Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

একযোগে সহযোগী অধ্যাপক হলেন ৭৬৫ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক : 

সরকারি কলেজের শিক্ষকদের একদিনে বড় পদোন্নতি দেওয়া হয়েছে; ৭৬৫ জন সহকারী অধ্যাপক পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পদোন্নতি দেওয়া হয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহকারী অধ্যাপক পর্যায়ের থেকে ৭৬৫ জনকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৫ম গ্রেড, টাকা ৪৩,০০০-৬৯,৮৫/- বেতন ক্রমে) পদোন্নতি দেওয়া হয়েছে।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত নির্দেশাবলি অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। ইনসিট/সংযুক্ত সহযোগী অধ্যাপকগণ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার পরিবর্তে স্ব স্ব কর্মস্থলের নির্ধারিত হারে ভাতাদি প্রাপ্য হবেন। এ আদেশের পরিপ্রেক্ষিতে কোনো কর্মকর্তা নিজ প্রতিষ্ঠানের উচ্চতর পদে বা অন্য কোনো প্রতিষ্ঠানে পদায়নের জন্য স্বতঃসিদ্ধভাবে অগ্রাধিকারপ্রাপ্ত বলে বিবেচিত হবেন না। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণের মধ্যে পরবর্তীতে কারো পদোন্নতি কোনো সমস্যা তৈরি হলে বা অভিযোগ উত্থাপিত হলে।

জানা গেছে পদোন্নতি প্রাপ্ত সবাই ২৪-২৫ ব্যাচের কর্মকর্তা। ২৬ ব্যাচের কয়েকজন এর আগে পদোন্নতি দেওয়া হলেও এবারে তাদের আর কাউকে পদোন্নতি দেওয়া হয়নি। বাকিদের বঞ্চিত করা হয়েছে। এর আগে গত বছর সেপ্টেম্বরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সহযোগী অধ্যাপক পদ থেকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয় ৯২২ জনকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংযোগ সড়ক না থাকায় ব্রিজের সুফল পাচ্ছে না সাত গ্রামের মানুষ

একযোগে সহযোগী অধ্যাপক হলেন ৭৬৫ শিক্ষক

প্রকাশের সময় : ১০:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

সরকারি কলেজের শিক্ষকদের একদিনে বড় পদোন্নতি দেওয়া হয়েছে; ৭৬৫ জন সহকারী অধ্যাপক পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের পদোন্নতি দেওয়া হয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহকারী অধ্যাপক পর্যায়ের থেকে ৭৬৫ জনকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৫ম গ্রেড, টাকা ৪৩,০০০-৬৯,৮৫/- বেতন ক্রমে) পদোন্নতি দেওয়া হয়েছে।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত নির্দেশাবলি অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। ইনসিট/সংযুক্ত সহযোগী অধ্যাপকগণ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার পরিবর্তে স্ব স্ব কর্মস্থলের নির্ধারিত হারে ভাতাদি প্রাপ্য হবেন। এ আদেশের পরিপ্রেক্ষিতে কোনো কর্মকর্তা নিজ প্রতিষ্ঠানের উচ্চতর পদে বা অন্য কোনো প্রতিষ্ঠানে পদায়নের জন্য স্বতঃসিদ্ধভাবে অগ্রাধিকারপ্রাপ্ত বলে বিবেচিত হবেন না। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণের মধ্যে পরবর্তীতে কারো পদোন্নতি কোনো সমস্যা তৈরি হলে বা অভিযোগ উত্থাপিত হলে।

জানা গেছে পদোন্নতি প্রাপ্ত সবাই ২৪-২৫ ব্যাচের কর্মকর্তা। ২৬ ব্যাচের কয়েকজন এর আগে পদোন্নতি দেওয়া হলেও এবারে তাদের আর কাউকে পদোন্নতি দেওয়া হয়নি। বাকিদের বঞ্চিত করা হয়েছে। এর আগে গত বছর সেপ্টেম্বরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সহযোগী অধ্যাপক পদ থেকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয় ৯২২ জনকে।