বিনোদন ডেস্ক :
গত বছরের সেপ্টেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। তার স্বামী তানজিম তৈয়ব বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি নিজের ফেসবুকে স্বামীর প্রশংসা করে একটি পোস্ট করেছেন তিনি। পোস্টটিতে স্বামীর উদ্দেশে অভিনেত্রীর মন্তব্য, এই যুগে এমন মানুষ পাওয়া আল্লাহর নিয়ামত ছাড়া কিছু নয়।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া ওই পোস্টে ফারিয়া লেখেন, ‘আমার স্বামীকে দায়িত্ব নিতে দেখে, সত্যিকারের একজন পুরুষের মতো আচরণ করতে দেখে আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে যায়। আল্লাহ আমাকে এমন একজন সহজ-সরল, আন্তরিক আত্মার একজন মানুষ দিয়ে আশীর্বাদ করেছেন। এই যুগে এমন একজন মানুষ পাওয়া আল্লাহর পক্ষ থেকে সরাসরি নিয়ামত ছাড়া আর কিছুই নয়।’
অভিনেত্রী আরও বলেন, ‘একটা সময় ছিল যখন আমি আবার বিয়ে করার চিন্তাই মেনে নিতে পারতাম না। তখন আমার কাছের মানুষরা আমায় বলেছিল, ‘তুমি অনেক কষ্ট সহ্য করেছ। আল্লাহ তোমাকে যথেষ্ট পরীক্ষা নিয়েছেন। ইনশাআল্লাহ, এখন থেকে সবকিছু ভালোই হবে।’
নতুন বাসায় ওঠার কথা জানিয়ে ফারিয়া লেখেন, ‘আমরা আমাদের নিজেদের বাসায় উঠেছি মাত্র তিন দিন হল। আর এই সময়টায় শাশুড়ির ছোট ছেলেটিকে নিজের ঘরের দায়িত্বশীল পুরুষ হিসেবে গড়ে উঠতে দেখতে আমার জীবনকে সত্যিই সার্থক মনে হচ্ছে।’
উল্লেখ্য, এটি শবনম ফারিয়ার দ্বিতীয় বিয়ে। তার স্বামী তানজিম তৈয়ব অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
বিনোদন ডেস্ক 
























