Dhaka মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় প্রমোদতরীতে ১৭শ’ যাত্রীর দুর্ভোগ

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:২৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
  • ২২১ জন দেখেছেন

প্রমোদতরী

১৭’শ যাত্রী নিয়ে একটি প্রমোদতরী গেছে সিঙ্গাপুর থেকে ছেড়ে গেছে। ওই তরীতে করোনা রোগী সনাক্ত হওয়ায় জাহাজটিকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। পাশাপাশি এর যাত্রীদের কেবিনে থাকার জন্য বলা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন প্রমোদতরীতে থাকা প্রায় ১৭’শ যাত্রী।

‘কোয়ান্টাম অফ দ্য সি’ নামের ওই রয়্যাল ক্যারিবিয়ান জাহাজটি সোমবার সিঙ্গাপুর থেকে ছেড়ে যায়। কিন্তু এতে ৮৩ বছর বয়সী একজন পুরুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর প্রমোদতরীকে ফিরে যেতে বাধ্য করা হয় বন্দরে।

সেখানে যাত্রীদের যার যার কেবিনে অবস্থান করতে বলা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আরও পড়ুন : স্ত্রীকে হত্যার পর পাশে বসে স্বামীর ভিডিও গেমস খেলা

সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড (এসটিবি) জানায়, সোমবার জাহাজটি বন্দর ত্যাগের তিন দিন আগে কর্তৃপক্ষ বাধ্যতামূলকভাবে সব যাত্রীর কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। কিন্তু বুধবার করোনা আক্রান্ত ওই ৮৩ বছর বয়সী পুরুষ যাত্রী ডাইরিয়াসহ আরো কিছু উপসর্গ নিয়ে প্রমোদতরীর মেডিকেল সেন্টারে যান।

তার করোনা সনাক্ত করা হয় বলে মেডিকেল বোর্ড জানিয়েছে। এরপর থেকেই ওই জাহাজের সকল যাত্রীকে কেবিনে অবস্থান করার জন্য নির্দেশ দেয়া হয়েছে এবং যাত্রীদের বন্দর ত্যাগ করার পূর্বে আবারো কোভিড-১৯ পরীক্ষা করানো হবে বলে জানিয়েছে সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য সচিব

করোনায় প্রমোদতরীতে ১৭শ’ যাত্রীর দুর্ভোগ

প্রকাশের সময় : ০৫:২৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০

১৭’শ যাত্রী নিয়ে একটি প্রমোদতরী গেছে সিঙ্গাপুর থেকে ছেড়ে গেছে। ওই তরীতে করোনা রোগী সনাক্ত হওয়ায় জাহাজটিকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। পাশাপাশি এর যাত্রীদের কেবিনে থাকার জন্য বলা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন প্রমোদতরীতে থাকা প্রায় ১৭’শ যাত্রী।

‘কোয়ান্টাম অফ দ্য সি’ নামের ওই রয়্যাল ক্যারিবিয়ান জাহাজটি সোমবার সিঙ্গাপুর থেকে ছেড়ে যায়। কিন্তু এতে ৮৩ বছর বয়সী একজন পুরুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর প্রমোদতরীকে ফিরে যেতে বাধ্য করা হয় বন্দরে।

সেখানে যাত্রীদের যার যার কেবিনে অবস্থান করতে বলা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আরও পড়ুন : স্ত্রীকে হত্যার পর পাশে বসে স্বামীর ভিডিও গেমস খেলা

সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড (এসটিবি) জানায়, সোমবার জাহাজটি বন্দর ত্যাগের তিন দিন আগে কর্তৃপক্ষ বাধ্যতামূলকভাবে সব যাত্রীর কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। কিন্তু বুধবার করোনা আক্রান্ত ওই ৮৩ বছর বয়সী পুরুষ যাত্রী ডাইরিয়াসহ আরো কিছু উপসর্গ নিয়ে প্রমোদতরীর মেডিকেল সেন্টারে যান।

তার করোনা সনাক্ত করা হয় বলে মেডিকেল বোর্ড জানিয়েছে। এরপর থেকেই ওই জাহাজের সকল যাত্রীকে কেবিনে অবস্থান করার জন্য নির্দেশ দেয়া হয়েছে এবং যাত্রীদের বন্দর ত্যাগ করার পূর্বে আবারো কোভিড-১৯ পরীক্ষা করানো হবে বলে জানিয়েছে সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড।