Dhaka শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কাবা থেকে সাড়ে তিন কিলোমিটার ছাড়াল নামাজের কাতার

আন্তর্জাতিক ডেস্ক : 

মক্কার গ্র্যান্ড মসজিদে (কাবা শরিফ) শুক্রবার (২২ মার্চ) তারাবি নামাজের সময় মুসল্লিদের নজিরবিহীন ভিড় লক্ষ্য করা গেছে। গালফ নিউজের এক প্রতিবেদনে ভিডিও প্রকাশ করে বলা হয়েছে, মুসল্লিদের বিশাল সমাবেশ ঘটে কাবা প্রাঙ্গণে।

খবরে বলা হয়েছে, মক্কার ইতিহাসে প্রথমবারের মতো মুসল্লিদের নামাজের কাতার গ্র্যান্ড মসজিদ থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত মালা এলাকায় প্রসারিত হয়।

মাআলা এলাকায় মানুষের নামাজ পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ড্রোন থেকে তোলা এ ভিডিওতে দেখা যাচ্ছে, নিচে হাজার হাজার মানুষ গিজ গিজ করছেন। তবে কাবায় নামাজ পড়তে যাওয়া ব্যক্তিরা যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন সেটি নিশ্চিতে নিরলসভাবে কাজ করেছেন ভিড় সামলানোর দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা।

মক্কার গ্র্যান্ড মসজিদে সাধারণত রমজান মাসে বিশ্ব থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানদের আগমন ঘটে। পবিত্র মাসে এটি মুসলমানদের ইবাদতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

আল মালা হলো মক্কার একটি জেলা, যা আবাসিক ও বাণিজ্যিক কারণে গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে আল মালা কবরস্থান। এটি মক্কার প্রাচীনতম কবরস্থানগুলোর মধ্যে একটি। সেখানে মহানবী মুহাম্মদ (সা.) এর অনেক সাহাবী এবং অন্যান্য বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বের কবর রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

কাবা থেকে সাড়ে তিন কিলোমিটার ছাড়াল নামাজের কাতার

প্রকাশের সময় : ০৮:২৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

মক্কার গ্র্যান্ড মসজিদে (কাবা শরিফ) শুক্রবার (২২ মার্চ) তারাবি নামাজের সময় মুসল্লিদের নজিরবিহীন ভিড় লক্ষ্য করা গেছে। গালফ নিউজের এক প্রতিবেদনে ভিডিও প্রকাশ করে বলা হয়েছে, মুসল্লিদের বিশাল সমাবেশ ঘটে কাবা প্রাঙ্গণে।

খবরে বলা হয়েছে, মক্কার ইতিহাসে প্রথমবারের মতো মুসল্লিদের নামাজের কাতার গ্র্যান্ড মসজিদ থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত মালা এলাকায় প্রসারিত হয়।

মাআলা এলাকায় মানুষের নামাজ পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ড্রোন থেকে তোলা এ ভিডিওতে দেখা যাচ্ছে, নিচে হাজার হাজার মানুষ গিজ গিজ করছেন। তবে কাবায় নামাজ পড়তে যাওয়া ব্যক্তিরা যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন সেটি নিশ্চিতে নিরলসভাবে কাজ করেছেন ভিড় সামলানোর দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা।

মক্কার গ্র্যান্ড মসজিদে সাধারণত রমজান মাসে বিশ্ব থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানদের আগমন ঘটে। পবিত্র মাসে এটি মুসলমানদের ইবাদতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

আল মালা হলো মক্কার একটি জেলা, যা আবাসিক ও বাণিজ্যিক কারণে গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে আল মালা কবরস্থান। এটি মক্কার প্রাচীনতম কবরস্থানগুলোর মধ্যে একটি। সেখানে মহানবী মুহাম্মদ (সা.) এর অনেক সাহাবী এবং অন্যান্য বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বের কবর রয়েছে।