ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। এমতবস্থায়ও থেমে নেই ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা। এবার নোয়াখালীতে সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় বুধবার বিকেলে নির্যাতিত ওই কিশোরী নিজেই সুধারাম মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।
জেলার সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করেছে একই গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে জসীম উদ্দিন।
মামলার এজাহারে জানা যায়, জসীম উদ্দিন (২২) ওই কিশোরীকে প্রেম নিবেদন করত। কিশোরী তাতে সম্মত না হওয়ায় জসীম বিভিন্ন হুমকি দিতো। তাকে বিয়ে করবে এমন আশ্বাস দিয়ে এক মাস পূর্বে কিশোরীদের বাড়ির পেছনে বাগানে নিয়ে ধর্ষণ করে। এক মাসে চারবার ধর্ষণ করে। সর্বশেষ ১৫ সেপ্টেম্বর ধর্ষণ করে সে।
আরও পড়ুন : ধর্ষণের প্রতিবাদে কালো হয়ে গেছে ফেসবুক প্রোফাইল ছবি
কিশোরীর মা হোসনে আরা বেগম বলেন, আমি চট্টগ্রামে থাকি। জসীম সবসময় মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতো, ভয় ভীতি দেখাতো। স্কুল থেকে ফিরে মেয়ে কাউকে কিছু বলতো না। সোমবার আমি চট্টগ্রাম থেকে আসার পর রাতে আমার মেয়েকে বাইরে নেওয়ার জন্য জসীম আসে। এ সময় সব কথা মেয়ে আমাকে খুলে বলে। ওই ছেলে এখন বিয়ে করবে না বলে জানায়। আমি এলাকাবাসীকে বিষয়টি অবহিত করলে তারা থানায় মামলা করার পরামর্শ দেন।
সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, মামলা গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।