স্পোর্টস ডেস্ক :
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপের আসর। সে উপলক্ষ্যে শনিবার (১২ আগস্ট) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেটের নির্বাচক কমিটি। আর ঘোষিত দলে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের। তবে সুযোগ পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব।
সকালে এক সংবাদ সম্মেলনে আসন্ন টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। মাহমুদউল্লাহর মতো আলোচনায় থাকা সৌম্য সরকারকেও দলে রাখেনি বিসিবি।
এবারের এশিয়া কাপের দলে চমক রয়েছে একটি। ২২ বছর বয়সী ওপেনার তানজীদ হাসান তামিমকে ডাকা হয়েছে এই দলে। গত মাসে ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৩ ফিফটির পুরস্কার পেলেন তানজীদ। বাংলাদেশের মধ্যে তানজীদের রানই ছিল সর্বোচ্চ।
এর আগে টাইগার একাদশের সাত নম্বর পজিশনের জন্য দীর্ঘদিন ধরে আলোচনায় ছিলেন মাহমুদউল্লাহ, সৌম্য, আফিফ ও মোসাদ্দেক হোসেন সৈকত। তাদের মধ্যে থেকে সুযোগ পেয়েছেন কেবল আফিফ। যদিও দলে আসার লড়াইয়ে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা মাহমুদউল্লাহ নতুন করে অনুশীলন ও ফিটনেস পরীক্ষায় অংশ নিয়েছিলেন। অন্যদিকে টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পছন্দের খেলোয়াড় হওয়ায় বিশেষ নজরে ছিলেন সৌম্যও। তবে ‘এ’ দলের ইমার্জিং এশিয়া কাপে তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি হাথুরুর।
দলে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ ও স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান। গত মার্চে আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেন নাসুম। মেহেদী হাসান বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন গত বছর এশিয়া কাপে।
মাহমুদউল্লাহ রিয়াদের এই বাদ পড়ার অর্থ, তার আন্তর্জাতিক ক্যারিয়ারই প্রায় শেষ। তার বাদ পড়ার পর পঞ্চ পাণ্ডবের মধ্যে আর বাকি থাকলেন ২জন। সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ার ২০২০ সালেই শেষ হয়ে গেছে।
তামিম ইকবালও প্রায় যায় যায় অবস্থায়। ইনজুরির কারণে এশিয়া কাপ খেলবেন না। বিশ্বকাপ খেলতে পারেন কি না সন্দেহ। এরই মধ্যে অবসরের ঘোষণা দিলেও প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভাঙার কথা জানান তিনি। কিন্তু কবে মাঠে ফিরতে পারবেন তার নিশ্চয়তা নেই। মাহমুদউল্লাহও এখন বাতিলের খাতায়।
ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে তানজিদ হাসান তামিম নাকি মোহাম্মদ নাঈমকে খেলানো হবে, সেটাই দেখার। যদিও ইমার্জিং এশিয়া কাপে ভালো করার কারণে তানজিদ তামিমের সম্ভাবনাই বেশি। তেমনটা হলে, এক তামিমের পরিবর্তে আরেক তামিমের পথচলা শুরু হবে বাংলাদেশ ক্রিকেটে।
স্কোয়াডে রাখা হয়েছে পাঁচজন পেসার। মোস্তাফিজ, তাসকিন, হাসান মাহমুদ, শরিফুল এবং ইবাদত হোসেন। সাকিব আল হাসানের সঙ্গে অলরাউন্ডারের ভূমিকায় থাকবেন মেহেদী হাসান মিরাজও। বিশেষ স্পিনার নাসুম আহমেদ এবং মেদেহী হাসান। বাকিরা ব্যাটার। এর মধ্যে শান্ত-আফিফরাও হাত ঘোরাতে পারেন।
এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহীদ হৃদয় ও তানজীদ তামিম।