স্পোর্টস ডেস্ক :
এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কারে বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরেন মুশফিকুর রহিম। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ভারত ম্যাচের আগেই দেশে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার। মুশফিকের আসা বৃথা যায়নি। যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ এসেছেন তা পূর্ণতা পেয়েছে। দ্বিতীয়বারের মত পিতৃত্বের স্বাদ পেলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এবার কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি ও নবজাতক দুজনেই বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকালেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মুশফিক নিজেই জানিয়েছেন বাবা হওয়ার খবর।
দ্বিতীয়বারের মতো পিতৃত্বের স্বাদ পাওয়া মুশফিক ফেসবুক পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দান করেছেন। মা এবং শিশু উভয়েই পর্যবেক্ষণে আছেন, দয়া করে আমাদের জন্য দোয়া করবেন।’
২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুশফিক। এই দম্পতির ঘর আলো করে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি পৃথিবীতে আসে ছেলে শাহরোজ রহিম মায়ান।
সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে দল থেকে ছুটি নিয়ে ছিলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কা ম্যাচের পর দেশে ফেরা মুশফিক ফের যোগ দিবেন এশিয়া কাপের দলে। আগামী ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে। সুপার ফোরের বাকি থাকা ভারতের বিপক্ষে ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৫ সেপ্টেম্বর।