Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ওএমজি সিনেমার জন্য কোনো পারিশ্রমিক নেননি অক্ষয়!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:১৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • ১৯৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তার সিনেমা পরপর বক্স অফিসে ব্যর্থ হয়েছে। তার নতুন সিনেমা ‘ওএমজি টু’। এটি মুক্তির আগে সেন্সর বোর্ডের কাঁচির নিচে পড়ে। আইনি জটিলতায়ও জড়ায় এটি। তবে সব জটিলতা কাটিয়ে গত ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

সানি দেওলের ‘গাদার ২’ ছবিটার সঙ্গে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘ওএমজি ২’। দুইয়ের টক্করে খানিকটা পিছিয়েই পড়েছে অক্ষয়ের ছবিটি। তাও এই ছবিটি টিকিট বিক্রির হিসাবে সপ্তাহ শেষে প্রায় ১০০ কোটির ঘর ছুঁয়ে ফেলেছে।

জানেন কি এই ছবির বাজেট কতো? প্রযোজক অজিত আঁধারে জানিয়েছেন, ছবিটি তৈরি করতে কম বেশি ১৫০ কোটি রুপি লেগেছে তার। তবে এটার জন্য একটা কড়িও নেননি অক্ষয় কুমার!

পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অজিত আঁধারে বলেছেন, অক্ষয় বরাবর অর্থনৈতিক এবং ক্রিয়েটিভ ভাবে এই ধরনের সাহসী ছবি নির্মাণের ক্ষেত্রে পাশে থাকেন। তাই তিনি এবারও কোনও টাকা নেননি এই ছবির জন্য।

‘ওএমজি ২’ প্রযোজক জানান, তার এবং অক্ষয়ের সম্পর্ক দীর্ঘদিনের। তারা একত্রে ‘ওএমজি ১’, ‘স্পেশাল ২৬’, ‘টয়লেট এক প্রেম কথা’ ইত্যাদি ছবিতে কাজ করেছেন। অজিতের কথায়, ওর সঙ্গে আমার বারবার স্ক্রিপ্ট নিয়ে কথা হয়েছে। যদিও সেটা এমনই কিন্তু আমরা দুজনেই এমন কিছু করতে চেয়েছিলাম যার অর্থ আছে। আর ওকে ছাড়া এই রিস্ক নেওয়াই যেত না। তিনি এই ছবির সঙ্গে অর্থনৈতিক এবং ক্রিয়েটিভ দুই ভাবেই যুক্ত ছিলেন।

এদিকে সূত্র বলছে, ‘ওএমজি ২’ ছবিটা তৈরি করতে মোটে ৫০ কোটি টাকার মতো বাজেট লেগেছে। কারণ এটির অধিকাংশ শুটিং হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেই হয়েছে। এর আগের ছবিটি (ওএমজি) মাত্র ২৫ কোটিতে বানিয়েছিলেন তারা।

১৭ আগস্ট অক্ষয় কুমার সমস্ত দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ছবিটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। একই সঙ্গে তিনি ‘গাদার ২’ ছবিকেও অনেক শুভেচ্ছা জানিয়েছেন সাফল্যের জন্য। অভিনেতা তার পোস্টে লেখেন, ‘‘দর্শকদের অনেক ধন্যবাদ ‘ওহ মাই গড’কে ভালোবাসা দেওয়ার জন্যই এবং অবশ্যই ভারতীয় ছবির ইতিহাসে অন্যতম সেরা সপ্তাহ দেওয়ার জন্য।’’

‘ওএমজি ২’ আপাতত বক্স অফিসে ৭৯.৪৭ কোটি রুপির টিকিট বিক্রি করেছে। অন্যদিকে ‘গাদার ২’ ছবিটি ২৬১.৩৫ কোটি রুপি বিক্রি করেছে ষষ্ঠ দিন পর্যন্ত।

‘ওএমজি: ও মাই গড’ সিনেমা মুক্তি পায় ২০১২ সালে। এতে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। ১১ বছর পর নির্মিত হয়েছে সিনেমাটির সিক্যুয়েল। সিনেমাটির দ্বিতীয় পার্টে মহাদেবের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— পঙ্কজ ত্রিপাঠি, ইয়ামী গৌতম, অরুণ প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মেট্রো রেলের ১৪ স্টেশনে রিটেইল শপ ভাড়া দেবে ডিএমটিসিএল

ওএমজি সিনেমার জন্য কোনো পারিশ্রমিক নেননি অক্ষয়!

প্রকাশের সময় : ০৭:১৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩

বিনোদন ডেস্ক : 

বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তার সিনেমা পরপর বক্স অফিসে ব্যর্থ হয়েছে। তার নতুন সিনেমা ‘ওএমজি টু’। এটি মুক্তির আগে সেন্সর বোর্ডের কাঁচির নিচে পড়ে। আইনি জটিলতায়ও জড়ায় এটি। তবে সব জটিলতা কাটিয়ে গত ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

সানি দেওলের ‘গাদার ২’ ছবিটার সঙ্গে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘ওএমজি ২’। দুইয়ের টক্করে খানিকটা পিছিয়েই পড়েছে অক্ষয়ের ছবিটি। তাও এই ছবিটি টিকিট বিক্রির হিসাবে সপ্তাহ শেষে প্রায় ১০০ কোটির ঘর ছুঁয়ে ফেলেছে।

জানেন কি এই ছবির বাজেট কতো? প্রযোজক অজিত আঁধারে জানিয়েছেন, ছবিটি তৈরি করতে কম বেশি ১৫০ কোটি রুপি লেগেছে তার। তবে এটার জন্য একটা কড়িও নেননি অক্ষয় কুমার!

পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অজিত আঁধারে বলেছেন, অক্ষয় বরাবর অর্থনৈতিক এবং ক্রিয়েটিভ ভাবে এই ধরনের সাহসী ছবি নির্মাণের ক্ষেত্রে পাশে থাকেন। তাই তিনি এবারও কোনও টাকা নেননি এই ছবির জন্য।

‘ওএমজি ২’ প্রযোজক জানান, তার এবং অক্ষয়ের সম্পর্ক দীর্ঘদিনের। তারা একত্রে ‘ওএমজি ১’, ‘স্পেশাল ২৬’, ‘টয়লেট এক প্রেম কথা’ ইত্যাদি ছবিতে কাজ করেছেন। অজিতের কথায়, ওর সঙ্গে আমার বারবার স্ক্রিপ্ট নিয়ে কথা হয়েছে। যদিও সেটা এমনই কিন্তু আমরা দুজনেই এমন কিছু করতে চেয়েছিলাম যার অর্থ আছে। আর ওকে ছাড়া এই রিস্ক নেওয়াই যেত না। তিনি এই ছবির সঙ্গে অর্থনৈতিক এবং ক্রিয়েটিভ দুই ভাবেই যুক্ত ছিলেন।

এদিকে সূত্র বলছে, ‘ওএমজি ২’ ছবিটা তৈরি করতে মোটে ৫০ কোটি টাকার মতো বাজেট লেগেছে। কারণ এটির অধিকাংশ শুটিং হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেই হয়েছে। এর আগের ছবিটি (ওএমজি) মাত্র ২৫ কোটিতে বানিয়েছিলেন তারা।

১৭ আগস্ট অক্ষয় কুমার সমস্ত দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ছবিটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। একই সঙ্গে তিনি ‘গাদার ২’ ছবিকেও অনেক শুভেচ্ছা জানিয়েছেন সাফল্যের জন্য। অভিনেতা তার পোস্টে লেখেন, ‘‘দর্শকদের অনেক ধন্যবাদ ‘ওহ মাই গড’কে ভালোবাসা দেওয়ার জন্যই এবং অবশ্যই ভারতীয় ছবির ইতিহাসে অন্যতম সেরা সপ্তাহ দেওয়ার জন্য।’’

‘ওএমজি ২’ আপাতত বক্স অফিসে ৭৯.৪৭ কোটি রুপির টিকিট বিক্রি করেছে। অন্যদিকে ‘গাদার ২’ ছবিটি ২৬১.৩৫ কোটি রুপি বিক্রি করেছে ষষ্ঠ দিন পর্যন্ত।

‘ওএমজি: ও মাই গড’ সিনেমা মুক্তি পায় ২০১২ সালে। এতে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। ১১ বছর পর নির্মিত হয়েছে সিনেমাটির সিক্যুয়েল। সিনেমাটির দ্বিতীয় পার্টে মহাদেবের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— পঙ্কজ ত্রিপাঠি, ইয়ামী গৌতম, অরুণ প্রমুখ।