Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

একসঙ্গে এইচএসসি পরীক্ষায় বসলেন তিনবোন

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তিন বোন। বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার সখীপুর আবাসিক মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন তারা। উপজেলার সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা হচ্ছে তাদের।

একসঙ্গে এইচএসসি পরীক্ষা দেওয়া তিন বোন হলেন- সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া ইসলাম (১৯), মেজো মেয়ে সাদিয়া ইসলাম (১৮) ও ছোট মেয়ে রাদিয়া ইসলাম (১৭)। একসঙ্গে তিন বোনের পরীক্ষা দেওয়ার ঘটনাটি সবার নজর কেড়েছে।

জানা গেছে, প্রবাসী শফিকুল ইসলাম দীর্ঘদিন সৌদি আরবে ব্যবসা করতেন। সেখানেই তিন মেয়ে সুমাইয়া, সাদিয়া ও রাদিয়ার জন্ম হয়। ২০১০ সালে সৌদি আরব থেকে ব্যবসা-বাণিজ্য গুটিয়ে পরিবারসহ দেশে ফিরে আসেন শফিকুল। এরপর সুমাইয়া, সাদিয়া ও রাদিয়াকে দেশের একটি স্কুলে ভর্তি করানো হয়। এরপর থেকেই তাঁরা একসঙ্গে পড়ালেখা করছেন।

শফিকুল ইসলাম বলেন, বিগত পরীক্ষায় মেয়েদের ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত। আশা করি এবার এইচএসসি পরীক্ষায়ও ভালো ফলাফল করবে। তারা উচ্চশিক্ষা লাভে সর্বোচ্চ চেষ্টা করবে বলে মনে করি।

পরীক্ষায় অংশ নেওয়া ওই তিন বোন বলেন, বাবা-মায়ের স্বপ্ন পূরণ করাই হচ্ছে প্রধান লক্ষ্য। আমরা উচ্চ শিক্ষালাভ করে প্রতিষ্ঠিত হয়ে নিজেদের পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে চাই।

সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এম এ রউফ বলেন, সখীপুরে এর আগে আমরা যমজ বোনদের সাফল্য দেখেছি। এবার তিন বোন একসঙ্গে পরীক্ষা দিচ্ছে, আমার জানামতে তিনজনই বেশ মেধাবী। আশা করছি ভালো ফল করে আমাদের কলেজের সুনাম বয়ে আনবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

একসঙ্গে এইচএসসি পরীক্ষায় বসলেন তিনবোন

প্রকাশের সময় : ০২:৩২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তিন বোন। বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার সখীপুর আবাসিক মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন তারা। উপজেলার সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা হচ্ছে তাদের।

একসঙ্গে এইচএসসি পরীক্ষা দেওয়া তিন বোন হলেন- সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া ইসলাম (১৯), মেজো মেয়ে সাদিয়া ইসলাম (১৮) ও ছোট মেয়ে রাদিয়া ইসলাম (১৭)। একসঙ্গে তিন বোনের পরীক্ষা দেওয়ার ঘটনাটি সবার নজর কেড়েছে।

জানা গেছে, প্রবাসী শফিকুল ইসলাম দীর্ঘদিন সৌদি আরবে ব্যবসা করতেন। সেখানেই তিন মেয়ে সুমাইয়া, সাদিয়া ও রাদিয়ার জন্ম হয়। ২০১০ সালে সৌদি আরব থেকে ব্যবসা-বাণিজ্য গুটিয়ে পরিবারসহ দেশে ফিরে আসেন শফিকুল। এরপর সুমাইয়া, সাদিয়া ও রাদিয়াকে দেশের একটি স্কুলে ভর্তি করানো হয়। এরপর থেকেই তাঁরা একসঙ্গে পড়ালেখা করছেন।

শফিকুল ইসলাম বলেন, বিগত পরীক্ষায় মেয়েদের ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত। আশা করি এবার এইচএসসি পরীক্ষায়ও ভালো ফলাফল করবে। তারা উচ্চশিক্ষা লাভে সর্বোচ্চ চেষ্টা করবে বলে মনে করি।

পরীক্ষায় অংশ নেওয়া ওই তিন বোন বলেন, বাবা-মায়ের স্বপ্ন পূরণ করাই হচ্ছে প্রধান লক্ষ্য। আমরা উচ্চ শিক্ষালাভ করে প্রতিষ্ঠিত হয়ে নিজেদের পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে চাই।

সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এম এ রউফ বলেন, সখীপুরে এর আগে আমরা যমজ বোনদের সাফল্য দেখেছি। এবার তিন বোন একসঙ্গে পরীক্ষা দিচ্ছে, আমার জানামতে তিনজনই বেশ মেধাবী। আশা করছি ভালো ফল করে আমাদের কলেজের সুনাম বয়ে আনবে।