নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মোহাম্মদপুর লালমাটিয়ায় এসি মেরামতের সময় ভবন থেকে পড়ে গিয়ে বায়েজিদ আহমেদ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায়। তিনি মো. শফিকুল ইসলামের ছেলে। মিরপুর-১ নম্বরে থাকতেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী ইমন চন্দ্র ও মেহেদী হাসান জানান, মিরপুর-১ নম্বর সেকশনের ‘কুল সিটি ইলেক্ট্রনিকস’ নামে এসি সার্ভিসিং কোম্পানিতে চাকরি করেন তারা। প্রতিষ্ঠানটি থেকে সকালে তারা ৪ জন মোহাম্মদপুর লালমাটিয়া এ ব্লক, পানির ট্যাংকির পাশে একটি ভবনের এসি মেরামত করতে যান। ৯তলা ভবনটির ৭ম তলার বাইরের পাশে থাকা এসি খোলার সময় সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যান বায়েজিদ। এতে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, ভবন থেকে নিচে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মীরা। তবে বিস্তারিত তদন্তের জন্য ঘটনাটি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।