Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ানডেতে দ্রুততম ৫ হাজারের বিশ্বরেকর্ড বাবরের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
  • ২০০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে উড়ছে পাকিস্তান। এরই মধ্যে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিতে জিতে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। ব্যাট হাতে দারুণ ছন্দে ফখর জামান ও বাবর আজমরা। শুক্রবার (৫ মে) সিরিজের চতুর্থ ওয়ানডেতে ব্যাট করতে নেমে ব্যক্তিগত সেঞ্চুরির পথে বিশ্বরেকর্ড গড়েছেন পাক অধিনায়ক বাবর আজম। কিউই লেগস্পিনার ইশ সোধিকে আলতো করে খেলেই দৌড়ালেন এক রানের জন্য। বাবর আজমের নামের পাশে যোগ হয়ে গেলো আরেকটি কীর্তি। ওই রান পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ওয়ানডেতে ৫ হাজারি ক্লাবে ঢুকে পড়লেন পাকিস্তান অধিনায়ক এবং সেটা বিশ্বরেকর্ড গড়ে।

এই রেকর্ড গড়তে মাত্র ৯৭ ইনিংস খেলে ৫ হাজার রান পূর্ণ করেছেন বাবর। তার আগে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার হাশিম আমলার দখলে ছিল এই রেকর্ড। তিনি ১০১ ইনিংস খেলে করেছিলেন দ্রুততম ৫ হাজার রান। প্রোটিয়া ব্যাটারের চেয়ে চার ইনিংস কম খেলে রেকর্ডটি দখলে নিলেন বাবর।

করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের চতুর্থ ওয়ানডেতে মাঠে নামার আগে একদিনের ক্রিকেটে বাবরের ব্যক্তিগত সংগ্রহ ছিল ৪৯৮১ রান। ৯৮টি ম্যাচের ৯৬টি ইনিংসে ব্যাট করতে নেমে তিনি এই রান সংগ্রহ করেন। পাঁচ হাজার রানের গণ্ডি ছুঁয়ে ফেলতে বাবরের দরকার ছিল মাত্র ১৯ রান, যা তিনি অনায়াসে সংগ্রহ করে নেন।

বাবর ও আমলার পর তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে ভিভ রিচার্ডস ও বিরাট কোহলি। দুই কিংবদন্তিই ১১৪টি করে ইনিংসে ব্যাট করে এই মাইলস্টোনে পৌঁছান।

৫ হাজারে দ্রুততম ব্যাটারদের তালিকায় তিনে আছেন ভিভ রিচার্ডস। ক্যারিবীয় কিংবদন্তি ১১৪ ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। সমান ইনিংস লেগেছে ভারতীয় ব্যাটার বিরাট কোহলিরও। এছাড়া অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ১১৫ ইনিংস খেলে ছুঁয়েছিলেন ৫ হাজার রানের মাইলফক। আর সবমিলিয়ে বাবরের আগে আরও ১৩ জন ক্রিকেটার ওয়ানডেতে ৫ হাজারি ক্লাবের সদস্য হয়েছেন।

এর আগে কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে আরও একটি মাইলফলক পেরিয়েছেন বাবর। আন্তর্জাতিক ক্রিকেটে তার রানসংখ্যা এখন ১২ হাজারের বেশি। ২৭৭তম ইনিংসে এই অর্জনে নাম লেখান তিনি, যা পাকিস্তানিদের মধ্যে দ্রুততম, এশিয়ার মধ্যে দ্বিতীয় দ্রুততম এবং বিশ্বের মধ্যে ষষ্ঠ দ্রুততম।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জোর করে চাপিয়ে দেয়া শিক্ষা সম্ভাবনা নষ্ট করে দেয় : হাসনাত আব্দুল্লাহ

ওয়ানডেতে দ্রুততম ৫ হাজারের বিশ্বরেকর্ড বাবরের

প্রকাশের সময় : ০৮:০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে উড়ছে পাকিস্তান। এরই মধ্যে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিতে জিতে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। ব্যাট হাতে দারুণ ছন্দে ফখর জামান ও বাবর আজমরা। শুক্রবার (৫ মে) সিরিজের চতুর্থ ওয়ানডেতে ব্যাট করতে নেমে ব্যক্তিগত সেঞ্চুরির পথে বিশ্বরেকর্ড গড়েছেন পাক অধিনায়ক বাবর আজম। কিউই লেগস্পিনার ইশ সোধিকে আলতো করে খেলেই দৌড়ালেন এক রানের জন্য। বাবর আজমের নামের পাশে যোগ হয়ে গেলো আরেকটি কীর্তি। ওই রান পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ওয়ানডেতে ৫ হাজারি ক্লাবে ঢুকে পড়লেন পাকিস্তান অধিনায়ক এবং সেটা বিশ্বরেকর্ড গড়ে।

এই রেকর্ড গড়তে মাত্র ৯৭ ইনিংস খেলে ৫ হাজার রান পূর্ণ করেছেন বাবর। তার আগে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার হাশিম আমলার দখলে ছিল এই রেকর্ড। তিনি ১০১ ইনিংস খেলে করেছিলেন দ্রুততম ৫ হাজার রান। প্রোটিয়া ব্যাটারের চেয়ে চার ইনিংস কম খেলে রেকর্ডটি দখলে নিলেন বাবর।

করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের চতুর্থ ওয়ানডেতে মাঠে নামার আগে একদিনের ক্রিকেটে বাবরের ব্যক্তিগত সংগ্রহ ছিল ৪৯৮১ রান। ৯৮টি ম্যাচের ৯৬টি ইনিংসে ব্যাট করতে নেমে তিনি এই রান সংগ্রহ করেন। পাঁচ হাজার রানের গণ্ডি ছুঁয়ে ফেলতে বাবরের দরকার ছিল মাত্র ১৯ রান, যা তিনি অনায়াসে সংগ্রহ করে নেন।

বাবর ও আমলার পর তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে ভিভ রিচার্ডস ও বিরাট কোহলি। দুই কিংবদন্তিই ১১৪টি করে ইনিংসে ব্যাট করে এই মাইলস্টোনে পৌঁছান।

৫ হাজারে দ্রুততম ব্যাটারদের তালিকায় তিনে আছেন ভিভ রিচার্ডস। ক্যারিবীয় কিংবদন্তি ১১৪ ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। সমান ইনিংস লেগেছে ভারতীয় ব্যাটার বিরাট কোহলিরও। এছাড়া অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ১১৫ ইনিংস খেলে ছুঁয়েছিলেন ৫ হাজার রানের মাইলফক। আর সবমিলিয়ে বাবরের আগে আরও ১৩ জন ক্রিকেটার ওয়ানডেতে ৫ হাজারি ক্লাবের সদস্য হয়েছেন।

এর আগে কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে আরও একটি মাইলফলক পেরিয়েছেন বাবর। আন্তর্জাতিক ক্রিকেটে তার রানসংখ্যা এখন ১২ হাজারের বেশি। ২৭৭তম ইনিংসে এই অর্জনে নাম লেখান তিনি, যা পাকিস্তানিদের মধ্যে দ্রুততম, এশিয়ার মধ্যে দ্বিতীয় দ্রুততম এবং বিশ্বের মধ্যে ষষ্ঠ দ্রুততম।