Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এমপি হিসেবে শপথ নিলেন নোমান আল মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : 

সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নোমান আল মাহমুদ।

মঙ্গলবার (৯ মে) বিকালে সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে নোমান আল মাহমুদকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ওয়াসিকা আয়শা খান, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, রাজী মোহাম্মদ ফখরুল ও উম্মে ফাতেমা নাজমা বেগম উপস্থিত ছিলেন।

এছাড়া, শপথ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত উপনির্বাচনে ৬৭ হাজার ২০৫ ভোট পেয়ে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ।নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ পান পাঁচ হাজার ৮৭ ভোট। এই নির্বাচনে ভোট প্রদানের হার ছিল ১৪ দশমিক ৫৫ শতাংশ।

গত ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসন শূন্য হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মেসি জোড়া গোলের নৈপুন্যে ইন্টার মায়ামির জয়

এমপি হিসেবে শপথ নিলেন নোমান আল মাহমুদ

প্রকাশের সময় : ০৭:০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নোমান আল মাহমুদ।

মঙ্গলবার (৯ মে) বিকালে সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে নোমান আল মাহমুদকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ওয়াসিকা আয়শা খান, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, রাজী মোহাম্মদ ফখরুল ও উম্মে ফাতেমা নাজমা বেগম উপস্থিত ছিলেন।

এছাড়া, শপথ অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত উপনির্বাচনে ৬৭ হাজার ২০৫ ভোট পেয়ে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ।নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ পান পাঁচ হাজার ৮৭ ভোট। এই নির্বাচনে ভোট প্রদানের হার ছিল ১৪ দশমিক ৫৫ শতাংশ।

গত ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসন শূন্য হয়।