নিজস্ব প্রতিবেদক :
উন্নত চিকিৎসার জন্য আজ মধ্যরাত বা শনিবার (৫ ডিসেম্বর) সকালে মধ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এজন্য কাতার থেকে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা ও চিকিৎসা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীনের সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসকদের মাধ্যমে তৈরি মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত বেগম জিয়াকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে মধ্যরাতে বা সকালের ভেতর লন্ডনে নেওয়া হবে। তার বর্তমান শারীরিক অবস্থার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকল প্রস্তুতি সম্পন্ন করে উনাকে দেশের বাইরে নেওয়া হবে।
ডা. জাহিদ হোসেন বলেন, কাতারের রাজপরিবারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। সেখানে একটি হাসপাতালের সঙ্গে এরই মধ্যে যোগাযোগও হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সময় তাঁর সঙ্গে একই বিমানে থাকবেন দেশি–বিদেশি চিকিৎসকদের একটি দল। সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে কিংবা শুক্রবার (৫ ডিসেম্বর) তাঁকে নিয়ে রওনা হতে পারে এই এয়ার অ্যাম্বুলেন্সটি।
মায়ের চিকিৎসার যাবতীয় কার্যক্রমে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন তারেক রহমান। এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। যার যার ধর্মমতে সবাই বেগম জিয়ার জন্য দোয়া করছেন। সেই সাথে এভারকেয়ার হাসপাতালের নার্স, চিকিৎসক এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। আসুন আল্লাহর কাছে তার সুস্থতার জন্য দোয়া করি।
নিজস্ব প্রতিবেদক 






















