর

তার পাশের সেলেই আছেন শিনা বোরা হত্যাকাণ্ডের আসামি ইন্দ্রানী মুখোপাধ্যায়। সচরাচর ফাঁসি কিংবা যাবজ্জীবন দণ্ডিত আসামিদেরই সলিটারি সেলে রাখা হয়। রিয়াকে সলিটারি সেলে দেয়া হয়েছে তার নিরাপত্তার কথা ভেবে।

জেলে আসার পর থেকে রিয়া চক্রবর্তী তাকে ধর্ষণ করা হতে পারে এই আশঙ্কায় ভুগছেন। জামিনের দ্বিতীয় আবেদনেও তিনি ধর্ষণ ও প্রাণহানির আশঙ্কার কথা জানিয়েছেন। বিশেষ আদালত এই আবেদন প্রত্যাখ্যান করেছেন। এখন রিয়ার সামনে হাইকোর্টে যাওয়া ছাড়া কোনো উপায় নেই।

আরও পড়ুন : পলা যেভাবে পরিচালকের কাছে যৌন হেনস্তার শিকার

রিয়া তার দ্বিতীয় জামিনের আবেদনে বোমা ফাটিয়েছেন।

আবেদনে তিনি জানিয়েছেন, সারা আলি খান, রাকুলপ্রীত সিং নিয়মিত ড্রাগ নেয়। মাদক সেবন করে ফ্যাশন ডিজাইনার সিমোন খাম্বাটাও।

এছাড়াও বহু তারকার কথা জেরার সময় রিয়া জানান, যারা ড্রাগে অভ্যস্ত। এদের মধ্যে রণবীর সিং, রণবীর কাপুর, করণ জোহর, দীপিকা পাড়ুকোনের নাম আছে বলে জানা গেছে। মুম্বাই পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে।
জেলে কোনো ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছেন না রিয়া। দুটো চাটাই সম্বল করে মেঝেতে ঘুমাতে হচ্ছে। টেবিল ফ্যানও দেয়া হয়নি।

জেল কর্তৃপক্ষ জানান, কোর্ট আদেশ দিলে একমাত্র ফ্যান দেয়া হতে পারে। মধ্যাহ্নভোজ ও নৈশভোজে চাপাটি ডাল। সপ্তাহে একদিন আমিষ। করোনার কারণে রিয়ার জেল জীবনে একমাত্র বিলাসিতা হলদি দুধ, যা নিয়মিত দেয়া হচ্ছে বন্দিদের।