Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া কাপে শক্তিশালী দল ঘোষণা করল আফগানিস্তান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:০৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • ২০০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান। হাসমতউল্লাহ শহীদিকে অধিনায়ক করে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দলে রয়েছে রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবির মতো তারকারা।

আলোচিত লেগ স্পিনার নূর আহমেদসহ বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার রয়েছে দলে। এশিয়া কাপের দল ঘোষণার নির্ধারিত সময় ছিল গত ১২ আগস্ট। সেই সময় পেরিয়ে আরও সপ্তাহ দুয়েক পর এবার দল ঘোষণা করল আফগানিস্তান। দেরিতে দল দেওয়ার মূল কারণ সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজ। এই সিরিজের পারফরম্যান্স দেখেই এশিয়া কাপের স্কোয়াড গড়েছে এসিবি।

এশিয়া সেরার এই লড়াইয়ের আগে পাকিস্তানের বিপক্ষে ৩-০তে সিরিজ হারলেও মাঠের ক্রিকেটে ভালোই লড়াই করেছে আফগানিস্তান। বিশেষ করে প্রথম দুই ম্যাচে বাবর আজমদের চোখে চোখ রেখে লড়েছে তারা।

এবারের এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। প্রথম রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ছয়টি দল। দলগুলো হলো পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও আফগানিস্তান।

আফগানিস্তান খেলবে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও বাংলাদেশ। দুটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে সুপার ফোরে। এই পর্বের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। ৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপ মিশন শুরু করবে আফগানরা।

আফগানিস্তান স্কোয়াড:

হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলীখিল, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, শরিফউদ্দিন আশরাফ, ফজলহক ফারুকি, আবদুর রহমান, এস সাফি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এশিয়া কাপে শক্তিশালী দল ঘোষণা করল আফগানিস্তান

প্রকাশের সময় : ০৮:০৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান। হাসমতউল্লাহ শহীদিকে অধিনায়ক করে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দলে রয়েছে রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবির মতো তারকারা।

আলোচিত লেগ স্পিনার নূর আহমেদসহ বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার রয়েছে দলে। এশিয়া কাপের দল ঘোষণার নির্ধারিত সময় ছিল গত ১২ আগস্ট। সেই সময় পেরিয়ে আরও সপ্তাহ দুয়েক পর এবার দল ঘোষণা করল আফগানিস্তান। দেরিতে দল দেওয়ার মূল কারণ সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজ। এই সিরিজের পারফরম্যান্স দেখেই এশিয়া কাপের স্কোয়াড গড়েছে এসিবি।

এশিয়া সেরার এই লড়াইয়ের আগে পাকিস্তানের বিপক্ষে ৩-০তে সিরিজ হারলেও মাঠের ক্রিকেটে ভালোই লড়াই করেছে আফগানিস্তান। বিশেষ করে প্রথম দুই ম্যাচে বাবর আজমদের চোখে চোখ রেখে লড়েছে তারা।

এবারের এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। প্রথম রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ছয়টি দল। দলগুলো হলো পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল ও আফগানিস্তান।

আফগানিস্তান খেলবে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও বাংলাদেশ। দুটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে সুপার ফোরে। এই পর্বের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। ৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপ মিশন শুরু করবে আফগানরা।

আফগানিস্তান স্কোয়াড:

হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলীখিল, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, শরিফউদ্দিন আশরাফ, ফজলহক ফারুকি, আবদুর রহমান, এস সাফি।