সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এখনো শতভাগ নির্বাচনী পরিবেশে তৈরি হয়নি। মাঠ পর্যায়ে আমরা ঘুরে দেখছি ৮০-৯০ ভাগ পরিবেশ তৈরি হয়েছে। তবে নির্বাচন যত ঘনিয়ে আসবে মানুষের মাঝে আনন্দ-উদ্দীপনা বাড়তে থাকবে। দেশের মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। উন্নয়নের আওয়ামী লীগ সরকারকে তারা আবারও ক্ষমতায় আনবেন।
রোববার (৫ নভেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পাঠদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, হরতাল-অবরোধের কারণে দেশে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এটা অস্বীকার করার সুযোগ নেই। যারা এমন কর্মসূচি দিচ্ছে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে, জাতির পায়ে কুড়াল মারছে। অতীতেও কিছু মানুষ এমন অপকর্মের চেষ্টা করেছে কিন্তু কিছুই করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।
তিনি বলেন, রাজনীতির নামে দেশে যারা অশান্তি সৃষ্টি করছে তারা হয়তো ভুলে গেছেন বাংলার মানুষ লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিল। প্রয়োজনে আবারও লড়াই করে উন্নয়নের সংগ্রাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চালিয়ে যাবে।
বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, দেশে সবকিছুর দাম বাড়ছে এটা অস্বীকার করার সুযোগ নেই। দাম বাড়ার কিছু কারণও আছে। সেটার ব্যাখ্যা এখানে দেবো না। তবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে মানুষের আয় বেড়েছে। সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, দেশে সবকিছুর দাম বাড়ছে এটা অস্বীকার করার সুযোগ নেই। দাম বাড়ার কিছু কারণও আছে। সেটার ব্যাখ্যা এখানে দেবো না। তবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে মানুষের আয় বেড়েছে। সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় সরকারের পক্ষ থেকে মন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, আলু-ডিম নিয়ে কিছু লোক খেলতে চেয়েছিল, খেলা আমরাও খেলব। তবে আমরা খেলব বাজারে আলু-ডিম আমদানি করে।
সবকিছু সরকারের নিয়ন্ত্রণে নেই উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, মূল্যস্ফীতি সকল দেশেই আছে আমাদের দেশেও আছে। প্রতিবেশী দেশ ভারতেও বর্তমানে ৮ ভাগ ও ইংল্যান্ডে ৯ ভাগ মূল্যস্ফীতি আছে। এর মানে এটা না মন্দ দিয়ে ভালোর মূল্যায়ন করা যায় না, তবে সরকার চেষ্টা করছে। সরকারের মূল লক্ষ্য নিম্ন আয়ের মানুষ। সরকার এক থেকে দেড় কোটি নিম্ন আয়ের মানুষকে ন্যায্যমূল্যে খাবার দিচ্ছে। এই ন্যায্যমূল্যে খাবার বিতরণ করায় মূল্যস্ফীতির ছোবলটা নিচের দিকে থাকছে। এটা না হলে মূল্যস্ফীতি ১৫ থেকে ১৬ ভাগে উঠে যেত। সরকার এই মূল্যস্ফীতি আরও কমিয়ে আনবে। আর ২০-২২ দিন পরেই ধানকাটা শুরু হবে। তখন আরও মূল্যস্ফীতি নামা শুরু হবে।
এম এ মান্নান বলেন, সুনামগঞ্জে ৫০০ বেডের একটি হাসপাতাল হবে আমরা চিন্তাও করিনি। হাওড়বাসীর স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এতো দিন অস্থায়ী জায়গায় কষ্ট করে ক্লাস করছেন। আজ নতুন ভবনে ক্লাস শুরু হল। আমাদের আরও অনেক স্বপ্ন আছে, সেগুলো একের পর এক পূরণ হবে। বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল কলেজের স্বপ্নও পূরণ হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. শামস উদ্দিন আহমেদ, সিভিল সার্জন আহমদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন প্রমুখ।