Dhaka শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ানডে র‌্যাঙ্কিং ৫২ ধাপ এগোলেন সৌম্য

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৩৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • ১৯১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

নিউজিল্যান্ড সফরে দলে সুযোগ পান সৌম্য সরকার। যা নিয়ে হয় বেশ আলোচনা-সমালোচনা। নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১৫১ বলে ১৬৯ রান অবিশ্বাস্য এক ইনিংস খেলে সমালোচনার জবাব দেন এই টাইগার ওপেনার। এমন অনবদ্য ইনিংসের ছাপ পড়েছে আইসিসির র‌্যাংকিংয়ে।

বুধবার (২৭ ডিসেম্বর) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।

এই দিনেই আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র‌্যাংকিংয়ে ওয়ানডে ব্যাটারদের তালিকায় ৫২ ধাপ এগিয়েছেন সৌম্য। অবশ্য ৫২ ধাপ এগোলেও এখনো আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ১০০ এর মধ্যে ঢুকতে পারেননি সৌম্য। বর্তমানে তার অবস্থান ১১১তম। এ ছাড়া তার ক্যারিয়ারসেরা র‌্যাংকিং ১৪তম।

সৌম্যর মতো ব্যাটিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্তরও। প্রথম দুই ম্যাচে ভালো করতে না পারলেও তৃতীয় ওয়ানডেতে রানের দেখা পেয়েছেন তিনি। কিউইদের ৯ উইকেটে হারানোর দিনে খেলেছিলেন অপরাজিত ৫১ রানের ইনিংস। এমন ব্যাটিংয়ে ৯ ধাপ এগিয়ে ৪৯তম স্থানে আছেন বাংলাদেশ অধিনায়ক।

বোলারদের মধ্যে ভালো উন্নতি হয়েছে পেসার শরিফুল ইসলামের। ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। তাতে করে ২৪ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছেন তিনি। বাংলাদেশের আর কারো অবস্থানের কোনো নড়চড় হয়নি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ওয়ানডে র‌্যাঙ্কিং ৫২ ধাপ এগোলেন সৌম্য

প্রকাশের সময় : ১০:৩৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

নিউজিল্যান্ড সফরে দলে সুযোগ পান সৌম্য সরকার। যা নিয়ে হয় বেশ আলোচনা-সমালোচনা। নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১৫১ বলে ১৬৯ রান অবিশ্বাস্য এক ইনিংস খেলে সমালোচনার জবাব দেন এই টাইগার ওপেনার। এমন অনবদ্য ইনিংসের ছাপ পড়েছে আইসিসির র‌্যাংকিংয়ে।

বুধবার (২৭ ডিসেম্বর) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।

এই দিনেই আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র‌্যাংকিংয়ে ওয়ানডে ব্যাটারদের তালিকায় ৫২ ধাপ এগিয়েছেন সৌম্য। অবশ্য ৫২ ধাপ এগোলেও এখনো আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ১০০ এর মধ্যে ঢুকতে পারেননি সৌম্য। বর্তমানে তার অবস্থান ১১১তম। এ ছাড়া তার ক্যারিয়ারসেরা র‌্যাংকিং ১৪তম।

সৌম্যর মতো ব্যাটিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্তরও। প্রথম দুই ম্যাচে ভালো করতে না পারলেও তৃতীয় ওয়ানডেতে রানের দেখা পেয়েছেন তিনি। কিউইদের ৯ উইকেটে হারানোর দিনে খেলেছিলেন অপরাজিত ৫১ রানের ইনিংস। এমন ব্যাটিংয়ে ৯ ধাপ এগিয়ে ৪৯তম স্থানে আছেন বাংলাদেশ অধিনায়ক।

বোলারদের মধ্যে ভালো উন্নতি হয়েছে পেসার শরিফুল ইসলামের। ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। তাতে করে ২৪ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছেন তিনি। বাংলাদেশের আর কারো অবস্থানের কোনো নড়চড় হয়নি।