Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কন্যা সন্তানের মা হলেন লিজা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৪৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • ১৮৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

মা হয়েছেন ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। নিউইয়র্কের একটি হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে সোশ্যাল মিডিয়া ফেসবুকে গায়িকা লিজার একটি ছবি পোস্ট করে এ খবর জানান গীতিকার কবির বকুল।

এ গীতিকার তার পোস্টে লিখেছেন, কন্যাসন্তানের মা হলেন আমাদের সবার প্রিয় শিল্পী লিজা। ১৮ মার্চ বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউইয়র্কের একটি হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেন লিজা। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

এর আগে সোমবার দিনই গায়িকার বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করে সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী লেখেন, ‘পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। আমাদের সানিয়া সুলতানা লিজা মা হবে। সবাই দোয়ায় রাখবেন, ওকেৃ।’

গত নভেম্বরে বিয়ের খবর প্রকাশ্যে আসে এ লাস্যময়ী সুন্দরী কণ্ঠশিল্পীর। তার স্বামী সবুজ খন্দকার আমেরিকা প্রবাসী। পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাদের।

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ রিয়েলিটি শো’য় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন লিজা। এরপর ২০১২ সালে একক অ্যালবাম তৌসিফ ফিচারিং লিজা পার্ট-১ প্রকাশ হয়।

২০১৫ সালে প্রকাশ হয় দ্বিতীয় একক অ্যালবাম ‘পাগলি সুরাইয়া’। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে নিয়মিত একক সংগীতে কণ্ঠ দেয়ার পাশাপাশি অর্ধশতাধিক সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় এ গায়িকা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংযোগ সড়ক না থাকায় ব্রিজের সুফল পাচ্ছে না সাত গ্রামের মানুষ

কন্যা সন্তানের মা হলেন লিজা

প্রকাশের সময় : ০৮:৪৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

বিনোদন ডেস্ক : 

মা হয়েছেন ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। নিউইয়র্কের একটি হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে সোশ্যাল মিডিয়া ফেসবুকে গায়িকা লিজার একটি ছবি পোস্ট করে এ খবর জানান গীতিকার কবির বকুল।

এ গীতিকার তার পোস্টে লিখেছেন, কন্যাসন্তানের মা হলেন আমাদের সবার প্রিয় শিল্পী লিজা। ১৮ মার্চ বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউইয়র্কের একটি হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেন লিজা। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

এর আগে সোমবার দিনই গায়িকার বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করে সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী লেখেন, ‘পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। আমাদের সানিয়া সুলতানা লিজা মা হবে। সবাই দোয়ায় রাখবেন, ওকেৃ।’

গত নভেম্বরে বিয়ের খবর প্রকাশ্যে আসে এ লাস্যময়ী সুন্দরী কণ্ঠশিল্পীর। তার স্বামী সবুজ খন্দকার আমেরিকা প্রবাসী। পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাদের।

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ রিয়েলিটি শো’য় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন লিজা। এরপর ২০১২ সালে একক অ্যালবাম তৌসিফ ফিচারিং লিজা পার্ট-১ প্রকাশ হয়।

২০১৫ সালে প্রকাশ হয় দ্বিতীয় একক অ্যালবাম ‘পাগলি সুরাইয়া’। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে নিয়মিত একক সংগীতে কণ্ঠ দেয়ার পাশাপাশি অর্ধশতাধিক সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় এ গায়িকা।