নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী বৃহস্পতিবার (৩ এপ্রিল) নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে এবার টানা ৯ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের।
বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল নির্বাহী আদেশের ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠকে উপস্থিত একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে এ অনুমোদনের কথা জানান।
উপদেষ্টা পরিষদের বৈঠক সূত্রে জানা গেছে, ৩ এপ্রিল ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর ৩১ মার্চ অনুষ্ঠিত হতে পারে। এই হিসাব অনুযায়ী, পূর্বে নির্ধারিত ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ৫ দিনের ঈদের ছুটির সঙ্গে শুক্রবার (২৮ মার্চ) সাপ্তাহিক ছুটি এবং শবে কদরের ছুটিও যুক্ত হবে। এতে করে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাবেন।
তবে, ২৭ মার্চ (বৃহস্পতিবার) অফিস খোলা থাকবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের পর ২৭ মার্চ একদিন অফিস হবে, তারপর ২৮ মার্চ থেকে শুরু হবে দীর্ঘ ছুটি।
উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল ৩ দিন। গত ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রোববার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। তার আগে ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি।
অন্যদিকে, ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ৩ এপ্রিলের পরের দুদিন ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ। সেক্ষেত্রে এবার সবমিলিয়ে টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।