এতে আরও উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হাসন আহমদ, ফারজানা আফরাজ, মোহাম্মদ বেলাল হোসাইন চধুরী, মো. মোয়াজ্জম হোসেন, ড. মা. আবদুর রউফ, মো. আজিজুর রহমান, কাজী মাস্তাফিজুর রহমান, কাস্টমস হাউসের কমিশনার অব কাস্টমস মোবারা খানম, অ্যাডিশনাল কমিশনার অব কাস্টমস মোহাম্মদ শহীদুল ইসলাম, সিফাত-ই-মরিয়ম, এয়ারপার্ট কাস্টমস ইনচার্জ ও জয়ট কমিশনার অব কাস্টমস মো. আল-আমিন, এয়ারপার্ট কাস্টমস ইনচার্জ ও জয়ট কমিশনার অব কাস্টমস প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক :
এয়ারক্রাফটের ভেতরে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, ‘যেসব এয়ারক্র্যাফটের ভেতরের স্বর্ণ পাওয়া যাবে এর দায়-দায়িত্ব তাদেরই নিতে হবে। বার বার এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে আমরা আইনগত ব্যবস্থা নেবো।
রোববার (১৭ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এলাকায় যাত্রীদের সুবিধার্থে হেল্প ডেস্ক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।।
তিনি বলেন, দেশে যে পরিমাণ স্বর্ণ আছে সেটির সঙ্গে আমদানির হিসাবের কোনো মিল নেই। এ ব্যাপারগুলো নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। যেসব এয়ারক্রাফটের ভেতর দিয়ে স্বর্ণ চোরাচালান হয়, সেগুলোকে নিষিদ্ধ করা হবে; এদের রুট পারমিট দেয়া হবে না।
কোনো যাত্রী যাতে বিমানবন্দরে অহেতুক হয়রানির শিকার না হয়, সেদিকে সর্বোচ্চ নজর দেয়া হবে বলে জানান তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, কাস্টমস নিয়ে অভিযোগ আসলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়া হবে। কিন্তু নাগরিকদের অনেকে সচেতন না বলে তারা অভিযোগও করেন না। কাস্টমস থেকে জনগণকে যে সেবা দেয়া হয়, সেটা তাদের প্রতি অনুগ্রহ না; এটা তাদের প্রাপ্য।
তিনি আও বলেন, যাত্রীরা চাইলে অনলাইনে অভিযোগ করতে পারেন। অথচ অনেকে জানেন না বলে অভিযোগ করেন না। এ মাধ্যমে অভিযোগ করলে তা সঙ্গে সঙ্গে নিষ্পত্তি করা হবে।
আগামী রমজানে আলু, পেঁয়াজ ও চিনির দাম যাতে সহনশীলতার মধ্যে থাকে সেদিকে সর্বোচ্চ জোর দেয়া হবে জানিয়ে আব্দুর রহমান খান বলেন, খুব শিগগিরই খেজুরের ওপর শুল্ক কমিয়ে আনা হবে। চিনির ওপর দুই দফা শুল্ক কমানোয় দাম এখন নাগালের মধ্যে। ডিমের ওপরও আমদানি শুল্ক কমিয়ে দেয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম ওয়েলের দাম অনেক বেড়ে গেছে। তাই বাজারে এখন ভোজ্যতেলের দাম বেশি।
যাত্রীসেবা নিয়ে তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবায নিয়ে বিভিন্ন সংস্থা নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। কাস্টমসের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রীরা যেন সহজেই কাস্টমসের কাছ থেকে সেবা পান, সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। বিমানবন্দরের ভিতরে কাস্টমস হেল্প ডেক্সের মাধ্যমে যাত্রীসেবা আরও ত্বরান্বিত হবে। কাস্টমসের কাছ থেকে যাত্রী নাজেহালের কোন অভিযোগ আসলেও আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রবাসী যাত্রীদের সেবার মান সমুন্নত রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। কাস্টমসের কর্মকর্তারাও সর্বোচ্চ সেবা দিতে কাজ করছে।