Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কামড় খেয়ে রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে যুবক

রাজশাহী জেলা প্রতিনিধি : 

বিষধর রাসেলস ভাইপার সাপসহ চিকিৎসা নিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এসেছেন পাবনার এক যুবক। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (৫ জুলাই) সকালে কামড় খাওয়ার পর সাপটিকে মেরে সঙ্গে নিয়ে আসেন তিনি।

রাসেলস ভাইপার সাপে কাটা ওই যুবকের নাম মো. রুবেল (২৬)। তার গ্রামের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কৈকুন্না গ্রামে। তিনি ওই গ্রামের জিনাত আলীর ছেলে।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক (ইএমও) ডা. বিল্লাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

রুবেল জানান, সকালে কলাখেতে কাজ করছিলেন তিনি। এ সময় হঠাৎ করে রাসেলস ভাইপার সাপ তাকে কামড় দেয়। সাপটি চিনতে পেরে তিনি লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। পরে সেটিকে বস্তায় ভরে নিয়ে দ্রুত তিনি রাজশাহী মেডিকেলের উদ্দেশ্যে রওয়ানা হন।

তার দাবি, প্রথম দিকে একটু আতংকিত হয়ে পড়েছিলেন তিনি। এখন চিকিৎসার পর থেকে ভালো বোধ করছেন।

রুবেলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিল্লাল হোসেন বলেন, রাসেলস ভাইপার কামড়ালে কিছুটা অসুস্থ হয়ে পড়েন রুবেল। এরপর রামেক হাসপাতালের জরুরি বিভাগে এলে তাকে চিকিৎসার জন্য দ্রুত ১৬নং ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেওয়া হয়। তাকে এখন সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত ৩০ মে রাজশাহীর চারঘাট উপজেলায় ধান কাটতে গিয়ে রাসেলস ভাইপার সাপের কামড়ে আহত হন কৃষক হেফজুল ইসলাম (৪৫)। এরপর সেই সাপটিকে মেরে বস্তাবন্দি করে নিজেই রামেক হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসায় তিনি সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কামড় খেয়ে রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে যুবক

প্রকাশের সময় : ০৭:৫১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪

রাজশাহী জেলা প্রতিনিধি : 

বিষধর রাসেলস ভাইপার সাপসহ চিকিৎসা নিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এসেছেন পাবনার এক যুবক। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (৫ জুলাই) সকালে কামড় খাওয়ার পর সাপটিকে মেরে সঙ্গে নিয়ে আসেন তিনি।

রাসেলস ভাইপার সাপে কাটা ওই যুবকের নাম মো. রুবেল (২৬)। তার গ্রামের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কৈকুন্না গ্রামে। তিনি ওই গ্রামের জিনাত আলীর ছেলে।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক (ইএমও) ডা. বিল্লাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

রুবেল জানান, সকালে কলাখেতে কাজ করছিলেন তিনি। এ সময় হঠাৎ করে রাসেলস ভাইপার সাপ তাকে কামড় দেয়। সাপটি চিনতে পেরে তিনি লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। পরে সেটিকে বস্তায় ভরে নিয়ে দ্রুত তিনি রাজশাহী মেডিকেলের উদ্দেশ্যে রওয়ানা হন।

তার দাবি, প্রথম দিকে একটু আতংকিত হয়ে পড়েছিলেন তিনি। এখন চিকিৎসার পর থেকে ভালো বোধ করছেন।

রুবেলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিল্লাল হোসেন বলেন, রাসেলস ভাইপার কামড়ালে কিছুটা অসুস্থ হয়ে পড়েন রুবেল। এরপর রামেক হাসপাতালের জরুরি বিভাগে এলে তাকে চিকিৎসার জন্য দ্রুত ১৬নং ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেওয়া হয়। তাকে এখন সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত ৩০ মে রাজশাহীর চারঘাট উপজেলায় ধান কাটতে গিয়ে রাসেলস ভাইপার সাপের কামড়ে আহত হন কৃষক হেফজুল ইসলাম (৪৫)। এরপর সেই সাপটিকে মেরে বস্তাবন্দি করে নিজেই রামেক হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসায় তিনি সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।