বিনোদন ডেস্ক :
প্রতিবারের মতো এবারের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সরব উপস্থিতি একাধিক ভারতীয় তারকার। তাদের মধ্যে অন্যতম উর্বশী রউতেলা।
সোনালি রঙের টিকটিকি নেকলেস পরে ফ্লোরাল রাফেল হট পিঙ্ক বল গাউনে কানের রেড কার্পেটে হেঁটে ইতোমধ্যে নজর কেড়েছেন এই বলি সুন্দরী। এবার পড়লেন বিব্রতকর পরিস্থিতিতে। তাকে ভুল করে ঐশ্বরিয়া রাই ভেবে বসলেন পাপারাজ্জিরা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
দ্বিতীয় দিন কমলা রঙের একটি গাউন পরে কানের লাল গালিচায় এসে উপস্থিত হয়েছিলেন উর্বশী। তবে, তাকে দেখে উর্বশী বলে চিনতেই পারেননি উপস্থিত আলোকচিত্রীরা। তাকে ঐশ্বরিয়া ভেবে ভুল করে বসলেন চিত্রগ্রাহকরা। এমনকি উর্বশী রউতেলাকে ঐশ্বরিয়ার নামে ডেকেও বসলেন তারা। এরইমধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
তবে এদিন উর্বশীকে চিনতে পারেননি সেখানে উপস্থিত আলোকচিত্রীরা। তাকে অন্য এক তারকা ভেবে ভুল করে বসলেন চিত্রগ্রাহকরা। আর সেই তারকা হলেন ঐশ্বরিয়া। উর্বশী রউতেলাকে ঐশ্বরিয়া নামে ডেকে বসলেন আলোকচিত্রীরা।
আলোকচিত্রীদের এই ভুলে এত টুকুও রাগ করেননি উর্বশী নিজে। বরং ঐশ্বরিয়া ডাক শুনে হেসেও ফেলেছেন তিনি।