Dhaka রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এজলাসে অসুস্থ হয়ে পড়লেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন

নিজস্ব প্রতিবেদক : 

আপিল বিভাগের এজলাস কক্ষে বিচার চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। পরে সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা তাকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে যান।

বুধবার (৩ জুলাই) বেঞ্চ অফিসার মোহাম্মদ খায়রুল আলম লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৯টা ১৫ মিনিটে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে বিচারকাজ শুরু হয়। এ বেঞ্চের সদস্য বিচারপতি হিসেবে বিচার করছিলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন। সকাল পৌনে ১০টার দিকে বিচার চলাকালে অসুস্থ হয়ে পড়েন বিচারপতি জাহাঙ্গীর হোসেন। এসময় প্রধান বিচারপতিসহ বেঞ্চের অন্য বিচারপতিরা বিচারকাজ মুলতবি রেখে খাসকামরায় চলে যান।

পরে সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি ভর্তি আছেন বলেও জানান তিনি ।

২০২২ সালের ৮ ডিসেম্বর সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের বিচারপতি হন জাহাঙ্গীর হোসেন সেলিম। এক যুগ ধরে উচ্চ আদালতের বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের পর তাকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর ওইদিন বিকেলেই তাকে শপথ পড়ান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার (কোটালীপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা পুতে রাখা) মামলা, ব্লগার রাজীব হত্যা মামলা, খুলনার রাকিব ও সিলেটের রাজন হত্যা মামলা এবং কনডেম প্রিজনার ঐশীসহ বহু গুরুত্বপূর্ণ মামলার ডেথ রেফারেন্সের রায় প্রদান করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান

এজলাসে অসুস্থ হয়ে পড়লেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন

প্রকাশের সময় : ০১:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

আপিল বিভাগের এজলাস কক্ষে বিচার চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। পরে সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা তাকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে যান।

বুধবার (৩ জুলাই) বেঞ্চ অফিসার মোহাম্মদ খায়রুল আলম লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৯টা ১৫ মিনিটে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে বিচারকাজ শুরু হয়। এ বেঞ্চের সদস্য বিচারপতি হিসেবে বিচার করছিলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন। সকাল পৌনে ১০টার দিকে বিচার চলাকালে অসুস্থ হয়ে পড়েন বিচারপতি জাহাঙ্গীর হোসেন। এসময় প্রধান বিচারপতিসহ বেঞ্চের অন্য বিচারপতিরা বিচারকাজ মুলতবি রেখে খাসকামরায় চলে যান।

পরে সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি ভর্তি আছেন বলেও জানান তিনি ।

২০২২ সালের ৮ ডিসেম্বর সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের বিচারপতি হন জাহাঙ্গীর হোসেন সেলিম। এক যুগ ধরে উচ্চ আদালতের বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের পর তাকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর ওইদিন বিকেলেই তাকে শপথ পড়ান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার (কোটালীপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা পুতে রাখা) মামলা, ব্লগার রাজীব হত্যা মামলা, খুলনার রাকিব ও সিলেটের রাজন হত্যা মামলা এবং কনডেম প্রিজনার ঐশীসহ বহু গুরুত্বপূর্ণ মামলার ডেথ রেফারেন্সের রায় প্রদান করেন।