Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কানাডায় বিমানবন্দরের টারমাকে ভয়াবহ আগুনে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক : 

কানাডার মন্ট্রিলের একটি বিমানবন্দরের টারমাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় একটি বিমানের নিচের টারমাকে রাখা ট্রাকে অগ্নিকাণ্ডের সময় কালো ধোঁয়ায় সেখানকার আকাশ ঢেকে যায়। এই ঘটনায় বিমানযাত্রীদের তড়িঘড়ি করে বিমান থেকে নামিয়ে আনা হলেও বিমানবন্দরের এক কর্মীর প্রাণহানি ঘটেছে।

দেশটির টেলিভিশন চ্যানেল সিটিভি বলছে, রোববার দুপুরের দিকে মন্ট্রিলের পিয়েরে এলিয়ট ট্রুডো বিমানবন্দরের টারমাকে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বিমানব্ন্দরের অগ্নিনির্বাপক কর্মীরা কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের ওই ঘটনায় একজন লাগেজ কর্মী গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ওই কর্মী আন্তর্জাতিক প্রযুক্তি পরিষেবা সংস্থা ইকুয়ানসে কর্মরত ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে কেবিন ক্রুরা তাৎক্ষণিক পদক্ষেপ নেন এবং বিমান থেকে যাত্রীদের সরিয়ে নেন।

সিটিভি বলছে, বিমানের নিচে অবস্থানরত একটি পানির ট্রাকে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ দ্রুত তৎপর হয়ে ত্রিশ মিনিটেরও কম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে এয়ার কানাডার বোয়িং ৭৭৭-৩০০ বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। আগুনের কারণে বিমানের কেবিনে কালো ধোঁয়া প্রবেশ করে। আগুনের লেলিহান শিখায় বিমানের বাইরের অংশ ও একটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানটি সুইজারল্যান্ডের জেনেভা থেকে মন্ট্রিলে অবতরণের পর পরবর্তী ফ্লাইটের জন্য প্রস্তুতি নেওয়ার সময় অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে।

পরে ওই বিমানের যাত্রা বাতিল করা হয়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। বিমানবন্দরের একজন মুখপাত্র সিটিভিকে বলেছেন, গাড়ির ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়েছিল এবং এই ঘটনার কারণে অন্য কোনও ফ্লাইট বিলম্বিত হয়নি।

আবহাওয়া

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

কানাডায় বিমানবন্দরের টারমাকে ভয়াবহ আগুনে নিহত ১

প্রকাশের সময় : ০১:৫৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

কানাডার মন্ট্রিলের একটি বিমানবন্দরের টারমাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় একটি বিমানের নিচের টারমাকে রাখা ট্রাকে অগ্নিকাণ্ডের সময় কালো ধোঁয়ায় সেখানকার আকাশ ঢেকে যায়। এই ঘটনায় বিমানযাত্রীদের তড়িঘড়ি করে বিমান থেকে নামিয়ে আনা হলেও বিমানবন্দরের এক কর্মীর প্রাণহানি ঘটেছে।

দেশটির টেলিভিশন চ্যানেল সিটিভি বলছে, রোববার দুপুরের দিকে মন্ট্রিলের পিয়েরে এলিয়ট ট্রুডো বিমানবন্দরের টারমাকে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বিমানব্ন্দরের অগ্নিনির্বাপক কর্মীরা কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের ওই ঘটনায় একজন লাগেজ কর্মী গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ওই কর্মী আন্তর্জাতিক প্রযুক্তি পরিষেবা সংস্থা ইকুয়ানসে কর্মরত ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে কেবিন ক্রুরা তাৎক্ষণিক পদক্ষেপ নেন এবং বিমান থেকে যাত্রীদের সরিয়ে নেন।

সিটিভি বলছে, বিমানের নিচে অবস্থানরত একটি পানির ট্রাকে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ দ্রুত তৎপর হয়ে ত্রিশ মিনিটেরও কম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে এয়ার কানাডার বোয়িং ৭৭৭-৩০০ বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। আগুনের কারণে বিমানের কেবিনে কালো ধোঁয়া প্রবেশ করে। আগুনের লেলিহান শিখায় বিমানের বাইরের অংশ ও একটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানটি সুইজারল্যান্ডের জেনেভা থেকে মন্ট্রিলে অবতরণের পর পরবর্তী ফ্লাইটের জন্য প্রস্তুতি নেওয়ার সময় অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে।

পরে ওই বিমানের যাত্রা বাতিল করা হয়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। বিমানবন্দরের একজন মুখপাত্র সিটিভিকে বলেছেন, গাড়ির ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়েছিল এবং এই ঘটনার কারণে অন্য কোনও ফ্লাইট বিলম্বিত হয়নি।