Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এক ম্যাচ রেখেই সিরিজ জয় জ্যোতিদের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:২৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • ২৩৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

‘ঘরের মাঠে আমরাই ফেভারিট’ এই কথাটি আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে নিগার সুলতানা জ্যোতি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। আর টাইগ্রেস অধিনায়ক যে ভুলকিছু বলেননি ব্যাটে-বলে পারফরম্যান্স তা প্রমাণ দিয়েছেন নাহিদা-শারমিনরা। আইরিশদের বিপক্ষে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

শনিবার (৩০ নভেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে এক ম্যাচ বাকি থাকতেই। আয়ারল্যান্ডের দেওয়া ১৯৪ রানের লক্ষ্য ৩৭ বল আগে তুলে নেয় স্বাগতিক দল।

বাংলাদেশকে লক্ষ্যে পৌঁছে দিতে ৮৯ বলে ৫০ করেন ফারজানা, সুপ্তার ব্যাট থেকে আসে ৬৩ বলে ৪৩ রান। জ্যোতি ফেরেন ৩৯ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে। ২৯ বলে ২৯ রানে অপরাজিত থাকেন স্বর্ণা।

ঘরের মাঠে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়। গত বছর পাকিস্তানের বিপক্ষে ১৬৭ রানের লক্ষ্যে ২৬ বল আগে জিতেছিল নিগারের দল। এছাড়া সব মিলিয়ে এর চেয়ে বেশি রান তাড়া করে জয় আছে আর দুটি। প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। পাশাপাশি উইমেন’স চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ৪ পয়েন্ট পেয়ে গেছে তারা।

বাংলাদেশের আরেকটি রেকর্ডগড়া জয়ে প্রথম ম্যাচের মতো রয়েসয়ে খেলে টানা দ্বিতীয় ফিফটি করেন ফারজানা হক। এছাড়া চল্লিশছোঁয়া ইনিংস খেলেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার।

১৯৪ রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। পঞ্চম ওভারে দলের ১৫ রানে ফিরেন মুরশিদা খাতুন। ওরলা প্রেডেরগেস্টের বলে গালিতে গ্যাবি লুইসের দারুণ ক্যাচে আউট হন তিনি। তবে দলকে চাপে পড়তে দেননি আগের ম্যাচের দুই হাফ সেঞ্চুরিয়ান ফারজানা ও শারমিন। দুজন মিলে গড়ে তোলেন ৮৫ রানের জুটি।

টানা দ্বিতীয় ফিফটি করতে ৮৮ বল খেলেন ফারজানা। এরপর আর এগোতে পারেননি তিনি। ডেলানির ফুল টসে সুইপ করার চেষ্টায় শর্ট মিড উইকেটে ধরা পড়েন অভিজ্ঞ ব্যাটার।

এক ওভার পর ড্রেসিং রুমের পথ ধরেন শারমিন। সম্ভাবনা জাগিয়েও পঞ্চাশ ছুঁতে পারেননি তিনি। ৪টি চারে ৬৩ বলে করেন ৪৩ রান। সোবহানা মোস্তারি বেশিক্ষণ টিকতে পারেননি। ২১ বলে তিনি করেন ১৬ রান।

এরপর স্বর্ণাকে নিয়ে জুটি গড়েন নিগার। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে থাকেন তারা। মাত্র ৪০ বলে ৫৩ রান যোগ করেন দুজন।

ডেলানির বলে লং অফ দিয়ে বাউন্ডারির পর ওয়াইড লং অন দিয়ে ছক্কা মারেন নিগার। তবে তিনিও পঞ্চাশ করতে পারেননি। জয় থেকে ১২ রান আগে ফেরেন ৩৯ বলে ৪০ রান করে। ৪টি চারের সঙ্গে মারেন একটি ছক্কা।

এমি ম্যাগুয়েইরের বলে ছক্কা মেরে ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে একাধিক ছক্কা মারা দ্বিতীয় ব্যাটার হয়ে যান স্বর্ণা। পরে ফাহিমাকে নিয়ে অনায়াসেই বাকি কাজ সারেন তরুণ অলরাউন্ডার। ২৯ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি।

আগে টস জিতে ব্যাট করতে নেমে ব্যর্থ আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। দলীয় নয় রানে সুলতানা খাতুনের বলে মিড উইকেটে আলতো ক্যাচে ফেরেন এই ডানহাতি ব্যাটার। উইকেটে সেট হয়েও আরেক ওপেনার সারা ফোর্বস ইনিংস বড় করতে পারেননি। বাঁহাতি স্পিনার নাহিদার বলে এলবিডব্লিউ হন তিনি। এর আগে পেসার মারুফা আক্তারের সুইং-মুভমেন্টে ভুগেছেন দুজনই।

তবে তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় আয়ারল্যান্ড। অরলার সাথে ২৪ ওভার ব্যাট ৯১ রানের জুটি গড়েন উইকেটকিপার ব্যাটার অ্যামি হান্টার। ধীরগতির জুটি হলেও পরিস্থিতি অনুযায়ী সেটাই ছিল আদর্শ। কিন্তু ৩৫ তম ওভারে ব্রেক থ্রু পায় বাংলাদেশ। স্বর্ণা আক্তারের বলে রান আউটে মাঠ ছাড়েন অরলা। চার বলের ব্যবধানে ব্যক্তিগত ৬৮ রানে হান্টারকে ফেলেন লেগ বিফোরের ফাঁদে। এক ওভারে জোড়া উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় আইরিশরা।

শেষদিকে ইনিংস টেনেছেন লরা ডিলানি। লিয়াহ পলের সাথে ২৬ রানের জুটির পর উনা রেমন্ডহয়ের সাথে গড়েন ৩৭ রানের জুটি। এই দুই জুটিতেই দুইশো ছোঁয়া সংগ্রহ পেয়েছে আয়ারল্যান্ড। স্বর্ণা আক্তারের দুর্দান্ত এক থ্রোতে রান আউট হওয়ার আগে ৫০ বলে ৩৩ রান করে লরা।

আইরিশদের ছয় উইকেটের মধ্যে দুটি নেন সুলতানা খাতুন। চার ওভারে মাত্র ছয় রানের স্পেলে এক উইকেট পেয়েছেন স্বর্ণা। নাহিদা নেন এক উইকেট।

একই মাঠে সোমবার সিরিজের শেষ ম্যাচে লড়বে দুই দল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

এক ম্যাচ রেখেই সিরিজ জয় জ্যোতিদের

প্রকাশের সময় : ০৫:২৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

‘ঘরের মাঠে আমরাই ফেভারিট’ এই কথাটি আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে নিগার সুলতানা জ্যোতি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। আর টাইগ্রেস অধিনায়ক যে ভুলকিছু বলেননি ব্যাটে-বলে পারফরম্যান্স তা প্রমাণ দিয়েছেন নাহিদা-শারমিনরা। আইরিশদের বিপক্ষে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

শনিবার (৩০ নভেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে এক ম্যাচ বাকি থাকতেই। আয়ারল্যান্ডের দেওয়া ১৯৪ রানের লক্ষ্য ৩৭ বল আগে তুলে নেয় স্বাগতিক দল।

বাংলাদেশকে লক্ষ্যে পৌঁছে দিতে ৮৯ বলে ৫০ করেন ফারজানা, সুপ্তার ব্যাট থেকে আসে ৬৩ বলে ৪৩ রান। জ্যোতি ফেরেন ৩৯ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে। ২৯ বলে ২৯ রানে অপরাজিত থাকেন স্বর্ণা।

ঘরের মাঠে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়। গত বছর পাকিস্তানের বিপক্ষে ১৬৭ রানের লক্ষ্যে ২৬ বল আগে জিতেছিল নিগারের দল। এছাড়া সব মিলিয়ে এর চেয়ে বেশি রান তাড়া করে জয় আছে আর দুটি। প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। পাশাপাশি উইমেন’স চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ৪ পয়েন্ট পেয়ে গেছে তারা।

বাংলাদেশের আরেকটি রেকর্ডগড়া জয়ে প্রথম ম্যাচের মতো রয়েসয়ে খেলে টানা দ্বিতীয় ফিফটি করেন ফারজানা হক। এছাড়া চল্লিশছোঁয়া ইনিংস খেলেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার।

১৯৪ রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। পঞ্চম ওভারে দলের ১৫ রানে ফিরেন মুরশিদা খাতুন। ওরলা প্রেডেরগেস্টের বলে গালিতে গ্যাবি লুইসের দারুণ ক্যাচে আউট হন তিনি। তবে দলকে চাপে পড়তে দেননি আগের ম্যাচের দুই হাফ সেঞ্চুরিয়ান ফারজানা ও শারমিন। দুজন মিলে গড়ে তোলেন ৮৫ রানের জুটি।

টানা দ্বিতীয় ফিফটি করতে ৮৮ বল খেলেন ফারজানা। এরপর আর এগোতে পারেননি তিনি। ডেলানির ফুল টসে সুইপ করার চেষ্টায় শর্ট মিড উইকেটে ধরা পড়েন অভিজ্ঞ ব্যাটার।

এক ওভার পর ড্রেসিং রুমের পথ ধরেন শারমিন। সম্ভাবনা জাগিয়েও পঞ্চাশ ছুঁতে পারেননি তিনি। ৪টি চারে ৬৩ বলে করেন ৪৩ রান। সোবহানা মোস্তারি বেশিক্ষণ টিকতে পারেননি। ২১ বলে তিনি করেন ১৬ রান।

এরপর স্বর্ণাকে নিয়ে জুটি গড়েন নিগার। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে থাকেন তারা। মাত্র ৪০ বলে ৫৩ রান যোগ করেন দুজন।

ডেলানির বলে লং অফ দিয়ে বাউন্ডারির পর ওয়াইড লং অন দিয়ে ছক্কা মারেন নিগার। তবে তিনিও পঞ্চাশ করতে পারেননি। জয় থেকে ১২ রান আগে ফেরেন ৩৯ বলে ৪০ রান করে। ৪টি চারের সঙ্গে মারেন একটি ছক্কা।

এমি ম্যাগুয়েইরের বলে ছক্কা মেরে ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে একাধিক ছক্কা মারা দ্বিতীয় ব্যাটার হয়ে যান স্বর্ণা। পরে ফাহিমাকে নিয়ে অনায়াসেই বাকি কাজ সারেন তরুণ অলরাউন্ডার। ২৯ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি।

আগে টস জিতে ব্যাট করতে নেমে ব্যর্থ আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। দলীয় নয় রানে সুলতানা খাতুনের বলে মিড উইকেটে আলতো ক্যাচে ফেরেন এই ডানহাতি ব্যাটার। উইকেটে সেট হয়েও আরেক ওপেনার সারা ফোর্বস ইনিংস বড় করতে পারেননি। বাঁহাতি স্পিনার নাহিদার বলে এলবিডব্লিউ হন তিনি। এর আগে পেসার মারুফা আক্তারের সুইং-মুভমেন্টে ভুগেছেন দুজনই।

তবে তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় আয়ারল্যান্ড। অরলার সাথে ২৪ ওভার ব্যাট ৯১ রানের জুটি গড়েন উইকেটকিপার ব্যাটার অ্যামি হান্টার। ধীরগতির জুটি হলেও পরিস্থিতি অনুযায়ী সেটাই ছিল আদর্শ। কিন্তু ৩৫ তম ওভারে ব্রেক থ্রু পায় বাংলাদেশ। স্বর্ণা আক্তারের বলে রান আউটে মাঠ ছাড়েন অরলা। চার বলের ব্যবধানে ব্যক্তিগত ৬৮ রানে হান্টারকে ফেলেন লেগ বিফোরের ফাঁদে। এক ওভারে জোড়া উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় আইরিশরা।

শেষদিকে ইনিংস টেনেছেন লরা ডিলানি। লিয়াহ পলের সাথে ২৬ রানের জুটির পর উনা রেমন্ডহয়ের সাথে গড়েন ৩৭ রানের জুটি। এই দুই জুটিতেই দুইশো ছোঁয়া সংগ্রহ পেয়েছে আয়ারল্যান্ড। স্বর্ণা আক্তারের দুর্দান্ত এক থ্রোতে রান আউট হওয়ার আগে ৫০ বলে ৩৩ রান করে লরা।

আইরিশদের ছয় উইকেটের মধ্যে দুটি নেন সুলতানা খাতুন। চার ওভারে মাত্র ছয় রানের স্পেলে এক উইকেট পেয়েছেন স্বর্ণা। নাহিদা নেন এক উইকেট।

একই মাঠে সোমবার সিরিজের শেষ ম্যাচে লড়বে দুই দল।