Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন নবী

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ২০৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

অনেক আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মোহাম্মদ নবি। তবে এখনও আফগানিস্তানের জার্সিতে সাদা বলের ক্রিকেট চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু ওয়ানডেতে আর বেশি দিন দেখা যাবে না এই অলরাউন্ডারকে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পর এই সংস্করণের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন তিনি।

পাকিস্তানের মাঠে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। ওই টুর্নামেন্ট খেলেই ৫০ ওভারের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন আফগানিস্তানের এই তারকা অলরাউন্ডার।

সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পোস্ট করা একটি ভিডিওতে নবী নিজেই জানালেন এবার থামছেন। এসিবির প্রধান নির্বাহী নসিব খানও জানিয়ে দিলেন তাদের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন।

নবির অবসর প্রসঙ্গে নাসিব বলেন, হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফির পর নবি ওয়ানডে থেকে অবসরে যাবে এবং বোর্ডকে সে নিজের ইচ্ছের কথা জানিয়েছে। কয়েকমাস আগেই সে আমাকে বলেছিল চ্যাম্পিয়নস ট্রফির পর সে ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চায়। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি।

মোহাম্মদ নবীর ওয়ানডে ক্রিকেটে পথচলা শুরু ২০০৯ সালে, স্কটল্যান্ডের বিপক্ষে। এরপর টানা ১৫ বছর ধরে খেলে যাচ্ছেন। ১৬৫টি ওয়ানডে খেলে এখন অব্দি করেছেন ৩৫৪৯ রান। বল হাতে এই স্পিনার নিয়েছেন ১৭১ উইকেট। ওয়ানডেতে আফগানিস্তানের শীর্ষ রানসংগ্রাহক ও শীর্ষ উইকেটশিকারির তালিকায় দুই নম্বরে আছেন তিনি।

বয়স ৪০ হলেও অবশ্য ছন্দে ঠিকই আছেন নবী। এইতো গত বুধবার তার কাছেই যেন হেরেছে বাংলাদেষ। শারজায় চাপের মুখে দাঁড়িয়ে ৭৯ বলে ৮৪ রান করেন তিনি। এরপর নেন ১টি উইকেট।

২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জিতে পাঁচদিনের ক্রিকেটকে গুডবাই বলেছেন তিনি। আসছে বছর শেষ ওয়ানডে। তবে টি-টোয়েন্টি খেলবেন আরও কিছুদিন। বলা হচ্ছে- ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে এই ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলবেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন নবী

প্রকাশের সময় : ০৩:০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

অনেক আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মোহাম্মদ নবি। তবে এখনও আফগানিস্তানের জার্সিতে সাদা বলের ক্রিকেট চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু ওয়ানডেতে আর বেশি দিন দেখা যাবে না এই অলরাউন্ডারকে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পর এই সংস্করণের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন তিনি।

পাকিস্তানের মাঠে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। ওই টুর্নামেন্ট খেলেই ৫০ ওভারের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন আফগানিস্তানের এই তারকা অলরাউন্ডার।

সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পোস্ট করা একটি ভিডিওতে নবী নিজেই জানালেন এবার থামছেন। এসিবির প্রধান নির্বাহী নসিব খানও জানিয়ে দিলেন তাদের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন।

নবির অবসর প্রসঙ্গে নাসিব বলেন, হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফির পর নবি ওয়ানডে থেকে অবসরে যাবে এবং বোর্ডকে সে নিজের ইচ্ছের কথা জানিয়েছে। কয়েকমাস আগেই সে আমাকে বলেছিল চ্যাম্পিয়নস ট্রফির পর সে ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চায়। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি।

মোহাম্মদ নবীর ওয়ানডে ক্রিকেটে পথচলা শুরু ২০০৯ সালে, স্কটল্যান্ডের বিপক্ষে। এরপর টানা ১৫ বছর ধরে খেলে যাচ্ছেন। ১৬৫টি ওয়ানডে খেলে এখন অব্দি করেছেন ৩৫৪৯ রান। বল হাতে এই স্পিনার নিয়েছেন ১৭১ উইকেট। ওয়ানডেতে আফগানিস্তানের শীর্ষ রানসংগ্রাহক ও শীর্ষ উইকেটশিকারির তালিকায় দুই নম্বরে আছেন তিনি।

বয়স ৪০ হলেও অবশ্য ছন্দে ঠিকই আছেন নবী। এইতো গত বুধবার তার কাছেই যেন হেরেছে বাংলাদেষ। শারজায় চাপের মুখে দাঁড়িয়ে ৭৯ বলে ৮৪ রান করেন তিনি। এরপর নেন ১টি উইকেট।

২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জিতে পাঁচদিনের ক্রিকেটকে গুডবাই বলেছেন তিনি। আসছে বছর শেষ ওয়ানডে। তবে টি-টোয়েন্টি খেলবেন আরও কিছুদিন। বলা হচ্ছে- ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে এই ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলবেন।