Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজার থেকে ২০ বাসে করে রোহিঙ্গাদের স্থানান্তর চলছে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১২:৪৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
  • ১৯৪ জন দেখেছেন

ফাইল ছবি

রোহিঙ্গাদের ভাষানচরে স্থানান্তর শুরু হয়েছে। রোহিঙ্গারা স্বেচ্ছায় ভাষানচরে যেতে রাজি হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে এক হাজারের বেশি রোহিঙ্গা নিয়ে ২০টি বাস চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে গেছে। নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের উদ্দেশ্যে তাদের নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সাড়ে ১১টার দিকে উখিয়া ডিগ্রি কলেজের সামনে থেকে রোহিঙ্গাদের বাসে তোলা হয়। প্রথমে ১০টি বাসে তাদের তোলা হলেও পরে আরো ১০টি বাস এতে যোগ করা হয়।

আরও পড়ুন : অনুমতি ছাড়া মিছিল-সমাবেশ নিষিদ্ধ রাজধানীতে

তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি। সঠিক সংখ্যাও জানা যায়নি।

বিভিন্ন সূত্রে জানা গেছে, এসব বাসে আইনশৃংখলা বাহিনীর সদস্য ছাড়া প্রায় তিনশ’ রোহিঙ্গা রয়েছে। চট্টগ্রাম থেকে শুক্রবার সকালে তাদের জাহাজে করে নৌপথে ভাসানচরে নিয়ে যাওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেফতার

কক্সবাজার থেকে ২০ বাসে করে রোহিঙ্গাদের স্থানান্তর চলছে

প্রকাশের সময় : ১২:৪৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০

রোহিঙ্গাদের ভাষানচরে স্থানান্তর শুরু হয়েছে। রোহিঙ্গারা স্বেচ্ছায় ভাষানচরে যেতে রাজি হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে এক হাজারের বেশি রোহিঙ্গা নিয়ে ২০টি বাস চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে গেছে। নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের উদ্দেশ্যে তাদের নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সাড়ে ১১টার দিকে উখিয়া ডিগ্রি কলেজের সামনে থেকে রোহিঙ্গাদের বাসে তোলা হয়। প্রথমে ১০টি বাসে তাদের তোলা হলেও পরে আরো ১০টি বাস এতে যোগ করা হয়।

আরও পড়ুন : অনুমতি ছাড়া মিছিল-সমাবেশ নিষিদ্ধ রাজধানীতে

তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি। সঠিক সংখ্যাও জানা যায়নি।

বিভিন্ন সূত্রে জানা গেছে, এসব বাসে আইনশৃংখলা বাহিনীর সদস্য ছাড়া প্রায় তিনশ’ রোহিঙ্গা রয়েছে। চট্টগ্রাম থেকে শুক্রবার সকালে তাদের জাহাজে করে নৌপথে ভাসানচরে নিয়ে যাওয়া হবে।