Dhaka বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে গণপরিবহন চলবে : ওবায়দুল কাদের

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৩:৫৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
  • ২৩২ জন দেখেছেন

ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি একটা বিষয় আপনাদের পরিষ্কার করতে চাই। ঈদুল আযহায় গণপরিবহন চলাচল করবে। তবে প্রতি বছরের ন্যায় ঈদযাত্রায় ভারী পরিবহন ঈদের তিনদিন আগে বন্ধ থাকবে।

এর মধ্যে জরুরি সেবা এবং অত্যাবশ্যকীয় পণ্য, পচনশীল পণ্য, ওষুধ, গার্মেন্টস সামগ্রী, পশুবাহী গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এ বিষয়ে বিআরটিএ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবন এলাকাস্থ নিজ বাসভবনে গণপরিবহন বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, আমি সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদযাত্রায় সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করার আহ্বান জানাচ্ছি। না হলে ঈদের আনন্দ অচিরেই বিষাদে রূপ নিতে পারে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণের ঝুঁকিতে পৌঁছে যাবে বলে ইতিমধ্যে বিশেষজ্ঞগণ আশঙ্কা করেছেন।

তাই আসুন আমরা সকলে মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার নির্দেশনাগুলো প্রতিপালন করি। নিজেদের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলি। আমরা ঘরে অবস্থান করি এবং যার যার কর্মস্থলে অবস্থান করি। এটিই সবার কাছে প্রত্যাশা করছি।

Tag :

আবহাওয়া

মাইলস্টোন দুর্ঘটনার প্রতিবেদন জমা, ঢাকার বাইরে বিমান প্রশিক্ষণের সুপারিশ

ঈদে গণপরিবহন চলবে : ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ০৩:৫৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি একটা বিষয় আপনাদের পরিষ্কার করতে চাই। ঈদুল আযহায় গণপরিবহন চলাচল করবে। তবে প্রতি বছরের ন্যায় ঈদযাত্রায় ভারী পরিবহন ঈদের তিনদিন আগে বন্ধ থাকবে।

এর মধ্যে জরুরি সেবা এবং অত্যাবশ্যকীয় পণ্য, পচনশীল পণ্য, ওষুধ, গার্মেন্টস সামগ্রী, পশুবাহী গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এ বিষয়ে বিআরটিএ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবন এলাকাস্থ নিজ বাসভবনে গণপরিবহন বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, আমি সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদযাত্রায় সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করার আহ্বান জানাচ্ছি। না হলে ঈদের আনন্দ অচিরেই বিষাদে রূপ নিতে পারে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণের ঝুঁকিতে পৌঁছে যাবে বলে ইতিমধ্যে বিশেষজ্ঞগণ আশঙ্কা করেছেন।

তাই আসুন আমরা সকলে মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার নির্দেশনাগুলো প্রতিপালন করি। নিজেদের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলি। আমরা ঘরে অবস্থান করি এবং যার যার কর্মস্থলে অবস্থান করি। এটিই সবার কাছে প্রত্যাশা করছি।