Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কানাডিয়ান র‌্যাপারের বাড়িতে গুলি হামলা, নিরাপত্তারক্ষী আহত

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • ২০০ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

জনপ্রিয় কানাডীয় র‌্যাপার ড্রেকের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় বুকে গুলি লেগে গুরুতর জখম হয়েছেন বাড়ির একজন নিরাপত্তারক্ষী। তাঁর অবস্থা বেশ সংকটজনক। হাসপাতালে চলছে চিকিৎসা। বিবিসি জানিয়েছে, হামলার পর ড্রেকের বাড়িতে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে কানাডীয় পুলিশ।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ মে) কানাডীয় সময় বেলা ২টায়। গাড়িতে করে এসে গুলি চালায় দুর্বৃত্তরা। এরপর নিমেষে পালিয়ে যায় তারা।

এদিকে ঘটনা জানাজানি হতেই ড্রেককে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অনুরাগীরা। তবে হামলার সময় এ র‌্যাপার বাড়ি ছিলেন কি না, সে সম্পর্কে জানা যায়নি।

টরন্টোর মেয়র অলিভিয়া চৌ সংবাদমাধ্যমকে বলেন, এই শহরে কোনো গুলি চালানোকে স্বাগত জানানো হয় না এবং আমি আশা করি পুলিশ আইন লঙ্ঘনকারী লোকদের দ্রুত খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেবে।

সম্প্রতি র‌্যাপার কেন্ড্রিক লামারের সঙ্গে ড্রেকের ঝামেলা নিয়ে বিস্তর হইচই হয়। লামার নিজের একটি গানে ড্রেকের তুমুল সমালোচনা করেন। তাঁকে মাদকাসক্ত, জুয়াখোর বলেন। এ-ও দাবি করেন, ড্রেক এক মেয়ের বাবা আর সেটা গোপন রেখেছেন। এতেই দুজনের মধ্যে বিবাদের শুরু। তবে এ ঘটনার সঙ্গে ড্রেকের বাড়িতে হামলার কোনো যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখবে পুলিশ।

কানাডার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব রয়েছে ড্রেকের। তাঁর বাবা ছিলেন ড্রামার, আর মা শিক্ষকতা করতেন। ড্রেকের যখন পাঁচ বছর বয়স, তখন তাঁর বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

সংগীতের প্রতি অনুরাগ ড্রেকের ছোটবেলা থেকেই ছিল। অল্প বয়স থেকে তিনি ক্লাবে গান গাইতেন। তারপর শুরু করেন র‌্যাপ। এর পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

কানাডিয়ান র‌্যাপারের বাড়িতে গুলি হামলা, নিরাপত্তারক্ষী আহত

প্রকাশের সময় : ০৮:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪

বিনোদন ডেস্ক : 

জনপ্রিয় কানাডীয় র‌্যাপার ড্রেকের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় বুকে গুলি লেগে গুরুতর জখম হয়েছেন বাড়ির একজন নিরাপত্তারক্ষী। তাঁর অবস্থা বেশ সংকটজনক। হাসপাতালে চলছে চিকিৎসা। বিবিসি জানিয়েছে, হামলার পর ড্রেকের বাড়িতে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে কানাডীয় পুলিশ।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ মে) কানাডীয় সময় বেলা ২টায়। গাড়িতে করে এসে গুলি চালায় দুর্বৃত্তরা। এরপর নিমেষে পালিয়ে যায় তারা।

এদিকে ঘটনা জানাজানি হতেই ড্রেককে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অনুরাগীরা। তবে হামলার সময় এ র‌্যাপার বাড়ি ছিলেন কি না, সে সম্পর্কে জানা যায়নি।

টরন্টোর মেয়র অলিভিয়া চৌ সংবাদমাধ্যমকে বলেন, এই শহরে কোনো গুলি চালানোকে স্বাগত জানানো হয় না এবং আমি আশা করি পুলিশ আইন লঙ্ঘনকারী লোকদের দ্রুত খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেবে।

সম্প্রতি র‌্যাপার কেন্ড্রিক লামারের সঙ্গে ড্রেকের ঝামেলা নিয়ে বিস্তর হইচই হয়। লামার নিজের একটি গানে ড্রেকের তুমুল সমালোচনা করেন। তাঁকে মাদকাসক্ত, জুয়াখোর বলেন। এ-ও দাবি করেন, ড্রেক এক মেয়ের বাবা আর সেটা গোপন রেখেছেন। এতেই দুজনের মধ্যে বিবাদের শুরু। তবে এ ঘটনার সঙ্গে ড্রেকের বাড়িতে হামলার কোনো যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখবে পুলিশ।

কানাডার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব রয়েছে ড্রেকের। তাঁর বাবা ছিলেন ড্রামার, আর মা শিক্ষকতা করতেন। ড্রেকের যখন পাঁচ বছর বয়স, তখন তাঁর বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

সংগীতের প্রতি অনুরাগ ড্রেকের ছোটবেলা থেকেই ছিল। অল্প বয়স থেকে তিনি ক্লাবে গান গাইতেন। তারপর শুরু করেন র‌্যাপ। এর পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।