Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৫৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ২২০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের পেস ইউনিটের বর্তমান সময়ের নেতা বলা হয় তাসকিন আহমেদকে। নেতার পরিচয়টা যেনো সে ২০২৪ সালে ভালো করেই চিনিয়েছেন। লাল সবুজ জার্সিতে তিন তিন ফরম্যাটেই ছিলেন দারুণ ধারাবাহিক। ১৯.২৩ গড়ে তিন ফরম্যাট মিলিয়ে ৬৩টি উইকেট নিয়েছেন তাসকিন। যা বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ, বিশ্ব ক্রিকেটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ।

বল হাতে দারুন পারফরমেন্সের জন্য নতুন বছরের শুরুতেই স্বীকৃতি পেলেন টাইগার এই গতি তারকা। দারুণ একটি বছর কাটিয়ে উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন তাসকিন আহেমদ। ক্রিকেটের বিখ্যাত এই সাময়িকীতে বাংলাদেশ থেকে এই একজনই রয়েছেন।

২০২৩ ওয়ানডের বিশ্বকাপের পর সব দলই গত বছরের জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে শুরু করে। বিশ্ব আসরটি শেষ হতেই চলে আসে টেস্ট খেলার পর্ব। প্রিয় ফরম্যাট ওয়ানডেতে বাংলাদেশও বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি, তিনটি সিরিজে মোট ৯টি ম্যাচ খেলে তারা। বাংলাদেশের সবগুলো ম্যাচ খেলা হয়নি তাসকিনের, তিনি খেলেন ৭টি ম্যাচ।

এই সাত ম্যাচ দিয়েই নিজের উপস্থিতি দারুণভাবে জানান দেন বাংলাদেশ দলের পেস আক্রমণের এই নেতা। সাত ম্যাচে ২৩.৯ গড় ও ৫.৩ ইকোনমিতে ১৪টি উইকেট নেন ২৯ বছর বয়সী এই পেসার। আর তাতে উইজডেনের ২০২৪ সালের ওয়ানডের বর্ষসেরা একাদশে জায়গা হয়েছে
এই দলে ওপেনার হিসেবে রয়েছেন সাইম পাকিস্তানের আইয়ুব ও ও শ্রীলংকার পাথুম নিশাঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের কেসি কার্টি পূরণ করেছেন টপঅর্ডার।

লংকান কুশাল মেন্ডিসকে বর্ষসেরার স্কোয়াডে উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে। মিডলঅর্ডারে আজমতউল্লাহ ওমরজাই জায়গা করে নিয়েছেন। অন্য দুই মিডলঅর্ডার ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ও ওয়েস্ট ইন্ডিজের শারফেইন রাদারফোর্ড।

দলে স্বীকৃত স্পিনার শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আরেক স্পিনার আফগানিস্তানের এএম গাজানফার।

দলে দুই পেসারের একজন শাহিন আফ্রিদি ও তাসকিন আহমেদ। পুরো বছরে ওয়ানডেতে শাহিন আফ্রিদির ঝুলিতে গেছে ১৫ উইকেট। ছিলেন বেশ ইকোনমিক্যাল। আর তাসকিনের বছরশেষে উইকেট ১৪টি।

উইজডেনের ২০২৪ সালের ওয়ানডে বর্ষসেরা একাদশ:

সাইম আইয়ুব (পাকিস্তান), পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), কেসি কার্টি (ওয়েস্ট ইন্ডিজ), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড), শারফেন রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), ভানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), আল্লাহ গাজানফার (আফগানিস্তান), তাসকিন আহমেদ (বাংলাদেশ)।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন

প্রকাশের সময় : ০২:৫৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের পেস ইউনিটের বর্তমান সময়ের নেতা বলা হয় তাসকিন আহমেদকে। নেতার পরিচয়টা যেনো সে ২০২৪ সালে ভালো করেই চিনিয়েছেন। লাল সবুজ জার্সিতে তিন তিন ফরম্যাটেই ছিলেন দারুণ ধারাবাহিক। ১৯.২৩ গড়ে তিন ফরম্যাট মিলিয়ে ৬৩টি উইকেট নিয়েছেন তাসকিন। যা বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ, বিশ্ব ক্রিকেটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ।

বল হাতে দারুন পারফরমেন্সের জন্য নতুন বছরের শুরুতেই স্বীকৃতি পেলেন টাইগার এই গতি তারকা। দারুণ একটি বছর কাটিয়ে উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন তাসকিন আহেমদ। ক্রিকেটের বিখ্যাত এই সাময়িকীতে বাংলাদেশ থেকে এই একজনই রয়েছেন।

২০২৩ ওয়ানডের বিশ্বকাপের পর সব দলই গত বছরের জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে শুরু করে। বিশ্ব আসরটি শেষ হতেই চলে আসে টেস্ট খেলার পর্ব। প্রিয় ফরম্যাট ওয়ানডেতে বাংলাদেশও বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি, তিনটি সিরিজে মোট ৯টি ম্যাচ খেলে তারা। বাংলাদেশের সবগুলো ম্যাচ খেলা হয়নি তাসকিনের, তিনি খেলেন ৭টি ম্যাচ।

এই সাত ম্যাচ দিয়েই নিজের উপস্থিতি দারুণভাবে জানান দেন বাংলাদেশ দলের পেস আক্রমণের এই নেতা। সাত ম্যাচে ২৩.৯ গড় ও ৫.৩ ইকোনমিতে ১৪টি উইকেট নেন ২৯ বছর বয়সী এই পেসার। আর তাতে উইজডেনের ২০২৪ সালের ওয়ানডের বর্ষসেরা একাদশে জায়গা হয়েছে
এই দলে ওপেনার হিসেবে রয়েছেন সাইম পাকিস্তানের আইয়ুব ও ও শ্রীলংকার পাথুম নিশাঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের কেসি কার্টি পূরণ করেছেন টপঅর্ডার।

লংকান কুশাল মেন্ডিসকে বর্ষসেরার স্কোয়াডে উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে। মিডলঅর্ডারে আজমতউল্লাহ ওমরজাই জায়গা করে নিয়েছেন। অন্য দুই মিডলঅর্ডার ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ও ওয়েস্ট ইন্ডিজের শারফেইন রাদারফোর্ড।

দলে স্বীকৃত স্পিনার শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আরেক স্পিনার আফগানিস্তানের এএম গাজানফার।

দলে দুই পেসারের একজন শাহিন আফ্রিদি ও তাসকিন আহমেদ। পুরো বছরে ওয়ানডেতে শাহিন আফ্রিদির ঝুলিতে গেছে ১৫ উইকেট। ছিলেন বেশ ইকোনমিক্যাল। আর তাসকিনের বছরশেষে উইকেট ১৪টি।

উইজডেনের ২০২৪ সালের ওয়ানডে বর্ষসেরা একাদশ:

সাইম আইয়ুব (পাকিস্তান), পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), কেসি কার্টি (ওয়েস্ট ইন্ডিজ), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড), শারফেন রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), ভানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), আল্লাহ গাজানফার (আফগানিস্তান), তাসকিন আহমেদ (বাংলাদেশ)।