Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এক বছর পর মাঠে ফিরলেন নেইমার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ১৯৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

হাঁটুর ইনুজুরির কাটিয়ে এক বছরেরও বেশি সময় পর মাঠে ফিরলেন নেইমার। সোমবার (২১ অক্টোবর) এএফসি চ্যাম্পিয়নস লিগে আল আইনের বিপক্ষে সৌদি ক্লাব আল হিলালের জার্সিতে দেখা যায় তাকে। মাঠে ফিরতে পেরে বেশ উৎফুল্ল এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

গত বছর ১৮ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন নেইমার। এসিএল চোটের পাশাপাশি হাঁটুর মিনিসকাসেও আঘাত পেয়েছিলেন। অস্ত্রোপচারের পর শুরু হয় তার পুনর্বাসন প্রক্রিয়া। তারপর থেকেই শুরু হয়েছিল ‘নেইমারের জন্য অপেক্ষা।’ ৩৬৯ দিন পর ঘুচল সেই অপেক্ষা। আল আইনের মাঠে আল হিলালের ৫-৪ গোলে জয় আর দুই হ্যাটট্রিক ছাপিয়ে এই ম্যাচে নেইমারের মাঠে ফেরাই হয়ে উঠেছে সবচেয়ে বড় খবর।

নেইমারকে ফের মাঠে নামতে দেখতে ভক্তদের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত। এ সময় আবু ধাবির হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামের গ্যালারিতে মেয়ে মাভিকে নিয়ে উপস্থিত ছিলেন ব্রুনা বিয়ানকার্দিও।

ম্যাচের ৭৭ মিনিটে নাসের আল-দাওসারির বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। এর আগেই অবশ্য আল আইনের জালে ৫ গোল দিয়েছিল আল হিলাল। নেইমার মাঠে নামার পরও বেশ কয়েকবারই গোলের সুযোগ তৈরি করেছেন, তবে শেষ পর্যন্ত গোলের দেখা পাননি তিনি। তবে সেলেসাও তারকা গোল না পেলেও তাকে মাঠে ফিরতে দেখেই বেশ উচ্ছ্বসিত ছিলেন দর্শকরা।

আপাতত আল হিলালের হয়ে কেবল চ্যাম্পিয়নস লিগই খেলতে পারবেন নেইমার। বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশনে সীমবদ্ধতা থাকায় জানুয়ারির আগে সৌদি প্রো লিগে দেখা যাবে না এই ফরোয়ার্ডকে।
ম্যাচশেষে তিনি বলেন, আমি ভালো বোধ করছিৃ সবসময়ই আমার একটি ভালো দল থাকে। আমি খুবই খুশি যে, আমি ফিরেছি! আমি ফিরেছি!

গত বছরের আগস্টে পিএসজি থেকে ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে আল হিলালে যোগ দেন নেইমার। কিন্তু পাঁচ ম্যাচ খেলেই বড় ধরনের চোটে পড়ে তিনি। তাকে সৌদি প্রো লিগে এখনো নিবন্ধিত করতে পারেনি আল হিলাল। জানুয়ারির আগে নিবন্ধিত করার সুযোগ না থাকায় আপাতত সৌদি প্রো লিগের ম্যাচে নেইমারকে দেখা যাবে না।

নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার আশা করছে সেলেসাওরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

এক বছর পর মাঠে ফিরলেন নেইমার

প্রকাশের সময় : ০১:০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

হাঁটুর ইনুজুরির কাটিয়ে এক বছরেরও বেশি সময় পর মাঠে ফিরলেন নেইমার। সোমবার (২১ অক্টোবর) এএফসি চ্যাম্পিয়নস লিগে আল আইনের বিপক্ষে সৌদি ক্লাব আল হিলালের জার্সিতে দেখা যায় তাকে। মাঠে ফিরতে পেরে বেশ উৎফুল্ল এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

গত বছর ১৮ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন নেইমার। এসিএল চোটের পাশাপাশি হাঁটুর মিনিসকাসেও আঘাত পেয়েছিলেন। অস্ত্রোপচারের পর শুরু হয় তার পুনর্বাসন প্রক্রিয়া। তারপর থেকেই শুরু হয়েছিল ‘নেইমারের জন্য অপেক্ষা।’ ৩৬৯ দিন পর ঘুচল সেই অপেক্ষা। আল আইনের মাঠে আল হিলালের ৫-৪ গোলে জয় আর দুই হ্যাটট্রিক ছাপিয়ে এই ম্যাচে নেইমারের মাঠে ফেরাই হয়ে উঠেছে সবচেয়ে বড় খবর।

নেইমারকে ফের মাঠে নামতে দেখতে ভক্তদের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত। এ সময় আবু ধাবির হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামের গ্যালারিতে মেয়ে মাভিকে নিয়ে উপস্থিত ছিলেন ব্রুনা বিয়ানকার্দিও।

ম্যাচের ৭৭ মিনিটে নাসের আল-দাওসারির বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। এর আগেই অবশ্য আল আইনের জালে ৫ গোল দিয়েছিল আল হিলাল। নেইমার মাঠে নামার পরও বেশ কয়েকবারই গোলের সুযোগ তৈরি করেছেন, তবে শেষ পর্যন্ত গোলের দেখা পাননি তিনি। তবে সেলেসাও তারকা গোল না পেলেও তাকে মাঠে ফিরতে দেখেই বেশ উচ্ছ্বসিত ছিলেন দর্শকরা।

আপাতত আল হিলালের হয়ে কেবল চ্যাম্পিয়নস লিগই খেলতে পারবেন নেইমার। বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশনে সীমবদ্ধতা থাকায় জানুয়ারির আগে সৌদি প্রো লিগে দেখা যাবে না এই ফরোয়ার্ডকে।
ম্যাচশেষে তিনি বলেন, আমি ভালো বোধ করছিৃ সবসময়ই আমার একটি ভালো দল থাকে। আমি খুবই খুশি যে, আমি ফিরেছি! আমি ফিরেছি!

গত বছরের আগস্টে পিএসজি থেকে ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে আল হিলালে যোগ দেন নেইমার। কিন্তু পাঁচ ম্যাচ খেলেই বড় ধরনের চোটে পড়ে তিনি। তাকে সৌদি প্রো লিগে এখনো নিবন্ধিত করতে পারেনি আল হিলাল। জানুয়ারির আগে নিবন্ধিত করার সুযোগ না থাকায় আপাতত সৌদি প্রো লিগের ম্যাচে নেইমারকে দেখা যাবে না।

নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার আশা করছে সেলেসাওরা।