Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের পর ধামাকা দিতে চায় অপু বিশ্বাস

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • ১৯৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ঢালিউড নায়িকা অপু বিশ্বাস বর্তমানে রুপালি পর্দার বাইরেই বেশি ব্যস্ত থাকছেন। ব্যবসা, বিভিন্ন স্টেজ শো, সাক্ষাৎকার, ইউটিউব কনটেন্ট কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধন নিয়েই বেশি সরব থাকতে দেখা যায় তাকে। এবার দর্শকদের অপেক্ষায় থাকতে বললেন তিনি। ঈদের পর নাকি ধামাকা দিতে চলেছেন অপু বিশ্বাস।

ক্যারিয়ার শুরু হওয়ার পর প্রতি ঈদেই পর্দা মাতাতেন তিনি। যদিও মা হওয়ার পর ঈদের কোনো চলচ্চিত্রে আর দেখা যায়নি তাকে। এমনকি আসন্ন ঈদেও থাকছে না তার কোনো সিনেমা। কিন্তু ঈদের পরে ওটিটিতে ফিরতে পারেন, এমনটি আভাস দিয়েছেন অভিনেত্রী।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ওটিটিতে কাজ করার প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, একটু সময় নিতে চেয়েছিলাম। বুঝেশুনে কাজ করা উচিত। বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে, সেগুলো পড়ছি। কোরবানির ঈদের পরে একটা ধামাকা নিউজ দেবো। সে পর্যন্ত অপেক্ষা করেন।

এখন দেখার বিষয়, ঈদের পর কী ধামাকা নিউজ দেন ‘ঢালিউড কুইন’ খ্যাত এই নায়িকা।

এই খবর সামাজিক মাধ্যমে প্রচার হতেই সেখানে হামলে পড়েছেন অপু বিশ্বাসের ভক্তরা। সবাই জানতে আগ্রহী, কী ধামাকা নিউজ দেবেন নায়িকা। অনেকে কমেন্ট বক্সে লিখেছেন, হয়তো প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে কোনো খুশির সংবাদ শোনাবেন অপু। কারও কারও আবার মন্তব্য, নায়িকা কোনো নতুন সিনেমার খবর জানাবেন।

সম্ভবত পেশাগত জীবন নিয়েই কোনো ভালো খবর দেবেন অপু বিশ্বাস। কারণ, সাক্ষাৎকারে ওটিটিতে কাজ নিয়ে করা এক প্রশ্নে নায়িকা বলেন, একটু সময় নিতে চেয়েছিলাম। বুঝেশুনে কাজ করা উচিত। বেশ কিছু পাণ্ডুলিপি হাতে আছে, সেগুলো পড়ছি। কোরবানির ঈদের পর একটা ধামাকা নিউজ দেব। সে পর্যন্ত অপেক্ষা করেন।

এদিকে, এক সপ্তাহের ঝটিকা সফরে ইউরোপের তিন দেশ ফ্রান্স, বেলজিয়াম ও স্পেন ঘুরে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন অপু বিশ্বাস। এই সফরে স্পেনের অন্যতম শহর বার্সেলোনায় একটি শো-তেও অংশ নেন তিনি। এরপরই দেশে ফিরে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।

এই সফরে একমাত্র ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নেননি অপু বিশ্বাস। কারণ হিসেবে নায়িকা জানান, ‘শর্ট ট্যুর ছিল। তাই জয়কে সঙ্গে নিইনি। তাছাড়া এবারই প্রথম ইউরোপ গেলাম। সেখানকার আবহাওয়ার সঙ্গে, খাবারদাবারের সঙ্গেও পরিচিত নই। জয়কে সঙ্গে না নেওয়ার এটাও একটি কারণ।’

তবে পুরো সময়টা ছেলেকে খুব মিস করেছেন বলে জানান অপু বিশ্বাস। অভিনেত্রী বলেন, ‘ভিডিও কলে জয়কে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখিয়েছি।’ অপু বিশ্বাসের সফরের এক সপ্তাহ ছেলে জয় তার দাদা-দাদি অর্থাৎ, প্রাক্তন স্বামী শাকিব খানের বাবা-মায়ের কাছে ছিল বলে জানা গেছে।

এদিকে অভিনয়ের পাশাপাশি নির্দেশনায় নামবেন নায়িকা। অনুষ্ঠান নির্মাণ করবেন নিজের ইউটিউব চ্যানেলের জন্য। এমনটা উল্লেখ করে বলেন, নানা ধরনের কনটেন্ট নির্মাণ করব। থাকবে নাটক, টক শো, সেলিব্রিটি শোসহ বিনোদনমূলক অনুষ্ঠান। নির্দেশনায় থাকব আমিই। ভক্তরা আমাকে কত ভালোবাসেন তার প্রমাণ আমার চ্যানেলটি। দেখতে দেখতে ১০ লাখের পরিবার! নিজের প্রতি বিশ্বাস সব সময় ছিল। আমি মনে করি, ভালো কনটেন্ট উপহার দিলে দর্শক আমার চ্যানেলটিকে আরো বেশি পছন্দ করবেন।

কোরবানি ঈদে ইউটিউব চ্যানেলে অপু আনবেন রান্নার অনুষ্ঠান। তবে বিস্তারিত জানাতে চাননি। শুধু বলেছেন, ‘এখনই জানালে আগ্রহ কমে যাবে সবার। সব ঠিক করাই আছে, কাকে আমন্ত্রণ জানাব। মাত্র তো দেশে ফিরলাম। আজ-কালের মধ্যে তাদের শিডিউল নিয়ে শুটিং ফ্লোরে যাব।’

গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। একই বছর ওটিটিতেও মুক্তি পায় অপুর ওয়েবফিল্ম ‘ছায়াবাজি’।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

ঈদের পর ধামাকা দিতে চায় অপু বিশ্বাস

প্রকাশের সময় : ০৭:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪

বিনোদন ডেস্ক : 

ঢালিউড নায়িকা অপু বিশ্বাস বর্তমানে রুপালি পর্দার বাইরেই বেশি ব্যস্ত থাকছেন। ব্যবসা, বিভিন্ন স্টেজ শো, সাক্ষাৎকার, ইউটিউব কনটেন্ট কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধন নিয়েই বেশি সরব থাকতে দেখা যায় তাকে। এবার দর্শকদের অপেক্ষায় থাকতে বললেন তিনি। ঈদের পর নাকি ধামাকা দিতে চলেছেন অপু বিশ্বাস।

ক্যারিয়ার শুরু হওয়ার পর প্রতি ঈদেই পর্দা মাতাতেন তিনি। যদিও মা হওয়ার পর ঈদের কোনো চলচ্চিত্রে আর দেখা যায়নি তাকে। এমনকি আসন্ন ঈদেও থাকছে না তার কোনো সিনেমা। কিন্তু ঈদের পরে ওটিটিতে ফিরতে পারেন, এমনটি আভাস দিয়েছেন অভিনেত্রী।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ওটিটিতে কাজ করার প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, একটু সময় নিতে চেয়েছিলাম। বুঝেশুনে কাজ করা উচিত। বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে, সেগুলো পড়ছি। কোরবানির ঈদের পরে একটা ধামাকা নিউজ দেবো। সে পর্যন্ত অপেক্ষা করেন।

এখন দেখার বিষয়, ঈদের পর কী ধামাকা নিউজ দেন ‘ঢালিউড কুইন’ খ্যাত এই নায়িকা।

এই খবর সামাজিক মাধ্যমে প্রচার হতেই সেখানে হামলে পড়েছেন অপু বিশ্বাসের ভক্তরা। সবাই জানতে আগ্রহী, কী ধামাকা নিউজ দেবেন নায়িকা। অনেকে কমেন্ট বক্সে লিখেছেন, হয়তো প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে কোনো খুশির সংবাদ শোনাবেন অপু। কারও কারও আবার মন্তব্য, নায়িকা কোনো নতুন সিনেমার খবর জানাবেন।

সম্ভবত পেশাগত জীবন নিয়েই কোনো ভালো খবর দেবেন অপু বিশ্বাস। কারণ, সাক্ষাৎকারে ওটিটিতে কাজ নিয়ে করা এক প্রশ্নে নায়িকা বলেন, একটু সময় নিতে চেয়েছিলাম। বুঝেশুনে কাজ করা উচিত। বেশ কিছু পাণ্ডুলিপি হাতে আছে, সেগুলো পড়ছি। কোরবানির ঈদের পর একটা ধামাকা নিউজ দেব। সে পর্যন্ত অপেক্ষা করেন।

এদিকে, এক সপ্তাহের ঝটিকা সফরে ইউরোপের তিন দেশ ফ্রান্স, বেলজিয়াম ও স্পেন ঘুরে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন অপু বিশ্বাস। এই সফরে স্পেনের অন্যতম শহর বার্সেলোনায় একটি শো-তেও অংশ নেন তিনি। এরপরই দেশে ফিরে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।

এই সফরে একমাত্র ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নেননি অপু বিশ্বাস। কারণ হিসেবে নায়িকা জানান, ‘শর্ট ট্যুর ছিল। তাই জয়কে সঙ্গে নিইনি। তাছাড়া এবারই প্রথম ইউরোপ গেলাম। সেখানকার আবহাওয়ার সঙ্গে, খাবারদাবারের সঙ্গেও পরিচিত নই। জয়কে সঙ্গে না নেওয়ার এটাও একটি কারণ।’

তবে পুরো সময়টা ছেলেকে খুব মিস করেছেন বলে জানান অপু বিশ্বাস। অভিনেত্রী বলেন, ‘ভিডিও কলে জয়কে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখিয়েছি।’ অপু বিশ্বাসের সফরের এক সপ্তাহ ছেলে জয় তার দাদা-দাদি অর্থাৎ, প্রাক্তন স্বামী শাকিব খানের বাবা-মায়ের কাছে ছিল বলে জানা গেছে।

এদিকে অভিনয়ের পাশাপাশি নির্দেশনায় নামবেন নায়িকা। অনুষ্ঠান নির্মাণ করবেন নিজের ইউটিউব চ্যানেলের জন্য। এমনটা উল্লেখ করে বলেন, নানা ধরনের কনটেন্ট নির্মাণ করব। থাকবে নাটক, টক শো, সেলিব্রিটি শোসহ বিনোদনমূলক অনুষ্ঠান। নির্দেশনায় থাকব আমিই। ভক্তরা আমাকে কত ভালোবাসেন তার প্রমাণ আমার চ্যানেলটি। দেখতে দেখতে ১০ লাখের পরিবার! নিজের প্রতি বিশ্বাস সব সময় ছিল। আমি মনে করি, ভালো কনটেন্ট উপহার দিলে দর্শক আমার চ্যানেলটিকে আরো বেশি পছন্দ করবেন।

কোরবানি ঈদে ইউটিউব চ্যানেলে অপু আনবেন রান্নার অনুষ্ঠান। তবে বিস্তারিত জানাতে চাননি। শুধু বলেছেন, ‘এখনই জানালে আগ্রহ কমে যাবে সবার। সব ঠিক করাই আছে, কাকে আমন্ত্রণ জানাব। মাত্র তো দেশে ফিরলাম। আজ-কালের মধ্যে তাদের শিডিউল নিয়ে শুটিং ফ্লোরে যাব।’

গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। একই বছর ওটিটিতেও মুক্তি পায় অপুর ওয়েবফিল্ম ‘ছায়াবাজি’।