আন্তর্জাতিক ডেস্ক :
কানাডায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই বয়স্ক ছিলেন। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) কানাডার ম্যানিটোবা প্রদেশে এ ঘটনা ঘটে।
উইনিপেগ থেকে ১৭০ কিলোমিটার পশ্চিমে দক্ষিণ-পশ্চিম ম্যানিটোবার কারবেরি শহরের কাছে ট্রান্স-কানাডা হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পরপরই জরুরি কর্মী এবং এয়ার অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে যায়।
সিবিসি নিউজ জানিয়েছে, বাসের যাত্রীরা কারবেরির একটি ক্যাসিনোতে যাচ্ছিলেন।
ম্যানিটোবা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ কমান্ডার সহকারী কমিশনার রব হিল বলেছেন, এই সংঘর্ষের কমপক্ষে ১৫ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেছে।
এক টেলিভিশন সংবাদ সম্মেলনে হিল বলেছেন, এটি দুঃখজনক। ম্যানিটোবা এবং কানাডা জুড়ে এই দিনটি অবিশ্বাস্য দুঃখ হিসেবে স্মরণ করা হবে।
বেশ কয়েকটি টুইট বার্তায় ম্যানিটোবার আরসিএমপি বলেছে, তারা ‘খুব গুরুতর… ব্যাপক হতাহত’ হয়েছে এমন সংঘর্ষের জেরে উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং প্রধান অপরাধ ইউনিটসহ আরসিএমপির সকল টিম ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
আরসিএমপি এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৩ মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্সসহ ১২টি অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়।
বাসটিতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রাকের ও বাসের জীবিত আছেন। দুর্ঘটনার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, স্থানীয় সময় দুপুরের পর তিনি একটি খাদে জ্বলন্ত বাস দেখতে পান। এক সংবাদ সম্মেলনে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, হতাহতদের উদ্ধারে একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং ১২টি অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
টুইট বার্তায় শোক জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, যারা এই ভয়াবহ দুর্ঘটনায় স্বজন হারিয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনে। কারবেরির দুর্ঘটনায় আমার মনকে ভেঙে দিয়েছে।
এর আগে ২০১৮ সালের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দেশটির সাসকাচুয়ান প্রদেশে অন্তত ১৬ জন প্রাণ হারায়। বাসটিতে যাচ্ছিলেন দেশটির জুনিয়র হকি দলের সদস্যরা। ২০১৯ সালে ওই ট্রাক ড্রাইভারের আট বছরের কারাদণ্ড হয়। সূত্র : আল জাজিরা।