Dhaka বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে স্পেশাল ট্রেনে চট্টগ্রাম থেকে ১২ হাজার যাত্রী পরিবহনের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক : 

চট্টগ্রাম থেকে এবার ঈদের ১০টি আন্তঃনগর এবং স্পেশাল ট্রেনের অগ্রিম টিকিটের শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে অনলাইনে।

কর্মকর্তারা জানান, স্টেশনের কাউন্টার ছাড়াই প্রথম বারের মতো এসব ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। এছাড়া অন্যান্য মেইল এবং ট্রেনের স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে স্টেশনের কাউন্টারে। ফলে এবারের ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে চট্টগ্রাম রেলে স্টেশনের দৃশ্যপটে নেই যাত্রীসাধারণের ভিড়। চট্টগ্রামে গত ৭ এপ্রিল থেকে ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, ঈদযাত্রাকে আনন্দদায়ক করতে রেলওয়ের পক্ষ বিভিন্নমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। ১০টি আন্তঃনগর এবং মেইল ট্রেনের পাশাপাশি পাঁচটি রুটে যাতায়াত করবে সাতটি স্পেশাল ট্রেন। ঈদে এক দিনে চট্টগ্রাম থেকে ১২ হাজার যাত্রী পরিবহন করার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রাম রেল স্টেশনের কর্মকর্তারা জানান, এবারের আসন্ন ঈদে চট্টগ্রাম থেকে ১০টি আন্তঃনগর, মেইল ট্রেন এবং স্পেশাল ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত করার মধ্য দিয়ে প্রতিদিন ১২ হাজারের মতো ট্রেনের টিকিট বিক্রি করা হবে। এগুলোর মধ্যে শুধু ১০টি আন্তঃনগর ট্রেনে সাড়ে ৭ হাজার টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। অন্যান্য স্পেশাল ট্রেনের টিকিটও অনলাইনে বিক্রি করা হচ্ছে। মেইল ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে স্টেশনের কাউন্টারে। এবার ঈদে ঘর অভিমুখী যাত্রীদের সুবিধার্থে শোভন শ্রেণির (নন এসি) মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট (স্ট্যান্ডিং) যাত্রার দিন কাউন্টারে বিক্রি করা হবে। চট্টগ্রাম থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে গত ৭ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৫ দিন। ফিরতি যাত্রীদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত।

রেল কর্মকর্তারা জানান, গত ৭ এপ্রিল অনলাইনে বিক্রি করা হয় ১৭ এপ্রিল যারা যাত্রা করবেন তাদের টিকিট। ৮ এপ্রিল বিক্রি করা হয় ১৮ এপ্রিলের টিকিট। ৯ এপ্রিল বিক্রি করা হয় ১৯ এপ্রিলের টিকিট। ১০ এপ্রিল বিক্রি করা হয় ২০ এপ্রিল যাত্রার টিকিট এবং মঙ্গলবার (১১ এপ্রিল) বিক্রি করা হবে ২১ এপ্রিল যাত্রার টিকিট।

রেল কর্মকর্তারা আরও জানান, ঈদ উপলক্ষে পূর্বাঞ্চলে ৫টি রুটে ৭টি স্পেশাল ট্রেন চলাচল করবে। এসব ট্রেনে আসন থাকবে ২ হাজার ৪০০টি করে। এর মধ্যে প্রথম বারের মতো চাঁদপুর-সিলেট রুটে ১টি, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে একটি করে বিশেষ ট্রেন চলাচল করবে। ঈদে এই দুইটি রুটে আগে কখনো বিশেষ ট্রেন চলাচল করেনি। চাঁদপুর-সিলেট রুটের বিশেষ ট্রেনে আসন ৪৮৮টি। এই ট্রেন সিলেট থেকে বিকাল ৪টা ৪০ মিনিটে ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত সোয়া ১২টায়। চাঁদপুর থেকে বিকাল ৪টায় ছেড়ে সিলেটে পৌঁছাবে রাত ১২টায়। চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে বিশেষ ট্রেনে আসন রয়েছে ৪০০টি। এ ট্রেন রাত ১০টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাবে। ময়মনসিংহ থেকে রওনা দেবে বেলা ১১টায়।

এদিকে চট্টগ্রাম-চাঁদপুর রুটেও চলবে দুইটি বিশেষ ট্রেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনকে এ রুটে ব্যবহার করা হচ্ছে। প্রতিটি ট্রেনে আসন রয়েছে ৫১৪টি করে মোট ১ হাজার ২৮টি। চাঁদপুর ঈদ স্পেশাল-১ চাঁদপুরের উদ্দেশে চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়বে প্রতিদিন বেলা সাড়ে ১১টায়। চাঁদপুর থেকে রওনা দেবে বিকাল সাড়ে ৩টায়। চাঁদপুর ঈদ স্পেশাল-২ চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়বে বেলা ৩টা ২০ মিনিটে। ঐ ট্রেন চাঁদপুর থেকে ছাড়বে সকাল ৬টায়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

ঈদে স্পেশাল ট্রেনে চট্টগ্রাম থেকে ১২ হাজার যাত্রী পরিবহনের প্রস্তুতি

প্রকাশের সময় : ০৩:০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

চট্টগ্রাম থেকে এবার ঈদের ১০টি আন্তঃনগর এবং স্পেশাল ট্রেনের অগ্রিম টিকিটের শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে অনলাইনে।

কর্মকর্তারা জানান, স্টেশনের কাউন্টার ছাড়াই প্রথম বারের মতো এসব ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। এছাড়া অন্যান্য মেইল এবং ট্রেনের স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে স্টেশনের কাউন্টারে। ফলে এবারের ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে চট্টগ্রাম রেলে স্টেশনের দৃশ্যপটে নেই যাত্রীসাধারণের ভিড়। চট্টগ্রামে গত ৭ এপ্রিল থেকে ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, ঈদযাত্রাকে আনন্দদায়ক করতে রেলওয়ের পক্ষ বিভিন্নমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। ১০টি আন্তঃনগর এবং মেইল ট্রেনের পাশাপাশি পাঁচটি রুটে যাতায়াত করবে সাতটি স্পেশাল ট্রেন। ঈদে এক দিনে চট্টগ্রাম থেকে ১২ হাজার যাত্রী পরিবহন করার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রাম রেল স্টেশনের কর্মকর্তারা জানান, এবারের আসন্ন ঈদে চট্টগ্রাম থেকে ১০টি আন্তঃনগর, মেইল ট্রেন এবং স্পেশাল ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত করার মধ্য দিয়ে প্রতিদিন ১২ হাজারের মতো ট্রেনের টিকিট বিক্রি করা হবে। এগুলোর মধ্যে শুধু ১০টি আন্তঃনগর ট্রেনে সাড়ে ৭ হাজার টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। অন্যান্য স্পেশাল ট্রেনের টিকিটও অনলাইনে বিক্রি করা হচ্ছে। মেইল ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে স্টেশনের কাউন্টারে। এবার ঈদে ঘর অভিমুখী যাত্রীদের সুবিধার্থে শোভন শ্রেণির (নন এসি) মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট (স্ট্যান্ডিং) যাত্রার দিন কাউন্টারে বিক্রি করা হবে। চট্টগ্রাম থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে গত ৭ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৫ দিন। ফিরতি যাত্রীদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত।

রেল কর্মকর্তারা জানান, গত ৭ এপ্রিল অনলাইনে বিক্রি করা হয় ১৭ এপ্রিল যারা যাত্রা করবেন তাদের টিকিট। ৮ এপ্রিল বিক্রি করা হয় ১৮ এপ্রিলের টিকিট। ৯ এপ্রিল বিক্রি করা হয় ১৯ এপ্রিলের টিকিট। ১০ এপ্রিল বিক্রি করা হয় ২০ এপ্রিল যাত্রার টিকিট এবং মঙ্গলবার (১১ এপ্রিল) বিক্রি করা হবে ২১ এপ্রিল যাত্রার টিকিট।

রেল কর্মকর্তারা আরও জানান, ঈদ উপলক্ষে পূর্বাঞ্চলে ৫টি রুটে ৭টি স্পেশাল ট্রেন চলাচল করবে। এসব ট্রেনে আসন থাকবে ২ হাজার ৪০০টি করে। এর মধ্যে প্রথম বারের মতো চাঁদপুর-সিলেট রুটে ১টি, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে একটি করে বিশেষ ট্রেন চলাচল করবে। ঈদে এই দুইটি রুটে আগে কখনো বিশেষ ট্রেন চলাচল করেনি। চাঁদপুর-সিলেট রুটের বিশেষ ট্রেনে আসন ৪৮৮টি। এই ট্রেন সিলেট থেকে বিকাল ৪টা ৪০ মিনিটে ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত সোয়া ১২টায়। চাঁদপুর থেকে বিকাল ৪টায় ছেড়ে সিলেটে পৌঁছাবে রাত ১২টায়। চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে বিশেষ ট্রেনে আসন রয়েছে ৪০০টি। এ ট্রেন রাত ১০টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাবে। ময়মনসিংহ থেকে রওনা দেবে বেলা ১১টায়।

এদিকে চট্টগ্রাম-চাঁদপুর রুটেও চলবে দুইটি বিশেষ ট্রেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনকে এ রুটে ব্যবহার করা হচ্ছে। প্রতিটি ট্রেনে আসন রয়েছে ৫১৪টি করে মোট ১ হাজার ২৮টি। চাঁদপুর ঈদ স্পেশাল-১ চাঁদপুরের উদ্দেশে চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়বে প্রতিদিন বেলা সাড়ে ১১টায়। চাঁদপুর থেকে রওনা দেবে বিকাল সাড়ে ৩টায়। চাঁদপুর ঈদ স্পেশাল-২ চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়বে বেলা ৩টা ২০ মিনিটে। ঐ ট্রেন চাঁদপুর থেকে ছাড়বে সকাল ৬টায়।