Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কাপ্তাইয়ে পিকনিকের বাস উল্টে আহত ১৩

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি : 

রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কের ওপর উল্টে গেছে একটি বনভোজনের বাস। এ সময় বাসে থাকা ১৩ জন যাত্রী আহত হন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার স্টিল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে প্রভাতি নামের পিকনিকের বাসটি (চট্ট মেট্রো -১১-১২৮২) পর্যটকদের নিয়ে জেলার কাপ্তাই উপজেলায় যাচ্ছিল। বেঙছড়িতে অবস্থিত সরু বেইলি ব্রিজের সামনে এসে একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণহীন হারিয়ে বাসটি সড়কের ওপর উল্টে যায়। এ সময় বাসে থাকা ১৩ জন যাত্রী আহত হন।

এদিকে বাস উল্টে যাওয়ায় সকাল ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত কাপ্তাই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কাপ্তাই দমকল বাহিনী, ৪১ বিজিবি, পুলিশ এবং নৌবাহিনীর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরে উদ্ধারকারী দল ও স্থানীয়রা গাড়িটি উদ্ধার করে রাস্তার এক পাশে রাখলে যানবাহন চলাচল শুরু হয়।

কাপ্তাই থানার ওসি মো. আবুল কালাম জানান, আহতদের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দুর্ঘটনা কবলিত বাসে ৪০ থেকে ৪৩ জনের মতো যাত্রী ছিলেন। আহতদের চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কাপ্তাই নৌবাহিনী হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ওমর ফারুক রনি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন জানান, চট্টগ্রাম থেকে আসা একটি পর্যটকবাহী প্রভাতী বাস সড়কের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ ঘটনায় ১৩ আহত হয়েছে। তারা স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ক্রেন দিয়ে বাসটি উদ্ধার করে থানায় রাখা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

কাপ্তাইয়ে পিকনিকের বাস উল্টে আহত ১৩

প্রকাশের সময় : ০৫:৩১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি : 

রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কের ওপর উল্টে গেছে একটি বনভোজনের বাস। এ সময় বাসে থাকা ১৩ জন যাত্রী আহত হন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার স্টিল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে প্রভাতি নামের পিকনিকের বাসটি (চট্ট মেট্রো -১১-১২৮২) পর্যটকদের নিয়ে জেলার কাপ্তাই উপজেলায় যাচ্ছিল। বেঙছড়িতে অবস্থিত সরু বেইলি ব্রিজের সামনে এসে একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণহীন হারিয়ে বাসটি সড়কের ওপর উল্টে যায়। এ সময় বাসে থাকা ১৩ জন যাত্রী আহত হন।

এদিকে বাস উল্টে যাওয়ায় সকাল ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত কাপ্তাই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কাপ্তাই দমকল বাহিনী, ৪১ বিজিবি, পুলিশ এবং নৌবাহিনীর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরে উদ্ধারকারী দল ও স্থানীয়রা গাড়িটি উদ্ধার করে রাস্তার এক পাশে রাখলে যানবাহন চলাচল শুরু হয়।

কাপ্তাই থানার ওসি মো. আবুল কালাম জানান, আহতদের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দুর্ঘটনা কবলিত বাসে ৪০ থেকে ৪৩ জনের মতো যাত্রী ছিলেন। আহতদের চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কাপ্তাই নৌবাহিনী হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ওমর ফারুক রনি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন জানান, চট্টগ্রাম থেকে আসা একটি পর্যটকবাহী প্রভাতী বাস সড়কের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ ঘটনায় ১৩ আহত হয়েছে। তারা স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ক্রেন দিয়ে বাসটি উদ্ধার করে থানায় রাখা হবে।