Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এমবাপে-ভিনিসিউসের গোলে রিয়ালের জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:১৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ১৯৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই করল সেল্তা ভিগো। একবার সমতা টেনে পয়েন্ট পাওয়ার আশাও জাগাল তারা। তবে, দ্বিতীয়বার পিছিয়ে পড়ার পর আর পারল না দলটি। কিলিয়ান এমবাপে ও ভিনিসিউস জুনিয়রের গোলে জয়ের আনন্দে মাঠ ছাড়ল রিয়াল মাদ্রিদ।

লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। আগামী শনিবারই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা। কাতালান ক্লাবটির বিপক্ষে লড়াইয়ের আগে দুর্দান্ত এক জয়ের দেখা পেয়েছে কার্লো আনচেলত্তির দল।

সল্তার মাঠে শনিবার (১৯ অক্টোবর) ২-১ গোলে হারানোর ম্যাচে জালের দেখা পেয়েছেন দলের সেরা দুই ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপে।

পুরো ম্যাচে বল দখলের হিসেবে রিয়াল একটু এগিয়ে থাকলেও, বেশি আক্রমণ করে সেল্তা। গোলের জন্য শেষদিকে মরিয়া হয়ে ওঠে তারা, সুযোগও পায় ঢের; কিন্তু সফল হতে পারেনি দলটি।

গোলের জন্য সেল্তা ১৩ শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে, রিয়ালের ১০ শটের তিনটি ছিল লক্ষ্যে।

এই জয়ের পর রিয়ালের ১০ ম্যাচে পয়েন্ট হলো ২৪। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

নিজেদের গুছিয়ে নিতে একটু সময় নেওয়া রিয়ালের ওপর অষ্টম মিনিটেই আঘাত হানতে পারতো সেল্তা। প্রতি-আক্রমণে গোলরক্ষককে একা পেয়েছিলেন উইলিয়ত; তবে সময়মতো এগিয়ে গিয়ে তার শট পা বাড়িয়ে রুখে দেন থিবো কোর্তোয়া।

প্রতিপক্ষের ভুলের সুযোগে ২০তম মিনিটে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেন এমবাপে। নিজেদের সীমানায় সেল্তা পজেশন হারালে বল নিয়ন্ত্রণে নেন ফরাসি তারকা, এরপর প্রায় ৩০ গজ দূর থেকে জোরাল শটে আসরে ষষ্ঠ গোলটি করেন তিনি।

৩৯তম মিনিটে সতীর্থের ক্রস বক্সে দারুণ পজিশনে পেয়েছিলেন ভিনিসিউস জুনিয়র, কিন্তু হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি।

বিরতির পর খেলা শুরুর প্রথম মিনিটেই ডান দিক দিয়ে আক্রমণ শাণান জুড বেলিংহ্যাম। ডিফেন্ডারের বাধা এড়িয়ে দূর থেকে নেন জোরাল শট, বল দূরের পোস্টের একটু বাইরে দিয়ে যায়।

চার মিনিট পর উল্টো গোল হজম করে রিয়াল। ডান দিয়ে আক্রমণে উঠে বক্সে দারুণ ক্রস বাড়ান অস্কার মিনগেসা, সেখানে একেবারে ফাঁকায় পেয়ে ডান পায়ের শটে সমতা টানেন সুইডেনের মিডফিল্ডার উইলিয়ত।

৬১তম মিনিটে ফের প্রতিপক্ষের ভুলে সুবর্ণ সুযোগ পান এমবাপে। বক্সে দুর্বল হেডে বল ক্লিয়ার করতে গিয়ে তার পায়ে তুলে দেন ডিফেন্ডার কার্ল। প্রতিপক্ষের অমন উপহার পাওয়ার পর, অবিশ্বাস্যভাবে সাবেক পিএসজি ফরোয়ার্ড আরেক ডিফেন্ডারের গায়ে মেরে হতাশ করেন।

৬৩তম মিনিটে ফেদেরিকো ভালভেরদে ও কামাভিঙ্গাকে তুলে লুকা মদ্রিচ ও রদ্রিগোকে নামান রেয়াল কোচ। আর মাঠে নামার তিন মিনিটের মধ্যে দলকে ফের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মদ্রিচ।

মাঝমাঠের কাছে বল পেয়ে অসাধারণ এক রক্ষণচেরা থ্রু পাস বাড়ান ক্রোয়াট তারকা। বক্সে বল ধরে দুই ছোঁয়ায় এগিয়ে দুরূহ কোণ থেকে শট নেন ভিনিসিউস, গোলরক্ষকের হাতে লেগেও বল গোললাইন পেরিয়ে যায়।

দুই মিনিট পর ফের ভীতি ছড়ায় সেল্তা, বাম্বার প্লেসিং শট পা দিয়ে রুখে দিয়ে দলকে জয়ের পথে রাখেন কোর্তোয়া। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও সুবর্ণ সুযোগ আসেন দলটির সামনে; কিন্তু সামনে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন গ্রিক ফরোয়ার্ড দুভিকাস।

স্বস্তির জয়ে, পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

এমবাপে-ভিনিসিউসের গোলে রিয়ালের জয়

প্রকাশের সময় : ০২:১৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই করল সেল্তা ভিগো। একবার সমতা টেনে পয়েন্ট পাওয়ার আশাও জাগাল তারা। তবে, দ্বিতীয়বার পিছিয়ে পড়ার পর আর পারল না দলটি। কিলিয়ান এমবাপে ও ভিনিসিউস জুনিয়রের গোলে জয়ের আনন্দে মাঠ ছাড়ল রিয়াল মাদ্রিদ।

লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। আগামী শনিবারই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা। কাতালান ক্লাবটির বিপক্ষে লড়াইয়ের আগে দুর্দান্ত এক জয়ের দেখা পেয়েছে কার্লো আনচেলত্তির দল।

সল্তার মাঠে শনিবার (১৯ অক্টোবর) ২-১ গোলে হারানোর ম্যাচে জালের দেখা পেয়েছেন দলের সেরা দুই ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপে।

পুরো ম্যাচে বল দখলের হিসেবে রিয়াল একটু এগিয়ে থাকলেও, বেশি আক্রমণ করে সেল্তা। গোলের জন্য শেষদিকে মরিয়া হয়ে ওঠে তারা, সুযোগও পায় ঢের; কিন্তু সফল হতে পারেনি দলটি।

গোলের জন্য সেল্তা ১৩ শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে, রিয়ালের ১০ শটের তিনটি ছিল লক্ষ্যে।

এই জয়ের পর রিয়ালের ১০ ম্যাচে পয়েন্ট হলো ২৪। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

নিজেদের গুছিয়ে নিতে একটু সময় নেওয়া রিয়ালের ওপর অষ্টম মিনিটেই আঘাত হানতে পারতো সেল্তা। প্রতি-আক্রমণে গোলরক্ষককে একা পেয়েছিলেন উইলিয়ত; তবে সময়মতো এগিয়ে গিয়ে তার শট পা বাড়িয়ে রুখে দেন থিবো কোর্তোয়া।

প্রতিপক্ষের ভুলের সুযোগে ২০তম মিনিটে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেন এমবাপে। নিজেদের সীমানায় সেল্তা পজেশন হারালে বল নিয়ন্ত্রণে নেন ফরাসি তারকা, এরপর প্রায় ৩০ গজ দূর থেকে জোরাল শটে আসরে ষষ্ঠ গোলটি করেন তিনি।

৩৯তম মিনিটে সতীর্থের ক্রস বক্সে দারুণ পজিশনে পেয়েছিলেন ভিনিসিউস জুনিয়র, কিন্তু হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি।

বিরতির পর খেলা শুরুর প্রথম মিনিটেই ডান দিক দিয়ে আক্রমণ শাণান জুড বেলিংহ্যাম। ডিফেন্ডারের বাধা এড়িয়ে দূর থেকে নেন জোরাল শট, বল দূরের পোস্টের একটু বাইরে দিয়ে যায়।

চার মিনিট পর উল্টো গোল হজম করে রিয়াল। ডান দিয়ে আক্রমণে উঠে বক্সে দারুণ ক্রস বাড়ান অস্কার মিনগেসা, সেখানে একেবারে ফাঁকায় পেয়ে ডান পায়ের শটে সমতা টানেন সুইডেনের মিডফিল্ডার উইলিয়ত।

৬১তম মিনিটে ফের প্রতিপক্ষের ভুলে সুবর্ণ সুযোগ পান এমবাপে। বক্সে দুর্বল হেডে বল ক্লিয়ার করতে গিয়ে তার পায়ে তুলে দেন ডিফেন্ডার কার্ল। প্রতিপক্ষের অমন উপহার পাওয়ার পর, অবিশ্বাস্যভাবে সাবেক পিএসজি ফরোয়ার্ড আরেক ডিফেন্ডারের গায়ে মেরে হতাশ করেন।

৬৩তম মিনিটে ফেদেরিকো ভালভেরদে ও কামাভিঙ্গাকে তুলে লুকা মদ্রিচ ও রদ্রিগোকে নামান রেয়াল কোচ। আর মাঠে নামার তিন মিনিটের মধ্যে দলকে ফের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মদ্রিচ।

মাঝমাঠের কাছে বল পেয়ে অসাধারণ এক রক্ষণচেরা থ্রু পাস বাড়ান ক্রোয়াট তারকা। বক্সে বল ধরে দুই ছোঁয়ায় এগিয়ে দুরূহ কোণ থেকে শট নেন ভিনিসিউস, গোলরক্ষকের হাতে লেগেও বল গোললাইন পেরিয়ে যায়।

দুই মিনিট পর ফের ভীতি ছড়ায় সেল্তা, বাম্বার প্লেসিং শট পা দিয়ে রুখে দিয়ে দলকে জয়ের পথে রাখেন কোর্তোয়া। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও সুবর্ণ সুযোগ আসেন দলটির সামনে; কিন্তু সামনে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন গ্রিক ফরোয়ার্ড দুভিকাস।

স্বস্তির জয়ে, পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।