যুবলীগের আলোচিত প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সন উন্নয়নের স্বার্থে আর বকাবাজি করবেন না দাবী করে রাজনৈতিক প্রতিদন্দি আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহকে গীবত না করে এক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসভা চত্বরে রবিবার বিকেলে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় পৌরসভা কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় তিনি বলেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহকে যদি বকাবাজি করে সময় কাটালে উন্নয়ন হবেনা।
তাই কাজী জাফর উল্লাহকে এনে দোয়া করে দিয়ে যাওয়ার অনুরোধ করেন তিনি।
এসময় ভাঙ্গা পৌর মেয়র আবুল ফয়েজ মোহাম্মদ রেজার সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মো. হাবিবুর রহমানসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।