Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজের তিন সংস্করণের দায়িত্বে স্যামি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ১৯৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ড্যারেন স্যামির অধীনে সাদা বলের কোচিংয়ে ওয়েস্ট ইন্ডিজের উন্নতিটা চোখে পড়ার মতোই। নিজে পরীক্ষিত অধিনায়ক ছিলেন খেলোয়াড়ি জীবনে। তার অধীনেই দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তার হাতেই পরবর্তীতে এসেছে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে কোচিংয়ের দায়িত্ব। বাংলাদেশের কাছে সবশেষ ম্যাচটা হারের পর তার কাঁধে নয়া দায়িত্ব তুলে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

এতদিন ছিলেন সাদা বলের কোচের দায়িত্বে। এবার লাল বলেও একই দায়িত্ব পেলেন ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলেরও কোচ হিসেবেও এখন থেকে থাকছেন ড্যারেন সামি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) পরিচালক মাইলস বাসকম্ব সংবাদ সম্মেলনে স্যামিকে টেস্ট দলেরও কোচের দায়িত্ব দেওয়ার কথা জানান। এর মধ্য দিয়ে তিন সংস্করণেই ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পেলেন স্যামি।

কোচ হওয়ার বিষয়টি প্রত্যাশিত ছিল না স্যামির। নিজেরও ভাবনা ছিল না ক্যারিয়ার শেষে করাবেন কোচিং। কিন্তু হলো এমনটাই। দায়িত্ব পেতে উচ্ছ্বসিত তিনি। দলকে সাফল্যের পথে নিয়ে যেতে কাজ শুরু করে দিয়েছেন ইতোমধ্যেই।

স্যামি বলেন, যে কোনো সংস্করণে যে কোনো দায়িত্বে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে পারা দারুণ সম্মানের। যদিও এই খবরটি আমার কাছে ঠিক প্রত্যাশিত ছিল না। কোচিং করাব, এমন ভাবনাই আসলে নিজেকে নিয়ে ছিল না আমার। তবে এটা স্বীকার করতেই হবে, যেভাবে এগোচ্ছে সবকিছু, এই দায়িত্বের প্রতি ভালোবাসা ও তাড়না আরো তীব্র হয়েছে আমার। আমি বিশ্বাস করি প্রক্রিয়ায়, যেটা আমি সাদা বলের ক্রিকেটে করতে সক্ষম হয়েছি এবং এই নতুন দায়িত্বেও আমি এর মধ্যেই এঁকে নিয়েছি, (টেস্ট ক্রিকেটে) সফল হতে হলে কোন কোন জায়গায় ও কোন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বাড়তি এই দায়িত্ব ও নতুন পথচলায় নিয়ে আমি সত্যিই রোমাঞ্চিত এবং আমি ও আমার দল তৈরি থাকব।

টেস্ট দলের প্রধান কোচ হিসেবে আন্দ্রে কুলির স্থলাভিষিক্ত হলেন স্যামি। গত বছর মে মাসে সাদা বলের সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি।

খেলোয়াড়ি জীবন শেষে সামি গত বছরের মে মাসে দায়িত্ব নেন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টির। তার কোচিংয়ে ২৮ ওয়ানডের ১৫টি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ জিতেছে সাতটির মধ্যে চারটি। টি-টোয়েন্টি জিতেছে ৩৫টির মধ্যে ২০টি। এই সংস্করণেও সিরিজ জিতেছে চারটি, হেরেছে তিনটি।

আর টেস্ট ক্রিকেটে আন্দ্রে কোলির কোচিংয়ে ছয় সিরিজের একটিও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ড্র ও হার আছে সমান তিনটি করে। এই সময়ে টেস্ট হেরেছে তারা সাতটি, জয় ও ড্র দুটি করে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

ওয়েস্ট ইন্ডিজের তিন সংস্করণের দায়িত্বে স্যামি

প্রকাশের সময় : ০৭:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

ড্যারেন স্যামির অধীনে সাদা বলের কোচিংয়ে ওয়েস্ট ইন্ডিজের উন্নতিটা চোখে পড়ার মতোই। নিজে পরীক্ষিত অধিনায়ক ছিলেন খেলোয়াড়ি জীবনে। তার অধীনেই দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তার হাতেই পরবর্তীতে এসেছে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে কোচিংয়ের দায়িত্ব। বাংলাদেশের কাছে সবশেষ ম্যাচটা হারের পর তার কাঁধে নয়া দায়িত্ব তুলে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

এতদিন ছিলেন সাদা বলের কোচের দায়িত্বে। এবার লাল বলেও একই দায়িত্ব পেলেন ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলেরও কোচ হিসেবেও এখন থেকে থাকছেন ড্যারেন সামি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) পরিচালক মাইলস বাসকম্ব সংবাদ সম্মেলনে স্যামিকে টেস্ট দলেরও কোচের দায়িত্ব দেওয়ার কথা জানান। এর মধ্য দিয়ে তিন সংস্করণেই ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পেলেন স্যামি।

কোচ হওয়ার বিষয়টি প্রত্যাশিত ছিল না স্যামির। নিজেরও ভাবনা ছিল না ক্যারিয়ার শেষে করাবেন কোচিং। কিন্তু হলো এমনটাই। দায়িত্ব পেতে উচ্ছ্বসিত তিনি। দলকে সাফল্যের পথে নিয়ে যেতে কাজ শুরু করে দিয়েছেন ইতোমধ্যেই।

স্যামি বলেন, যে কোনো সংস্করণে যে কোনো দায়িত্বে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে পারা দারুণ সম্মানের। যদিও এই খবরটি আমার কাছে ঠিক প্রত্যাশিত ছিল না। কোচিং করাব, এমন ভাবনাই আসলে নিজেকে নিয়ে ছিল না আমার। তবে এটা স্বীকার করতেই হবে, যেভাবে এগোচ্ছে সবকিছু, এই দায়িত্বের প্রতি ভালোবাসা ও তাড়না আরো তীব্র হয়েছে আমার। আমি বিশ্বাস করি প্রক্রিয়ায়, যেটা আমি সাদা বলের ক্রিকেটে করতে সক্ষম হয়েছি এবং এই নতুন দায়িত্বেও আমি এর মধ্যেই এঁকে নিয়েছি, (টেস্ট ক্রিকেটে) সফল হতে হলে কোন কোন জায়গায় ও কোন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বাড়তি এই দায়িত্ব ও নতুন পথচলায় নিয়ে আমি সত্যিই রোমাঞ্চিত এবং আমি ও আমার দল তৈরি থাকব।

টেস্ট দলের প্রধান কোচ হিসেবে আন্দ্রে কুলির স্থলাভিষিক্ত হলেন স্যামি। গত বছর মে মাসে সাদা বলের সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি।

খেলোয়াড়ি জীবন শেষে সামি গত বছরের মে মাসে দায়িত্ব নেন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টির। তার কোচিংয়ে ২৮ ওয়ানডের ১৫টি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ জিতেছে সাতটির মধ্যে চারটি। টি-টোয়েন্টি জিতেছে ৩৫টির মধ্যে ২০টি। এই সংস্করণেও সিরিজ জিতেছে চারটি, হেরেছে তিনটি।

আর টেস্ট ক্রিকেটে আন্দ্রে কোলির কোচিংয়ে ছয় সিরিজের একটিও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ড্র ও হার আছে সমান তিনটি করে। এই সময়ে টেস্ট হেরেছে তারা সাতটি, জয় ও ড্র দুটি করে।