নিজস্ব প্রতিবেদক :
আসন্ন পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদে সরকারি ছুটি তিন দিনের পরিবর্তে চার দিন করার সুপারিশ করেছে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ছুটি এক দিন বাড়িয়ে ২৭ জুন থেকে শুরু করার সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হক বলেন, ঈদের সময় আইন-শৃঙ্খলা যাতে ইয়ে.. না হয়। বাঙালিরা সবসময় ঘর মুখো। আমরা চাই আমাদের বাবা- মা, আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ করার জন্য। সেজন্য জীবনের ঝুঁকি নিয়েও বহু লোক মারা যায়। গত ঈদে আলহামদুলিল্লাহ ভ্রমণটা যথেষ্ট স্বাচ্ছন্দ্য ছিল। অন্যান্য বছরের মতো এত ইয়ে হয় নাই। এ বছরও যাতে হয় সেজন্য অনেকে মত প্রকাশ করেছেন ঈদের ছুটিটা ২৮ জুন থেকে হবে, যদি ২৭ তারিখ থেকে ছুটি দেওয়া যায়, সেটা কেবিনেট করতে পারে। আমরা কেবিনেটের দৃষ্টি আকর্ষণ করব। যদি কেবিনেট ২৭ তারিখ থেকে ছুটিটা অনুমোদন করে তাহলে মানুষের যাওয়া-আসার চাপ কম পড়বে। মানুষ নিরাপদে বাড়ি যেতে পারবে। ২৯ তারিখ আমরা ঈদ ধরে নিচ্ছি।
তিনি বলেন, আমরা সুপারিশ করবো, এটা যদি সরকার বিবেচনা করে যে দুই-একদিন যদি বাড়িয়ে দেওয়া যায়, তাহলে হয় তো যাতায়াতের মধ্যে চাপটা একটু কম পড়বে।
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হক বলেন, প্রতি বছর একটা সমস্যা হয়, কোরবানির পশুর হাট রাস্তার ওপর। এবার এটা কঠিনভাবে নিরুৎসাহিত করা হয়েছে। প্রশাসনকে বলা হয়েছে স্থানীয় প্রশাসন যেন সচেতন থাকে। কোন অবস্থায় গরুর হাট রাস্তার ওপর বসার অনুমতি তো দেবেই না, বসতে যাতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সচেতন থাকবে।
তিনি বলেন, ঢাকা শহরে গরুর হাট করার মতো খালি জায়গা নেই। তাই এখানের বিষয়টি ভিন্ন। তবে সেটাও আমরা ঢাকার কমিশনার, পুলিশ কমিশনারকে অনুরোধ করেছি কোথায় কোথায় সিটি করপোরেশন গরুর হাট দিয়েছে, সেখানে যানবাহনের চলাচলের ব্যবস্থাটা রেখেই যেন সেগুলো হয়।
হিজরি বর্ষপঞ্জি অনুসারে জিলহজ মাসের ১০ তারিখ উদ্যাপিত হয় ঈদুল আজহা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। সেই হিসাব ধরে ঈদের দিন ও আগে-পরে দুদিন সরকারি ছুটি। এবার ঈদের আগে এক দিন ছুটি বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
আগামী ২৭ জুন ছুটির সুপারিশ অনুমোদন পেলে ৩০ জুন পর্যন্ত ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মচারীরা। পরের দিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি কাটিয়ে ২ জুলাই থেকে শুরু হবে সরকারি অফিস।