Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এক বছর ধরে চিকিৎসক প্রেষণে পাকুন্দিয়া হাসপাতালে সেবা ব্যাহত

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০১:৫৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ২৪২ জন দেখেছেন

oplus_2

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা হাসপাতালে তিনজন চিকিৎসক প্রেষণে অন্যত্র থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার মানুষ। চিকিৎসক সংকটের মধ্যেও এভাবে দীর্ঘদিন ধরে প্রেষণে রাখার প্রক্রিয়া বাতিলের দাবি এলাকাবাসীর।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য চিকিৎসাসেবার ভরসা ৫০ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালটিতে চিকিৎসকের পদ রয়েছে ৩০টি। এর মধ্যে শূন্য ২২টি পদ। অথচ প্রতিদিন গড়ে কর্মরত থাকেন মাত্র তিনজন থেকে চারজন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ফারজানা সুলতানা বর্না গত বছরের ২২ সেপ্টেম্বর থেকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আফরোজা সুলতানা গত বছরের ২২ এপ্রিল থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ও মেডিক্যাল অফিসার ডা. মাহফুজা আক্তার গত বছরের ১৩ আগস্ট থেকে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেষণে কর্মরত রয়েছেন। অপরদিকে মেডিকেল অফিসার ডাক্তার ফারুক প্রধান উচ্চ শিক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুটিতে গেছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. নাজিবুল হক বলেন, ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকে ৬০ থেকে ৭০ জন। আবার বহির্বিভাগেও প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৬০০ রোগী উপস্থিত থাকে। ফলে চিকিৎসক সংকট থাকায় দূর-দূরান্ত থেকে আসা সাধারণ রোগীদের কাঙ্খিত সেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম বলেন, বিষয়টি নিয়ে আমরাও সমস্যায় আছি। প্রেষণ বাতিলের জন্য একাধিকবার মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানিয়েছি। তা ছাড়া শূন্যপদ পূরণের জন্যও স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদা পাঠানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

এক বছর ধরে চিকিৎসক প্রেষণে পাকুন্দিয়া হাসপাতালে সেবা ব্যাহত

প্রকাশের সময় : ০১:৫৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা হাসপাতালে তিনজন চিকিৎসক প্রেষণে অন্যত্র থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার মানুষ। চিকিৎসক সংকটের মধ্যেও এভাবে দীর্ঘদিন ধরে প্রেষণে রাখার প্রক্রিয়া বাতিলের দাবি এলাকাবাসীর।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য চিকিৎসাসেবার ভরসা ৫০ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালটিতে চিকিৎসকের পদ রয়েছে ৩০টি। এর মধ্যে শূন্য ২২টি পদ। অথচ প্রতিদিন গড়ে কর্মরত থাকেন মাত্র তিনজন থেকে চারজন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ফারজানা সুলতানা বর্না গত বছরের ২২ সেপ্টেম্বর থেকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আফরোজা সুলতানা গত বছরের ২২ এপ্রিল থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ও মেডিক্যাল অফিসার ডা. মাহফুজা আক্তার গত বছরের ১৩ আগস্ট থেকে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেষণে কর্মরত রয়েছেন। অপরদিকে মেডিকেল অফিসার ডাক্তার ফারুক প্রধান উচ্চ শিক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুটিতে গেছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. নাজিবুল হক বলেন, ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকে ৬০ থেকে ৭০ জন। আবার বহির্বিভাগেও প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৬০০ রোগী উপস্থিত থাকে। ফলে চিকিৎসক সংকট থাকায় দূর-দূরান্ত থেকে আসা সাধারণ রোগীদের কাঙ্খিত সেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম বলেন, বিষয়টি নিয়ে আমরাও সমস্যায় আছি। প্রেষণ বাতিলের জন্য একাধিকবার মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানিয়েছি। তা ছাড়া শূন্যপদ পূরণের জন্যও স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদা পাঠানো হয়েছে।