বিনোদন ডেস্ক :
বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভাট। অভিনয়ের প্রতি যেমন যত্নশীল, তেমনি ফ্যাশনেও সচেতন এই নায়িকা। এবার বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ইভেন্ট মেট গালাতে নজর কাড়লেন আলিয়া। আসরের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে চমকে দিয়েছেন অভিনেত্রী।
প্রকাশিত ছবিতে দেখা যায়, আলিয়া ভাটের পরনে সাদা রঙের গাউন। পুরো গাউন জুড়ে শোভা পাচ্ছে মুক্তা। তার চোখে-মুখে খেলা করছে মুক্তার মতো হাসির ঢেউ। মূলত, এ পোশাকে ব্যবহৃত মুক্তার সংখ্যা জানার পরই আলোচনায় উঠে এসে আলিয়া।
মূলত, এ পোশাকে ব্যবহৃত মুক্তার সংখ্যা জানার পরই আলোচনায় উঠে আসেন আলিয়া।
মেট গালার লুক শেয়ার করে আলিয়া লিখেছেন, আমি সত্যই আইকনিক শ্যানেল ব্রাইডদের দ্বারা মুগ্ধ হয়েছি। ঋতুর পর ঋতু, কার্ল লেগারফেল্ডের প্রতিভা সবচেয়ে উদ্ভাবনী এবং বিস্ময় ও প্রেরণাদায়ক ফ্যাশন ইন্ডাস্ট্রির কাছে। আজকের রাতের আমার চেহারা বিশেষ করে সুপারমডেল ক্লডিয়া শিফারের ১৯৯২-এর শ্যানেল ব্রাইডাল লুক থেকে অনুপ্রাণিত। আমি এমন কিছু করতে চেয়েছিলাম যা খাঁটি মনে হয় এবং গর্বের সঙ্গে বলতে পারি এই পোশাক ভারতে তৈরি। একা লাখ মুক্তা দিয়ে তৈরি করেছেন প্রবাল গুরুং। আমার প্রথম মেটে আপনার পোশাক পরতে পেরে আমি গর্বিত। একটি মেয়ের কাছে মুক্তা কখনও বেশি হতে পারে না। আর সাজের সঙ্গে আনুষাঙ্গিক আমার চুলে থাকা ধনুকের মতো এই মুক্তার ক্লিপটি।
সোমবার (১ মে) ২০২৩ সালের ‘মেট গালা’ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হচ্ছে। আলিয়া ছাড়াও, প্রিয়াঙ্কা চোপড়া, কিম কার্দাশিয়ান, বিলি ইলিশ, কেন্ডাল জেনার, রিহানা, গিগি হাদিদ, নাওমি ক্যাম্পবেল, ব্ল্যাকপিঙ্ক থেকে রোজ, জেনি ও লিলি-রোজ ডেপও রেড কার্পেটে হেঁটেছেন।
আলিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’। গত বছরের ৯ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। এতে প্রথমবার স্বামীর সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন এই অভিনেত্রী। বর্তমানে বলিউড ও হলিউডের দুটি সিনেমার কাজ আলিয়ার হাতে রয়েছে।